ETV Bharat / state

SSKM-এ মৃত যুবতি, কর্মবিরতির জন্য চিকিৎসা না হওয়ার অভিযোগ

রোগীমৃত্যুর জন্য দায়ি ডাক্তারদের কর্মবিরতি । এমন অভিযোগ করলেন মৃতের পরিবার ।

রোগীমৃত্যুর জন্য দায়ি ডাক্তারদের কর্মবিরতি
author img

By

Published : Jun 15, 2019, 5:26 AM IST

কলকাতা, 15 জুন : মারা গেছে বোন । কেউ বা চোখে জল নিয়ে ক্যানসার আক্রান্ত বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য ঘুরছেন । গতকাল SSKM হাসপাতালে এরকম হাহাকারের ছবি দেখা গেল । রোগীর পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই তাদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে ।

গতকাল SSKM -এ হাওড়ার পাঁচলার 28 বছরের এক যুবতির মৃত্যু হয় । মৃতের দাদা শেখ জাহিরুল রহমান বলেন, "আমার বোনকে আমি এই হাসপাতালে ভরতি করেছিলাম । কিন্তু কর্মবিরতির জন্য রক্ত দেওয়া যায়নি । এরপর বুধবার বিকেলে রক্ত নিয়ে বোনকে দেওয়া হয় । বোন কিছুটা সুস্থ হয়ে উঠেছিল । ডাক্তার CT স্ক্যান করতে বলেছিলেন । CT স্ক্যান করার পরই প্লেট নিয়ে এসেছিলাম । তারপর থেকেই কোনও ডাক্তার ছিলেন না । আজ (শুক্রবার) বোন মারা গেছে । ডাক্তার না থাকার জন্যই এটা হয়েছে ।"

এছাড়াও ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধও SSKM -এ ধুঁকছেন বলে জানালেন তাঁর ছেলে । শ্রীরামপুরের বাসিন্দা ওই রোগীর ছেলে বলেন, "7 দিন ধরে বিনা চিকিৎসায় বাবা পড়ে আছে । শুধুমাত্র রুটিন চেক আপ চলছে । কোলন বায়োপ্সি আর বোনম্যারো টেস্ট হওয়ার কথা ছিল । কিন্তু কিছুই হয়নি । রক্ত এনেও ফেলে রাখা হয়েছে । দেওয়া হয়নি ।"

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রীতিমতো অচলাবস্থা চলছে হাসপাতালগুলিতে । দূর দূরান্ত থেকে শহরে চিকিৎসার জন্য আসছেন রোগীরা । চিকিৎসা না পেয়ে অধিকাংশকেই ফিরে যেতে হচ্ছে । রোগীর পরিবারের বেশিরভাগেরই অভিযোগ, রোগীকে ভরতি নেওয়া হলেও যথপোযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে জানা গেছে, SSKM -এর জরুরি বিভাগে বৃহস্পতিবার রাত 12 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত মাত্র 70 জন রোগীকে ভরতি নেওয়া হয়েছে । তবে ভরতি হওয়া রোগীদের চিকিৎসা ব‍্যবস্থা ঠিকভাবে হচ্ছে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন ।

কলকাতা, 15 জুন : মারা গেছে বোন । কেউ বা চোখে জল নিয়ে ক্যানসার আক্রান্ত বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য ঘুরছেন । গতকাল SSKM হাসপাতালে এরকম হাহাকারের ছবি দেখা গেল । রোগীর পরিবারের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যই তাদের এইরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে ।

গতকাল SSKM -এ হাওড়ার পাঁচলার 28 বছরের এক যুবতির মৃত্যু হয় । মৃতের দাদা শেখ জাহিরুল রহমান বলেন, "আমার বোনকে আমি এই হাসপাতালে ভরতি করেছিলাম । কিন্তু কর্মবিরতির জন্য রক্ত দেওয়া যায়নি । এরপর বুধবার বিকেলে রক্ত নিয়ে বোনকে দেওয়া হয় । বোন কিছুটা সুস্থ হয়ে উঠেছিল । ডাক্তার CT স্ক্যান করতে বলেছিলেন । CT স্ক্যান করার পরই প্লেট নিয়ে এসেছিলাম । তারপর থেকেই কোনও ডাক্তার ছিলেন না । আজ (শুক্রবার) বোন মারা গেছে । ডাক্তার না থাকার জন্যই এটা হয়েছে ।"

