ETV Bharat / state

আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকার কি ইটপাটকেল ছোড়া শুরু করল, প্রশ্ন বিচারপতির

হাওড়া আদালতের ঘটনায় রাজ্য সরকারকে কার্যত ভর্ৎসনা করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাত সমাদ্দার। বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে রাজ্য সরকার কি এবার ইটপাটকেল ছোড়া শুরু করল ?

ফাইল ফোটো
author img

By

Published : May 17, 2019, 6:28 AM IST

কলকাতা, ১৭ মে : হাওড়া আদালত চত্বরে আইনজীবীদের আক্রান্ত হওয়া নিয়ে মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেদিনের বিভিন্ন ছবি ও ভিডিয়ো ফুটেজ দেখল । একটা ছবিতে দেখা গেছে, ওইদিন পুলিশও আইনজীবীদের উদ্দেশে ইটপাটকেল ছুড়ছিল । এই নিয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের মন্তব্য, "তাহলে রাজ্য সরকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে কি এবার ইটপাটকেল ছোড়া শুরু করল ?"

রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্তকে বিচারপতি নির্দেশ দেন, হাওড়া পুলিশ আলমারি থেকে ২৪ এপ্রিল কতটা টিয়ার গ্যাস সেল পুলিশকে দেওয়া হয়েছিল তার রেকর্ড প্রস্তুত করে আনতে হবে । কারণ পুলিশের তরফে বার বার বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সেদিন দুটি মাত্র টিয়ার গ্যাস ফাটিয়েছে । তনুশ্রী দাস নামে এক আইনজীবী অভিযোগ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়েছে । সেই ভিডিয়ো ফুটেজ দেখার পর AG-কে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দেন, "আমাকে কালকেই জানান তনুশ্রীকে ঘিরে রয়েছে যে সমস্ত লোকজন তারা কারা ? কোন পুলিশ অফিসার এরা । পাশাপাশি একজন বিশেষজ্ঞকে ডেকে ফুটেজগুলো খোলা হোক । এবং পুলিশ কমিশনারকে ডেকে সেগুলো দেখিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কালকেই জানান।"

গতকাল রাজ্যের তরফে AG বলেন, "দেবাশিস পাঁজা নামে হাওড়া পৌরনিগমের এক কর্মী আইনজীবীদের রোষের স্বীকার হন। তাঁকে নৃশংস ভাবে মারা হয়েছে বলে তাঁর লিখিত বয়ান পড়ে শোনান । যখন মারা হচ্ছিল সেই সময় তাঁকে বাঁচাতেই পুলিশ আদালত চত্বরে ঢুকেছিল ।" কিন্তু বিভিন্ন ছবিতে দেখা গেছে পুলিশ ছাড়াও কিছু কিছু লোক ঘটনাস্থানে ছিল । এই ব্যাপারে বিচারপতি প্রশ্ন করেন, এরা কারা ? AG বলেন, সম্ভবত এরা গ্রুপ ডি কর্মচারী । তখন বিচারপতি কটাক্ষ করে বলেন, "কী ১০০ দিনের কাজের কর্মচারী নাকি ।"

কলকাতা, ১৭ মে : হাওড়া আদালত চত্বরে আইনজীবীদের আক্রান্ত হওয়া নিয়ে মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেদিনের বিভিন্ন ছবি ও ভিডিয়ো ফুটেজ দেখল । একটা ছবিতে দেখা গেছে, ওইদিন পুলিশও আইনজীবীদের উদ্দেশে ইটপাটকেল ছুড়ছিল । এই নিয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের মন্তব্য, "তাহলে রাজ্য সরকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে কি এবার ইটপাটকেল ছোড়া শুরু করল ?"

রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্তকে বিচারপতি নির্দেশ দেন, হাওড়া পুলিশ আলমারি থেকে ২৪ এপ্রিল কতটা টিয়ার গ্যাস সেল পুলিশকে দেওয়া হয়েছিল তার রেকর্ড প্রস্তুত করে আনতে হবে । কারণ পুলিশের তরফে বার বার বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সেদিন দুটি মাত্র টিয়ার গ্যাস ফাটিয়েছে । তনুশ্রী দাস নামে এক আইনজীবী অভিযোগ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়েছে । সেই ভিডিয়ো ফুটেজ দেখার পর AG-কে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দেন, "আমাকে কালকেই জানান তনুশ্রীকে ঘিরে রয়েছে যে সমস্ত লোকজন তারা কারা ? কোন পুলিশ অফিসার এরা । পাশাপাশি একজন বিশেষজ্ঞকে ডেকে ফুটেজগুলো খোলা হোক । এবং পুলিশ কমিশনারকে ডেকে সেগুলো দেখিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কালকেই জানান।"

