ETV Bharat / state

24 ঘণ্টায় রাজ্য়ে নতুন করে কোরোনায় আক্রান্ত 108 - নতুন করে কোরোনায় আক্রান্ত 108

গত 24 ঘণ্টায় রাজ্য়ে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 108 জন । মৃত্যু হয়েছে 11 জনের ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 7:33 PM IST

Updated : May 9, 2020, 8:35 PM IST

কলকাতা, 9 মে : রাজ্য়ে দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্য়া । গত 24 ঘণ্টায় রাজ্য়ে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 108 জন । মৃত্যু হয়েছে 11 জনের । আজ একথা জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল পর্যন্ত রাজ্য়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 1,678 । আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 108 জন । সবমিলিয়ে এই মুহূর্তে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,786 । রাজ্যে এপর্যন্ত মোট 99 জনের মৃত্যু হয়েছে । অন্যান্য রোগে মৃত্যু হয়েছে 72 জনের । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন 372 জন । এই মুহূর্তে সুস্থতার হার 20.83 শতাংশ ।

নমুনা পরীক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন, "রাজ্যে গতকাল পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 35,767 । শুধুমাত্র আজ নমুনা পরীক্ষা হয়েছে 3,601 জনের । সবমিলিয়ে এপর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 39,368 । এখন প্রতি দশ লাখে 437 জনের টেস্ট হচ্ছে । এই মুহূর্তে রাজ্যের মোট কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 18 টি । যার মধ্যে এই সপ্তাহেই 2টি নতুন ল্যাবরেটরিতে কাজ শুরু হয়েছে ।"

কোয়ারানটিন সেন্টার ও কোরোনা হাসাপাতাল সম্পর্কে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "এই মুহূর্তে মোট সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এখানে 5,478 জন রয়েছেন । এখনও পর্যন্ত সরকারি কোয়ারানটিন সেন্টার থেকে 18,796 জনকে ছাড়া হয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 14,490। পাশাপাশি রাজ্যে এপর্যন্ত মোট কোরোনা হাসপাতালের সংখ্য়া 68 । এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা 16 এবং বেসরকারি হাসপাতালের সংখ্য়া 52 ।"

কলকাতা, 9 মে : রাজ্য়ে দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্য়া । গত 24 ঘণ্টায় রাজ্য়ে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 108 জন । মৃত্যু হয়েছে 11 জনের । আজ একথা জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল পর্যন্ত রাজ্য়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 1,678 । আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 108 জন । সবমিলিয়ে এই মুহূর্তে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,786 । রাজ্যে এপর্যন্ত মোট 99 জনের মৃত্যু হয়েছে । অন্যান্য রোগে মৃত্যু হয়েছে 72 জনের । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন 372 জন । এই মুহূর্তে সুস্থতার হার 20.83 শতাংশ ।

নমুনা পরীক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন, "রাজ্যে গতকাল পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 35,767 । শুধুমাত্র আজ নমুনা পরীক্ষা হয়েছে 3,601 জনের । সবমিলিয়ে এপর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 39,368 । এখন প্রতি দশ লাখে 437 জনের টেস্ট হচ্ছে । এই মুহূর্তে রাজ্যের মোট কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 18 টি । যার মধ্যে এই সপ্তাহেই 2টি নতুন ল্যাবরেটরিতে কাজ শুরু হয়েছে ।"

কোয়ারানটিন সেন্টার ও কোরোনা হাসাপাতাল সম্পর্কে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "এই মুহূর্তে মোট সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এখানে 5,478 জন রয়েছেন । এখনও পর্যন্ত সরকারি কোয়ারানটিন সেন্টার থেকে 18,796 জনকে ছাড়া হয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 14,490। পাশাপাশি রাজ্যে এপর্যন্ত মোট কোরোনা হাসপাতালের সংখ্য়া 68 । এর মধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা 16 এবং বেসরকারি হাসপাতালের সংখ্য়া 52 ।"

Last Updated : May 9, 2020, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.