কলকাতা, ৮ মার্চ : উপযুক্ত নম্বর থাকা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। নাম দীপক সরকার। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাননি তিনি। অভিযোগ, তাঁর থেকে কম নম্বর পেয়েও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন অন্য একজন। ওই প্রার্থীর নাম গোবিন্দ মণ্ডল। এই অভিযোগে, গতকাল কলকাতা হাইকোর্টে মামলা করেন দীপক। আজ মামলাটি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে ওঠে। বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কনককিরণ বন্দ্যোপাধ্যায় জানান, যদি সত্যিই কোনও ভুল হয়ে থাকে তাহলে ওই প্রার্থী সুযোগ পাবেন।
মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার ও অনিন্দ্য বসু বলেন, "দীপক সরকার ভূগোলের হবু শিক্ষক। তাঁর টেট পরীক্ষার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর মিলিয়ে দেখা যাচ্ছে তিনি পেয়েছেন ৭৬.৯২। কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাঁকে ডাকা হয়নি। অন্যদিকে গোবিন্দের প্রাপ্ত নম্বর ৭৬.২৮ হওয়া সত্ত্বেও তিনি ডাক পেয়েছেন। দু'জনেই SC ক্যাটাগরির প্রার্থী। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই পার্সোনালিটি টেস্টের জন্য একজন প্রার্থীকে ডাকা হয় ১:৪ অনুপাতে।"
আজ মামলাটি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ওঠে। বিচারপতি আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে। পাশাপাশি মামলাটির পরবর্তী শুনানি হবে ১৪ মার্চ।