ETV Bharat / bharat

'হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন', বাংলাদেশ সরকারকে আর্জি ভারতের - BANGLADESH HINDU COMMUNITY

বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এই খবরে উদ্বিগ্ন ভারত সরকার ৷

Bangladesh Minority in Bangladesh
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার রোধে বাংলাদেশকে অনুরোধ ভারতের (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Nov 7, 2024, 9:30 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানাল ভারত ৷ প্রতিবেশী দেশের চট্টগ্রাম থেকে কিছু বিশৃঙ্খল ঘটনার খবর মিলেছে ৷ এছাড়া সোশাল মিডিয়ায় কয়েকটি উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে ৷ এই অস্থির অবস্থায় বৃহস্পতিবার দেশের হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করল ভারত ৷

এদিন সাপ্তাহিক সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি চট্টগ্রামে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের তীব্র নিন্দা করেন ৷ এই অস্থিরতার কারণ সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট বলেও উল্লেখ করেন রণধীর ৷ এই ধরনের চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের । এমনই দাবি করেছে ভারত ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এনিয়ে ভারত আগেও মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে ৷

গত 16 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ৷ ইউনুস তাঁকে আশ্বস্ত করেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিরাপদে আছেন ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান , "বাংলাদেশ সরকারের অধ্যাপক মহম্মদ ইউনুস আমাকে ফোন করেছিলেন ৷ বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় ৷ বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সুরক্ষার বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন ৷"

বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ ভারতও উদ্বেগ প্রকাশ করেছে ৷ অত্যাচারের ঘটনায় বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে এক অভূতপূর্ব ও অভিনব প্রতিবাদ হয় আমেরিকায় ৷ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, এই দাবিতে ব্যানার ওড়ে ৷ হাডসন নদীর আকাশে 'স্ট্যাচু অফ লিবার্টি'কে কেন্দ্র করে ঘোরে বিশালাকৃতির এই এয়ারলাইন ব্যানার ৷ তাতে আর্জি জানানো হয়ে, বাংলাদেশে হিন্দুদের হত্যা রুখতে দ্রুত পদক্ষেপ করুক বিশ্ব ৷ খোদ ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার একাধিকবার বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার কথা বলেছিলেন।

নয়াদিল্লি, 7 নভেম্বর: ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানাল ভারত ৷ প্রতিবেশী দেশের চট্টগ্রাম থেকে কিছু বিশৃঙ্খল ঘটনার খবর মিলেছে ৷ এছাড়া সোশাল মিডিয়ায় কয়েকটি উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে ৷ এই অস্থির অবস্থায় বৃহস্পতিবার দেশের হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করল ভারত ৷

এদিন সাপ্তাহিক সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি চট্টগ্রামে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের তীব্র নিন্দা করেন ৷ এই অস্থিরতার কারণ সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট বলেও উল্লেখ করেন রণধীর ৷ এই ধরনের চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের । এমনই দাবি করেছে ভারত ৷

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এনিয়ে ভারত আগেও মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে ৷

গত 16 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ৷ ইউনুস তাঁকে আশ্বস্ত করেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিরাপদে আছেন ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান , "বাংলাদেশ সরকারের অধ্যাপক মহম্মদ ইউনুস আমাকে ফোন করেছিলেন ৷ বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় ৷ বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সুরক্ষার বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন ৷"

বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ ভারতও উদ্বেগ প্রকাশ করেছে ৷ অত্যাচারের ঘটনায় বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে এক অভূতপূর্ব ও অভিনব প্রতিবাদ হয় আমেরিকায় ৷ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, এই দাবিতে ব্যানার ওড়ে ৷ হাডসন নদীর আকাশে 'স্ট্যাচু অফ লিবার্টি'কে কেন্দ্র করে ঘোরে বিশালাকৃতির এই এয়ারলাইন ব্যানার ৷ তাতে আর্জি জানানো হয়ে, বাংলাদেশে হিন্দুদের হত্যা রুখতে দ্রুত পদক্ষেপ করুক বিশ্ব ৷ খোদ ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার একাধিকবার বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার কথা বলেছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.