ETV Bharat / state

বিধানসভায় কোরোনা টেস্টে পজ়িটিভ বিধায়ক, যোগ দেওয়া হল না অধিবেশনে - Jalangi's TMC MLA Abdur rajjak tested covid positive in assembly's corona test

দুদিনে মোট 10 জনের রিপোর্ট পজ়িটিভ এল । এর মধ্যে রয়েছেন 5 জন পুলিশকর্মী, বিধানসভার দু'জন কর্মী, একজন গাড়িচালক, এক সাংবাদিক এবং বিধায়ক আবদুর রাজ্জাক ।

Assembly
Assembly
author img

By

Published : Sep 10, 2020, 6:50 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : বিধানসভায় কোরোনা টেস্ট পজ়িটিভ এল জলঙ্গির তৃণমূল বিধায়ক আবদুর রাজ্জাকের । ফলে, বুধবারের একদিনের বিধানসভা অধিবেশনে যোগ দেওয়া হয়নি তাঁর । বিধানসভার প্রবেশপথ থেকেই ফিরে যেতে হয় তাঁকে । জলঙ্গির বিধায়ককে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ।

মঙ্গলবারের মতো বুধবারও বিধানসভা অধিবেশনে হয় অ্যান্টিজেন টেস্ট । বিধানসভার কর্মী, মন্ত্রী, বিধায়ক, পুলিশ, সংবাদমাধ্যমের কর্মীসহ প্রত্যেককে এই অ্যান্টিজেন টেস্ট করানো হয় । সকাল 9 টা থেকে শুরু হয় অ্যান্টিজেন টেস্ট । মোট 195 জনের টেস্ট করা হয় । এর মধ্যে জলঙ্গির বিধায়কসহ দু'জনের রিপোর্ট পজ়িটিভ আসে । ফলে, বিধানসভার অধিবেশনে যোগ না দিয়ে ফিরে যেতে হয় তাঁদের ।

মঙ্গলবারও 8 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । অর্থাৎ দু'দিনে মোট 10 জনের রিপোর্ট পজ়িটিভ এল । এর মধ্যে রয়েছেন 5 জন পুলিশকর্মী, বিধানসভার দু'জন কর্মী, একজন গাড়িচালক, একজন সাংবাদিক ও বিধায়ক আবদুর রাজ্জাক ।

গতকাল মাত্র 45 মিনিটে শেষ হয়ে যায় বিধানসভার অধিবেশন । 15 মিনিটের জন্য অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোক প্রস্তাব এবং কয়েকটি সরকারি রিপোর্ট পেশের পর শেষ হয়ে যায় অধিবেশন-পর্ব । হয়নি প্রশ্ন-উত্তর পর্ব । শুধুমাত্র সাংবিধানিক নিয়মকে মান্যতা দিয়ে একদিনের স্বল্পকালীন অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বাদল অধিবেশন ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : বিধানসভায় কোরোনা টেস্ট পজ়িটিভ এল জলঙ্গির তৃণমূল বিধায়ক আবদুর রাজ্জাকের । ফলে, বুধবারের একদিনের বিধানসভা অধিবেশনে যোগ দেওয়া হয়নি তাঁর । বিধানসভার প্রবেশপথ থেকেই ফিরে যেতে হয় তাঁকে । জলঙ্গির বিধায়ককে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ।

মঙ্গলবারের মতো বুধবারও বিধানসভা অধিবেশনে হয় অ্যান্টিজেন টেস্ট । বিধানসভার কর্মী, মন্ত্রী, বিধায়ক, পুলিশ, সংবাদমাধ্যমের কর্মীসহ প্রত্যেককে এই অ্যান্টিজেন টেস্ট করানো হয় । সকাল 9 টা থেকে শুরু হয় অ্যান্টিজেন টেস্ট । মোট 195 জনের টেস্ট করা হয় । এর মধ্যে জলঙ্গির বিধায়কসহ দু'জনের রিপোর্ট পজ়িটিভ আসে । ফলে, বিধানসভার অধিবেশনে যোগ না দিয়ে ফিরে যেতে হয় তাঁদের ।

মঙ্গলবারও 8 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । অর্থাৎ দু'দিনে মোট 10 জনের রিপোর্ট পজ়িটিভ এল । এর মধ্যে রয়েছেন 5 জন পুলিশকর্মী, বিধানসভার দু'জন কর্মী, একজন গাড়িচালক, একজন সাংবাদিক ও বিধায়ক আবদুর রাজ্জাক ।

গতকাল মাত্র 45 মিনিটে শেষ হয়ে যায় বিধানসভার অধিবেশন । 15 মিনিটের জন্য অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোক প্রস্তাব এবং কয়েকটি সরকারি রিপোর্ট পেশের পর শেষ হয়ে যায় অধিবেশন-পর্ব । হয়নি প্রশ্ন-উত্তর পর্ব । শুধুমাত্র সাংবিধানিক নিয়মকে মান্যতা দিয়ে একদিনের স্বল্পকালীন অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বাদল অধিবেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.