গতকাল রাজ্যের তরফে AG বলেন, "দেবাশিস পাঁজা নামে হাওড়া পৌরনিগমের এক কর্মী আইনজীবীদের রোষের স্বীকার হন। তাঁকে নৃশংস ভাবে মারা হয়েছে বলে তাঁর লিখিত বয়ান পড়ে শোনান । যখন মারা হচ্ছিল সেই সময় তাঁকে বাঁচাতেই পুলিশ আদালত চত্বরে ঢুকেছিল ।" কিন্তু বিভিন্ন ছবিতে দেখা গেছে পুলিশ ছাড়াও কিছু কিছু লোক ঘটনাস্থানে ছিল । এই ব্যাপারে বিচারপতি প্রশ্ন করেন, এরা কারা ? AG বলেন, সম্ভবত এরা গ্রুপ ডি কর্মচারী । তখন বিচারপতি কটাক্ষ করে বলেন, "কী ১০০ দিনের কাজের কর্মচারী নাকি ।"

Intro:হাওড়া আদালতের ঘটনায় কটাক্ষ বিচারপতির Body:মানস নস্কর---


আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য সরকার কি এবার ইটপাটকেল ছোড়া শুরু করলো!হাওড়া আদালতের ঘটনায় কটাক্ষ বিচারপতির

কলকাতা ১৬ মেঃ
হাওড়া আদালতের ঘটনা সংক্রান্ত মামলায় আজ ডিভিশন বেঞ্চ সেদিনের ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ দেখলো ।একটা ছবিতে দেখা গেছে ঐদিন পুলিশও আইনজীবীদের উদ্দেশে ইটপাটকেল ছুড়ছিলো ।এটা নিয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের মন্তব্য, " তাহলে রাজ্য সরকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে কি এবার ইটপাটকেল ছোড়া শুরু করলো?!"

আজ বিচারপতি এডভোকেট জেনারেলকে নির্দেশ দেন," হাওড়া পুলিশ আলমারি থেকে ২৪ এপ্রিল কতটা টিয়ারগ্যাস সেল পুলিশকে দেওয়া হয়েছিল। তার রেকর্ড প্রস্তুতকরে আনতে।কারন পুলিশের তরফে বার বার বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ ঐদিন দুটি মাত্র টিয়ার গ্যাস ফাটিয়েছে।"পাশাপাশি তনুশ্রী দাস নামের আইনজীবী তার সাথে অশ্লীল ব্যাবহার করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন।সেই ভিডিও ফুটেজ দেখার পর এডভোকেট জেনারেলকে নির্দেশ দেন,"আমাকে কালকেই জানান তনুশ্রীকে ঘিরে রয়েছে যে সমস্ত লোকজন তারা কারা?কোন পুলিশ অফিসার এরা।পাশাপাশি একজন বিশেষজ্ঞকে ডেকে ফুটেজগুলো খোলা হোক।এবং পুলিশ কমিশনারকে ডেকে সেগুলো দেখিয়ে কি কি ব্যাবস্থা নেওয়া হচ্ছে সেটা কালকেই জানান।"

আজ সকালে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল আবার জানান,"দেবাশিস পাজা নামে হাওড়া নিগমের এক কর্মী আইনজীবীদের রোষের স্বীকার হন। তাকে অকথ্য মার মারা হয়েছে বলে তার লিখিত বয়ান পড়ে শোনান।যখন মারা হচ্ছিল সেই সময় তাকে বাচাতেই পুলিশ আদালত চত্তরে ঢুকেছিল।"কিন্ত বিভিন্ন ছবিতে দেখা গেছে পুলিশ ছাড়াও কিছু কিছু লোক ঘটনা স্থলে ছিল। এই ব্যাপারে বিচারপতি প্রশ্ন করেন, এরা কারা?এজি জানান, সম্ভবত এরা গ্রুপ ডি কর্মচারী।তখন বিচারপতি কটাক্ষ করে বলেন,"কি ১০০ দিনের কাজের কর্মচারী নাকি!"

আগামীকাল এই মামলার রায়দান হতে পারে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.