ETV Bharat / state

Jadavpur University: হঠাৎ তলব রাজ্যপালের, আচার্যের সঙ্গে বৈঠক যাদবপুরের উপাচার্যের - যাদবপুরের উপাচার্য

সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউ ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 11:00 PM IST

Updated : Sep 26, 2023, 6:36 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: রাজভবনে জরুরি তলব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউকে । সোমবার সন্ধ্যায় আচমকাই রাজভবনে যান যাদবপুরের উপাচার্য । এদিন প্রায় এক ঘণ্টা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে বুদ্ধদেব সাউ কথা বলেছেন বলে রাজভবন সূত্রের খবর ।

তবে কেন এই জরুরি তলব? শোনা যাচ্ছে ইউজিসি'কে রিপোর্ট পাঠানো নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্যের বিশদে জানতে চান আচার্য । ইউজিসি'র পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি বিষয় যাদবপুর কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ইউজিসি ৷ আগামী 15 দিনের মধ্যে রিপোর্টের মাধ্যমে সেইসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা এই বিশ্ববিদ্যালয়ের ।

মনে করা হচ্ছে, এই বিষয়ে জানতেই সোমবার সন্ধ্যায় রাজভবনে জরুরি তলব করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্যকে। সূত্রের খবর, ইউজিসি'র বেঁধে দেওয়া সময়ের মধ্যেই যেন সেই রিপোর্টের উত্তর দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মূলত উপাচার্যকে সেই নির্দেশই দিয়েছেন আচার্য । এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়েও দু'পক্ষের মধ্যে কথা হয় এদিন ।

আরও পড়ুন: উপাসনা গৃহের সামনের রাস্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের

এমনকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যে বিরোধী সুর শোনা যাচ্ছে সেইসব বিষয়েই আচার্যকে জানিয়েছেন যাদবপুরের উপাচার্য । এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ এর আগে অভিযোগ তুলেছিলেন, ক্যাম্পাসে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না । এমনকী তাঁকেও র‍্যাগিং করা হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি ৷ জানা গিয়েছে, এদিন একান্তে এই বিষয়টি নিয়েও রাজ্যপাল এবং উপাচার্যের বৈঠকে কথা হয় ৷ যে কোনও দরকারে তিনি সহযোগিতা পাবেন বলে যাদবপুরের উপাচার্যকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । যদিও সূত্রের খবর, এর প্রেক্ষিতে উপাচার্য জানিয়েছেন, যদি তাঁর কোনও দরকার লাগে তাহলে আগে তা তিনি রাজ্য সরকারকে জানাবেন, তারপরে আচার্যকে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: রাজভবনে জরুরি তলব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য বুদ্ধদেব সাউকে । সোমবার সন্ধ্যায় আচমকাই রাজভবনে যান যাদবপুরের উপাচার্য । এদিন প্রায় এক ঘণ্টা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে বুদ্ধদেব সাউ কথা বলেছেন বলে রাজভবন সূত্রের খবর ।

তবে কেন এই জরুরি তলব? শোনা যাচ্ছে ইউজিসি'কে রিপোর্ট পাঠানো নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্যের বিশদে জানতে চান আচার্য । ইউজিসি'র পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট তলব করা হয়েছে । বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি বিষয় যাদবপুর কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ইউজিসি ৷ আগামী 15 দিনের মধ্যে রিপোর্টের মাধ্যমে সেইসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা এই বিশ্ববিদ্যালয়ের ।

মনে করা হচ্ছে, এই বিষয়ে জানতেই সোমবার সন্ধ্যায় রাজভবনে জরুরি তলব করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্যকে। সূত্রের খবর, ইউজিসি'র বেঁধে দেওয়া সময়ের মধ্যেই যেন সেই রিপোর্টের উত্তর দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মূলত উপাচার্যকে সেই নির্দেশই দিয়েছেন আচার্য । এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়েও দু'পক্ষের মধ্যে কথা হয় এদিন ।

আরও পড়ুন: উপাসনা গৃহের সামনের রাস্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের

এমনকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যে বিরোধী সুর শোনা যাচ্ছে সেইসব বিষয়েই আচার্যকে জানিয়েছেন যাদবপুরের উপাচার্য । এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ এর আগে অভিযোগ তুলেছিলেন, ক্যাম্পাসে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না । এমনকী তাঁকেও র‍্যাগিং করা হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি ৷ জানা গিয়েছে, এদিন একান্তে এই বিষয়টি নিয়েও রাজ্যপাল এবং উপাচার্যের বৈঠকে কথা হয় ৷ যে কোনও দরকারে তিনি সহযোগিতা পাবেন বলে যাদবপুরের উপাচার্যকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । যদিও সূত্রের খবর, এর প্রেক্ষিতে উপাচার্য জানিয়েছেন, যদি তাঁর কোনও দরকার লাগে তাহলে আগে তা তিনি রাজ্য সরকারকে জানাবেন, তারপরে আচার্যকে ।

Last Updated : Sep 26, 2023, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.