ETV Bharat / state

Rajib Kumar: 10 কোটি টাকা তোলা চেয়ে কলকাতায় গ্রেফতার রাঁচির আইনজীবী - Rajib Kumar

জনস্বার্থ মামলার রফা করিয়ে দেওয়ার জন্য দশ কোটি টাকা তোলা আদায় করতে গিয়ে ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার ৷ তাঁকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ (Jharkhand Lawyer Rajib Kumar arrested) ।

Lawyer Rajib Kumar News
10 কোটি টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার আইনজীবী
author img

By

Published : Aug 1, 2022, 10:45 AM IST

কলকাতা, 1 অগস্ট: জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য 10 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে সোমবার কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী । ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার (Rajib Kumar)। শুধু তোলাবাজি করার জন্যই এই 10 কোটি টাকা তিনি চেয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Jharkhand Lawyer Rajib Kumar arrested) ।

তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার পুলিশ । জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছিল । অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি-অফিস এবং বিভিন্ন জায়গায় তল্লাশির হুমকি দিয়ে দশ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচিরই এক আইনজীবী । যদিও শেষ পর্যন্ত 1 কোটিতে রাজি হন তিনি ।

আরও পড়ুন: নিমতায় মহিলা সহকর্মীর শ্লীলতাহানি ! গ্রেফতার আইনজীবী

এরপর রবিবার টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই আইনজীবীকে পাকড়াও করে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা । কলকাতা পুলিশের দাবি, ব্যবসায়ীর বেশি জনস্বার্থ মামলা করেছেন রাজীব কুমার । লালবাজার সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খুন, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন ওই আইনজীবী । ধৃত আইনজীবীর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ।

কলকাতা, 1 অগস্ট: জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য 10 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে সোমবার কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী । ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার (Rajib Kumar)। শুধু তোলাবাজি করার জন্যই এই 10 কোটি টাকা তিনি চেয়েছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ (Jharkhand Lawyer Rajib Kumar arrested) ।

তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার পুলিশ । জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছিল । অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি-অফিস এবং বিভিন্ন জায়গায় তল্লাশির হুমকি দিয়ে দশ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচিরই এক আইনজীবী । যদিও শেষ পর্যন্ত 1 কোটিতে রাজি হন তিনি ।

আরও পড়ুন: নিমতায় মহিলা সহকর্মীর শ্লীলতাহানি ! গ্রেফতার আইনজীবী

এরপর রবিবার টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই আইনজীবীকে পাকড়াও করে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা । কলকাতা পুলিশের দাবি, ব্যবসায়ীর বেশি জনস্বার্থ মামলা করেছেন রাজীব কুমার । লালবাজার সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খুন, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন ওই আইনজীবী । ধৃত আইনজীবীর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.