ETV Bharat / state

কোরোনা ইশুতে ফের রাজ্যকে আক্রমণ ধনখড়ের - Jagdeep Dhankar tweet

কোরোনা নিয়ে ফের টুইট করে রাজ্যকে আক্রমণ করলেন রাজ্যপাল । টুইটে তিনি কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন ।

Jagdeep Dhankhar
রাজ্যপাল
author img

By

Published : Jun 1, 2020, 10:00 AM IST

কলকাতা , 1 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকালে দু'টি টুইট করেন তিনি । সেখানে কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি ।

আজ সকালে প্রথমে একটি টুইট করেন তিনি । সেখানে কোরোনা ভাইরাসের রিপোর্ট বাকি থাকা নিয়ে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি । টুইটে তিনি কোরোনা ভাইরাসের রিপোর্ট আর কতটা বাকি রয়েছে এ বিষয়ে আলোকপাত করতে বলেন । পাশাপাশি কোরোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন । তিনি লেখেন , "আমি মুখ্যসচিবের কাছে 40,000-এর পরিসংখ্যান তুলে ধরেছি । যা অত্যন্ত উদ্বেগজনক । পরীক্ষার ফলাফল আসতে যদি এত দেরি করে তাহলে পরীক্ষার কোনও মানেই থাকে না । "

  • Seek enlightenment @derekobrienmp as to how many results of test reports are pending as he is social media spokesperson @MamataOfficial

    I put this figure over 40,000 to Chief Secretary. Awfully worrisome scenario.

    Such long delay in test results defeats purpose of testing(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর তিনি আর একটি টুইট করেন । সেখানে তিনি বলেন , "শুধুমাত্র গতকাল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ছিল । একদিনে মোট ৩৭১ জন কোরোনায় আক্রান্ত ছিলেন । আসল পরিসংখ্যান লুকানোর চেষ্টা করা হচ্ছে । এটা কারওর জন্য ভালো নয় । এই সংকটময় পরিস্থিতিতে কাজে ফাঁকি দেওয়া কোনওভাবেই কাম্য নয় । সঠিক তথ্য মানুষকে সচেতন করে । আর এই আনলকডাউন ১.০ পর্যায়ে মানুষকে আরও সচেতন হতে হবে । "

  • Only yesterday State touched 371 the highest Covid +ve number.

    All this staggering is secondary fudging of data. This does good to none. Hoodwinking never pays in crisis.

    Real time data is essence of awareness of people who need to be more careful in Un-Lockdown period. (2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা , 1 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকালে দু'টি টুইট করেন তিনি । সেখানে কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি ।

আজ সকালে প্রথমে একটি টুইট করেন তিনি । সেখানে কোরোনা ভাইরাসের রিপোর্ট বাকি থাকা নিয়ে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি । টুইটে তিনি কোরোনা ভাইরাসের রিপোর্ট আর কতটা বাকি রয়েছে এ বিষয়ে আলোকপাত করতে বলেন । পাশাপাশি কোরোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন । তিনি লেখেন , "আমি মুখ্যসচিবের কাছে 40,000-এর পরিসংখ্যান তুলে ধরেছি । যা অত্যন্ত উদ্বেগজনক । পরীক্ষার ফলাফল আসতে যদি এত দেরি করে তাহলে পরীক্ষার কোনও মানেই থাকে না । "

  • Seek enlightenment @derekobrienmp as to how many results of test reports are pending as he is social media spokesperson @MamataOfficial

    I put this figure over 40,000 to Chief Secretary. Awfully worrisome scenario.

    Such long delay in test results defeats purpose of testing(1/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর তিনি আর একটি টুইট করেন । সেখানে তিনি বলেন , "শুধুমাত্র গতকাল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ছিল । একদিনে মোট ৩৭১ জন কোরোনায় আক্রান্ত ছিলেন । আসল পরিসংখ্যান লুকানোর চেষ্টা করা হচ্ছে । এটা কারওর জন্য ভালো নয় । এই সংকটময় পরিস্থিতিতে কাজে ফাঁকি দেওয়া কোনওভাবেই কাম্য নয় । সঠিক তথ্য মানুষকে সচেতন করে । আর এই আনলকডাউন ১.০ পর্যায়ে মানুষকে আরও সচেতন হতে হবে । "

  • Only yesterday State touched 371 the highest Covid +ve number.

    All this staggering is secondary fudging of data. This does good to none. Hoodwinking never pays in crisis.

    Real time data is essence of awareness of people who need to be more careful in Un-Lockdown period. (2/2)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.