এছাড়াও ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধও SSKM -এ ধুঁকছেন বলে জানালেন তাঁর ছেলে । শ্রীরামপুরের বাসিন্দা ওই রোগীর ছেলে বলেন, "7 দিন ধরে বিনা চিকিৎসায় বাবা পড়ে আছে । শুধুমাত্র রুটিন চেক আপ চলছে । কোলন বায়োপ্সি আর বোনম্যারো টেস্ট হওয়ার কথা ছিল । কিন্তু কিছুই হয়নি । রক্ত এনেও ফেলে রাখা হয়েছে । দেওয়া হয়নি ।"

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রীতিমতো অচলাবস্থা চলছে হাসপাতালগুলিতে । দূর দূরান্ত থেকে শহরে চিকিৎসার জন্য আসছেন রোগীরা । চিকিৎসা না পেয়ে অধিকাংশকেই ফিরে যেতে হচ্ছে । রোগীর পরিবারের বেশিরভাগেরই অভিযোগ, রোগীকে ভরতি নেওয়া হলেও যথপোযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি । হাসপাতাল সূত্রে জানা গেছে, SSKM -এর জরুরি বিভাগে বৃহস্পতিবার রাত 12 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত মাত্র 70 জন রোগীকে ভরতি নেওয়া হয়েছে । তবে ভরতি হওয়া রোগীদের চিকিৎসা ব‍্যবস্থা ঠিকভাবে হচ্ছে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন ।

Intro:কলকাতা, ১৪ জুন: আজ দুপুরে বিনা চিকিৎসায় মারা গেছে আদরের ছোট বোন । চোখে জল, বুকের পাজর ভাঙা হতাশা নিয়ে বোনের নিথর দেহ ফিরিয়ে নিতে এসএসকেএমে হাজির হয়েছেন দাদা শেখ জাহিরুল রহমান। অন‍্যদিকে, ক‍্যানসার আক্রান্ত বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য কেদেঁ কেদেঁ হাসপাতালে ঘুরছেন শ্রীরামপুরের এক যুবক । রাজ‍্যের প্রধান সুপার স্পেশেলিটি হাসপাতাল জুড়ে সর্বত্রই যেন হাহাকারের ছবি‌।


Body:জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে অচলাবস্থা চলছে হাসপাতাল গুলিতে। শুক্রবারও দূর দুরান্ত থেকে শহরে চিকিৎসার জন‍্য এসেছিলেন হাজার হাজার রোগী। চিকিৎসা না পেয়ে অধিকাংশকেই ফিরে যেতে হয়েছে। সামান্য অংশের রোগীকে ভর্তি নেওয়া হলেও যথাপোযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলেই অভিযোগ। এসএসকেএমের জরুরি বিভাগে গতকাল রাত ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাত্র ৭০ জন রোগী ভর্তি হয়েছে। তবে এই ভর্তি রোগী গুলির চিকিৎসা ব‍্যবস্থা ঠিক ঠাক হচ্ছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন । চিকিৎসা পরিষেবা অচল হওয়ায় এই কয়েক দিনে বেশ কিছু রোগী মারা গেছে। আজও তার অন্যথা হয়নি। আজ হাওড়ার পাচলার ২৮ বছরের একটি মহিলা মারা যান। মৃতের দাদার অভিযোগ ডাক্তারদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় মারা গেছে বোন। ক‍্যানসার আক্রান্ত বৃদ্ধ বাবা চিকিৎসা হীন ভাবে মৃত্যু শয্যায় ধুকছে বলে কাদতে কাদতে জানলেন শ্রীরামপুরের যুবক। সর্বত্রই রোগী পরিজনদের হাহাকার। করুণ চিত্র ।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.