কলকাতা, 15 জুন : মাহেশের পর এবার বাতিল করা হল কলকাতার ইসকনের রথযাত্রা ৷ রাজ্যের অন্যতম বিখ্যাত রথযাত্রা এটি ৷ এই বছর কলকাতার ইসকনের 49 তম রথযাত্রা ছিল ৷ কিন্তু কোরোনার জেরে তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
প্রতি বছর দক্ষিণ কলকাতার গুরুসদয় দত্ত রোড থেকে ইসকনের রথযাত্রা শুরু হয় ৷ তারপর দক্ষিণ ও মধ্য কলকাতা ঘুরে ময়দানে এসে শেষ হয় রথযাত্রা ৷ সেখানেই সাতদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠান করেন ৷ তার সাতদিন পর সেখান থেকে ফিরে যান ইসকনের মন্দিরে ৷ সমাগম হয় বহু ভক্তের ৷ কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল কলকাতার ইসকনের 49 তম রথযাত্রা ৷ মানুষের সমাগম রুখতেই এই সিদ্ধান্ত ৷
কলকাতার ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে প্রতিবছর এই সময়ে ময়দানে রথের মেলার প্রস্তুতি শুরু হয়ে যায় ৷ এবছর সেকরম কোনও প্রস্তুতি চোকে পড়ল না ময়দানে ৷
ইসকনের অধ্যক্ষ অনঙ্গমোহন দাস বলেন, "এবছর রথযাত্রা স্থগিত রাখা হয়েছে । লোক সমাগম যাতে না হয় সেই কারণে চলতি বছরে রাস্তায় বের হবে না ইসকনের রথ । অ্যালবার্ট রোডের ইসকনের মন্দিরের ভিতরেই চলবে নিত্য সেবা । নব বৃন্দাবন বানানো হবে মন্দির চত্বরে । মন্দিরের দোতলা থেকে এক তলায় নামানো হবে প্রভু বলরাম, সুভদ্রা এবং সুদর্শনকে । ভক্তবৃন্দের কথা মনে রেখে ফেসবুক, ইউটিউব-সহ সোশাল মিডিয়ায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন মিলবে । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে আপাতত বন্ধ রয়েছে রাজ্যের সবকটি ইসকন পরিচালিত মন্দির । মন্দিরগুলি খালি করে দেওয়া হয়েছে । "