ETV Bharat / state

'বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন', নির্মাণ মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহুবার সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এ বার বেআইনি নির্মাণ মামলায় সরব হলেন তিনি ।

Justice Abhijit Gangopadhyay
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 2:36 PM IST

Updated : Nov 23, 2023, 3:03 PM IST

কলকাতা, 23 নভেম্বর: এতদিন নিয়োগ দুর্নীতির মামলায় নানা কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ এ বার বেআইনি নির্মাণ নিয়ে কড়া মেজাজে পাওয়া গেল তাঁকে ৷ বৃহস্পতিবার লিলুয়ার বেআইনি নির্মাণ মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি ৷ এ দিন তিনি বলেন, একটাও বেআইনি নির্মাণ রাখা যাবে না ৷ তাঁর বাড়ি যদি বেআইনি হয়, সেটিও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি ৷

বিচারপতি এ দিন বলেন, "একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না । হাওড়ায় আমার নিজের বাড়ি আছে ৷ সেটাও যদি বেআইনি হয়, তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ৷"

লিলুয়ার এক বেআইনি নির্মাণ মামলায় প্রোমোটার পার্থ ঘোষকে সশরীরে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "পুলিশ ডেভলপারের দালালের কাজ করছে । পার্থ ঘোষকে হাজির করুন । যেখান থেকে পারেন হাজির করুন । নেতাজি ইনডোরে খুঁজুন আজ পবেন তাঁকে ৷" উল্লেখ্য, আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷

প্রসঙ্গত, লিলুয়ায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ কার্যকর করেনি পৌরসভা । ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন মামলাকারী সন্ধ্যা ঘোষ । সেই মামলাতেই আজ সাড়ে তিনটের সময় প্রোমোটার পার্থ ঘোষকে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

এর আগে, কলকাতার বেলেঘাটা অঞ্চলে এক বেআইনি নির্মাণ ভাঙতে প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । পাশাপাশি ক্যালিম্পং পৌরসভায় বেআইনি নির্মাণ ভাঙতেও সুর চড়িয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. কাউন্সিলরের কান্না এজলাসে! বাড়ি ভাঙায় আপাতত স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পুনর্বহাল যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ

কলকাতা, 23 নভেম্বর: এতদিন নিয়োগ দুর্নীতির মামলায় নানা কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ এ বার বেআইনি নির্মাণ নিয়ে কড়া মেজাজে পাওয়া গেল তাঁকে ৷ বৃহস্পতিবার লিলুয়ার বেআইনি নির্মাণ মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি ৷ এ দিন তিনি বলেন, একটাও বেআইনি নির্মাণ রাখা যাবে না ৷ তাঁর বাড়ি যদি বেআইনি হয়, সেটিও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি ৷

বিচারপতি এ দিন বলেন, "একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না । হাওড়ায় আমার নিজের বাড়ি আছে ৷ সেটাও যদি বেআইনি হয়, তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ৷"

লিলুয়ার এক বেআইনি নির্মাণ মামলায় প্রোমোটার পার্থ ঘোষকে সশরীরে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "পুলিশ ডেভলপারের দালালের কাজ করছে । পার্থ ঘোষকে হাজির করুন । যেখান থেকে পারেন হাজির করুন । নেতাজি ইনডোরে খুঁজুন আজ পবেন তাঁকে ৷" উল্লেখ্য, আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷

প্রসঙ্গত, লিলুয়ায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । নির্দেশ কার্যকর করেনি পৌরসভা । ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন মামলাকারী সন্ধ্যা ঘোষ । সেই মামলাতেই আজ সাড়ে তিনটের সময় প্রোমোটার পার্থ ঘোষকে হাজির করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

এর আগে, কলকাতার বেলেঘাটা অঞ্চলে এক বেআইনি নির্মাণ ভাঙতে প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । পাশাপাশি ক্যালিম্পং পৌরসভায় বেআইনি নির্মাণ ভাঙতেও সুর চড়িয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. কাউন্সিলরের কান্না এজলাসে! বাড়ি ভাঙায় আপাতত স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পুনর্বহাল যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ
Last Updated : Nov 23, 2023, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.