কলকাতা, 18 জুন : গরমের ছুটি নিয়ে ছড়ানো গুজব উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ফেসবুকে যে খবর ছড়িয়েছে তা ভুয়ো । সরকার কোনও সিদ্ধান্ত নিলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে ।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার হয় । যেখানে লেখা ছিল 20 থেকে 30 জুন পর্যন্ত বাড়ানো হবে সরকারি স্কুলের গরমের ছুটি । আজ এই বিষয়ে নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আগেই ফেসবুককে বলেছিলেন ফেকবুক । এখন তা প্রমাণ হল । এধরনের কোনও রকমের সিদ্ধান্ত সরকার নেয়নি । যারা বিভ্রান্ত করছেন তারা আবার একটা গন্ডগোল করার চেষ্টা করছেন । যেই ভিডিয়ো বা ছবি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভুল ।"
ঘূর্ণিঝড় ও গরমের দাপটে 3 মে থেকে 30 জুন পর্যন্ত গরমের ছুটির ঘোষণা করে রাজ্য সরকার । সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে । অনেক জায়গায় রাস্তা অবরোধ করে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয় । এরপর ছুটি কমিয়ে 10 জুন থেকে খোলা হয় সরকারি স্কুল ।