কলকাতা, 14 জুন: রাজ্যপাল নিরপেক্ষ নন ৷ তিনি পক্ষপাতিত্বের রাজনীতি করছেন ৷ ফের অভিযোগ করলেন ফিরহাদ হাকিম । গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটে কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও পৌর কমিশনার বিনোদ কুমারকে রাজভবনে দেখা করতে বলেন । সেই টুইটের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, শুধু টুইটের উত্তরে কোথাও দেখা করতে যাবেন না । তবে পৌর কমিশনার বিনোদ কুমার রাজ্যপালের সঙ্গে দেখা করেন ।
ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যপালও দিলীপ ঘোষের ভাষায় একের পর এক টুইট করে চলেছেন ৷ রাজ্যপাল বিভাজনের রাজনীতি করছেন । উনি যদি নিরপেক্ষ ভাষায় কথা বলতেন তাহলে অবশ্যই দেখা করতে যেতাম । রাজ্যের এই কঠিন সময়ে আমরা রাজ্যপালের থেকে সহানুভূতি আশা করি । সেটা না করে তিনি বিরোধী দল BJP-র মতো ভাষায় আক্রমণ করছেন । সেই কারণেই আমি ওনার সঙ্গে দেখা করতে চাইনি ৷ আমি ওনার সেক্রেটারিকে বিষয়টি জানিয়েছি । বিষয়টি খুবই দুঃখজনক । দেখা করতে যাওয়ার জন্য কখনই টুইট করে গণমাধ্যমকে জানানো ঠিক নয় । এটা রাজভবন নয় BJP-র অফিস হয়ে দাঁড়িয়েছে ৷ আমি কখনই BJP-র অফিসে যাব না ৷"
গতকাল রাজভবনে প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । কলকাতার কোরোনা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন তিনি । সেইসঙ্গে 13টি অজ্ঞাত পরিচয় পচাগলা মৃতদেহ নিয়েও রাজ্যপালকে জানান ৷ তিনি বলেন, "এতদিন পর্যন্ত অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ধাপায় পোড়ানো হত । কিন্তু ধাপায় বর্তমানে একটি মাত্র চুল্লি কাজ করছে । তাই কলকাতা পৌরনিগম স্থির করেছে কোরোনায় মৃতদের দেহ ধাপায় দাহ করা হবে । কলকাতা ছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া থেকে প্রতিদিন কোরোনায় মৃতদের দেহ আসছে । অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে চুল্লিতে । এই চাপ কমাতে ধাপা চুল্লিতে শুধুমাত্র কোরোনায় মৃতদের দেহ দাহ করা হবে । গড়িয়া মহাশ্মশানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মৃতদেহ দাহ করা হবে ।" পচাগলা মৃতদেহ নিয়ে যাওয়ার ভিডিয়ো প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "ভিডিয়োটির সত্যতা যাচাই করতে হবে । BJP এরকম ফেক ভিডিয়ো এর আগেও রটিয়েছে ।"