ETV Bharat / bharat

সমাজবাদী পার্টিকে ভোট দিতে চাননি! উপ-নির্বাচনের সকালে দলিত তরুণীর বস্তাবন্দি দেহ উদ্ধার - DALIT WOMAN MURDER

উত্তরপ্রদেশে উপনির্বাচনের দিন সকালে মিলল এক দলিত তরুণীর দেহ ৷ সমাজবাদী পার্টিকে ভোট দিতে না-চাওয়ায় এই হত্যা বলে অভিযোগ পরিবারের ৷

Dalit Woman Murder in Karhal Assembly
কারহাল বিধানসভায় খুন দলিত তরুণী (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 8:10 PM IST

Updated : Nov 20, 2024, 8:24 PM IST

মৈনপুরী, 20 নভেম্বর: উপনির্বাচনের দিন উদ্ধার দলিত তরুণীর দেহ ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার কানজারা গ্রামে এই ঘটনা ঘটে ৷ পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ে কারহাল বিধানসভার উপনির্বাচনে সমাজবাদী পার্টিকে ভোট দিতে চাননি ৷ তাই তাঁকে খুন করা হয়েছে ৷ ইতিমধ্যে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, তরুণী বিজেপির সমর্থক ছিলেন ৷ তরুণীর মা জানিয়েছেন, ক'দিন আগে তাঁদের বাড়িতে সমাদজবাদী পার্টির কিছু সমর্থক এসে তরুণীকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকে ৷ কিন্তু তাতে রাজি হননি তরুণী ৷ এরপর এদিন সকাল 8টা নাগাদ কারহাল থেকে বরনাহল মার্গের পথে সেঙ্গর নদীর সেতুর কাছে একটি ঝোপের মধ্যে তরুণীর বস্তাবন্দি দেহ পায় পুলিশ ৷

ওই তরুণীর বাবা কারহাল থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদবের বিরুদ্ধে ৷ বাবর অভিযোগ, মঙ্গলবার দুপুর 12টার পর থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না ৷ প্রশান্ত যাদব তাঁর মেয়েকে অপহরণ করে। পরে তাঁকে বিষ দিয়ে হত্যা করেছে ৷ এই অপরাধ সংঘটিত করতে যাদবকে সাহায্য করেছে মোহন কাথেরিয়া নামে এক চিকিৎসক ৷ এই ঘটনায় পুলিশ দু'জনকেই গ্রেফতার করেছে ৷ তাদের বিরুদ্ধে তরুণীকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে ৷

স্থানীয় এসপি বিনোদ কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "ডাঃ মোহন কাথেরিয়া এবং প্রশান্ত যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তাদের দু'জনকেই গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷" বিজেপি সমাজবাদী পার্টির বিরুদ্ধে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে ৷

বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধরী সোশাল মিডিয়ায় সমাজবাদী পার্টিকে তুলোধনা করেছে ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "মৈনপুরী জেলার কারহালে সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদব এবং তার সঙ্গীরা মিলে দলিত কন্যাটিকে নৃশংসভাবে হত্যা করেছে ৷ কারণ, তিনি 'সাইকেল' চিহ্নে ভোট দিতে চাননি ৷"

এদিকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব লখনউয়ে সাংবাদিকদের জানান, উপনির্বাচনে বিজেপি প্রশাসনকে ব্যবহার করছে ৷ বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ চোখ-কান দুই-ই বন্ধ করে রেখেছে ৷ দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধরী পিটিআই-কে বলেন, "এটা সমাজবাদী পার্টিকে কালিমালিপ্ত করার বিজেপির একটা চক্রান্ত ৷ এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্কই নেই ৷"

কারহাল সমাজবাদী পার্টির শক্তিশালী ঘাঁটি ৷ উপনির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছেন দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের নাতি তেজপ্রতাপ সিং ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপি প্রার্থী অনুজেশ প্রতাপ সিং যাদব পরিবারেরই সদস্য় ৷ এছাড়া বিএসপির অবনীশ কুমার শাক্য এখান থেকে প্রার্থী হয়েছেন ৷

মৈনপুরী, 20 নভেম্বর: উপনির্বাচনের দিন উদ্ধার দলিত তরুণীর দেহ ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার কানজারা গ্রামে এই ঘটনা ঘটে ৷ পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ে কারহাল বিধানসভার উপনির্বাচনে সমাজবাদী পার্টিকে ভোট দিতে চাননি ৷ তাই তাঁকে খুন করা হয়েছে ৷ ইতিমধ্যে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, তরুণী বিজেপির সমর্থক ছিলেন ৷ তরুণীর মা জানিয়েছেন, ক'দিন আগে তাঁদের বাড়িতে সমাদজবাদী পার্টির কিছু সমর্থক এসে তরুণীকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকে ৷ কিন্তু তাতে রাজি হননি তরুণী ৷ এরপর এদিন সকাল 8টা নাগাদ কারহাল থেকে বরনাহল মার্গের পথে সেঙ্গর নদীর সেতুর কাছে একটি ঝোপের মধ্যে তরুণীর বস্তাবন্দি দেহ পায় পুলিশ ৷

ওই তরুণীর বাবা কারহাল থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদবের বিরুদ্ধে ৷ বাবর অভিযোগ, মঙ্গলবার দুপুর 12টার পর থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না ৷ প্রশান্ত যাদব তাঁর মেয়েকে অপহরণ করে। পরে তাঁকে বিষ দিয়ে হত্যা করেছে ৷ এই অপরাধ সংঘটিত করতে যাদবকে সাহায্য করেছে মোহন কাথেরিয়া নামে এক চিকিৎসক ৷ এই ঘটনায় পুলিশ দু'জনকেই গ্রেফতার করেছে ৷ তাদের বিরুদ্ধে তরুণীকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে ৷

স্থানীয় এসপি বিনোদ কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "ডাঃ মোহন কাথেরিয়া এবং প্রশান্ত যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তাদের দু'জনকেই গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷" বিজেপি সমাজবাদী পার্টির বিরুদ্ধে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে ৷

বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধরী সোশাল মিডিয়ায় সমাজবাদী পার্টিকে তুলোধনা করেছে ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "মৈনপুরী জেলার কারহালে সমাজবাদী পার্টির কর্মী প্রশান্ত যাদব এবং তার সঙ্গীরা মিলে দলিত কন্যাটিকে নৃশংসভাবে হত্যা করেছে ৷ কারণ, তিনি 'সাইকেল' চিহ্নে ভোট দিতে চাননি ৷"

এদিকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব লখনউয়ে সাংবাদিকদের জানান, উপনির্বাচনে বিজেপি প্রশাসনকে ব্যবহার করছে ৷ বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ চোখ-কান দুই-ই বন্ধ করে রেখেছে ৷ দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধরী পিটিআই-কে বলেন, "এটা সমাজবাদী পার্টিকে কালিমালিপ্ত করার বিজেপির একটা চক্রান্ত ৷ এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্কই নেই ৷"

কারহাল সমাজবাদী পার্টির শক্তিশালী ঘাঁটি ৷ উপনির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছেন দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের নাতি তেজপ্রতাপ সিং ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপি প্রার্থী অনুজেশ প্রতাপ সিং যাদব পরিবারেরই সদস্য় ৷ এছাড়া বিএসপির অবনীশ কুমার শাক্য এখান থেকে প্রার্থী হয়েছেন ৷

Last Updated : Nov 20, 2024, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.