ETV Bharat / state

শৃঙ্খলা মেনে দোল পালন, নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

9 মার্চ দোল । অপ্রীতিকর ঘটনা এড়াতে পড়ুয়াদের জন্য নির্দেশিকা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কৃ্র্তৃপক্ষ ।

JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Mar 3, 2020, 3:55 AM IST

Updated : Mar 3, 2020, 9:26 AM IST

কলকাতা, 3 মার্চ : 9 মার্চ দোলযাত্রা । রঙের উৎসব পালন করতে গিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনিচ্ছুক কাউকে জোর করে রং মাখতে বাধ্য করা যাবে না । সাধারণ মানুষ, বিশেষত বাইরের মানুষদের গাড়ির কোনওরকম ক্ষতি করা যাবে না । এই ধরনের একাধিক নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সই করা এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 9 মার্চ দোলযাত্রা উৎসব পালন করা হবে । বিগত বছরগুলিতে দেখা গেছে, এই উৎসবের উচ্ছ্বাসে সমস্যা তৈরি হয়েছে । যার ফলে ক্লাসরুম, করিডর হস্টেল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেনিয়মের ঘটনা ঘটে থাকে । এ ছাড়া, কোনও কোনও বছর এই শোরগোল নির্দিষ্ট দিনের আগেই শুরু হয়ে যায় এবং নির্দিষ্ট দিন পার হয়ে যাওয়ার পরেও চলতে থাকে । যা একেবারেই কাম্য নয় । এই কারণগুলোর জন্য এই বছর দোলযাত্রা পালনের সময় কী করণীয় আর কী করা যাবে না তা বলে দেওয়া হয়েছে নির্দেশিকায় ।

বলা হয়েছে, গৌরব ও বন্ধুতার সঙ্গে এই উৎসব পালন করতে হবে । কেউ যদি অনিচ্ছা প্রকাশ করে তাহলে তাকে জোর করে রং মাখতে বাধ্য করা যাবে না । বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না । এই নির্দেশিকা লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় কঠোর ব্যবস্থা নেবে ।

JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা

কলকাতা, 3 মার্চ : 9 মার্চ দোলযাত্রা । রঙের উৎসব পালন করতে গিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনিচ্ছুক কাউকে জোর করে রং মাখতে বাধ্য করা যাবে না । সাধারণ মানুষ, বিশেষত বাইরের মানুষদের গাড়ির কোনওরকম ক্ষতি করা যাবে না । এই ধরনের একাধিক নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সই করা এই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 9 মার্চ দোলযাত্রা উৎসব পালন করা হবে । বিগত বছরগুলিতে দেখা গেছে, এই উৎসবের উচ্ছ্বাসে সমস্যা তৈরি হয়েছে । যার ফলে ক্লাসরুম, করিডর হস্টেল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেনিয়মের ঘটনা ঘটে থাকে । এ ছাড়া, কোনও কোনও বছর এই শোরগোল নির্দিষ্ট দিনের আগেই শুরু হয়ে যায় এবং নির্দিষ্ট দিন পার হয়ে যাওয়ার পরেও চলতে থাকে । যা একেবারেই কাম্য নয় । এই কারণগুলোর জন্য এই বছর দোলযাত্রা পালনের সময় কী করণীয় আর কী করা যাবে না তা বলে দেওয়া হয়েছে নির্দেশিকায় ।

বলা হয়েছে, গৌরব ও বন্ধুতার সঙ্গে এই উৎসব পালন করতে হবে । কেউ যদি অনিচ্ছা প্রকাশ করে তাহলে তাকে জোর করে রং মাখতে বাধ্য করা যাবে না । বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না । এই নির্দেশিকা লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় কঠোর ব্যবস্থা নেবে ।

JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা
Last Updated : Mar 3, 2020, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.