ETV Bharat / state

জরুরি প্রয়োজনে বাইরে বেরোবেন, কলকাতায় কোন নম্বরে ফোন করলে মিলবে ট্যাক্সি ? - corona

জরুরি প্রয়োজনে বাইরে বেরতে চাইলে এক ফোনেই মিলবে ট্যাক্সি । যাতে করে কলকাতার সব জায়গায়ই যাওয়া যাবে । তবে, এর জন্য দিতে হবে উপযুক্ত প্রমাণ ।

Taxi
ট্যাক্সি
author img

By

Published : Apr 12, 2020, 1:32 PM IST

কলকাতা, 12 এপ্রিল : মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই । তারপর ঠিক হয় কলকাতার পাঁচটি জায়গায় থাকবে 300টি ট্যাক্সি । কিন্তু সেই ট্য়াক্সি যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবেন না । কীভাবে পাবেন ট্যাক্সি ? এবার তার জন্য নির্দিষ্ট নিয়ম চালু করল প্রশাসন । কলকাতা পুলিশ জানিয়ে দিল, নির্দিষ্ট নম্বরে ফোন করলে মিলবে সেই ট্যাক্সি । ফোন করে বলতে হবে কোন জরুরি প্রয়োজনে বাইরে বের হতে চাইছেন । দিতে হবে তার প্রমাণও । তারপর বিবেচনা করে পাঠানো হবে ট্যাক্সি ।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, 1073 নম্বরে ফোন করলেই পাবেন এই ট্যাক্সির সুবিধা । পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র শহরেই এই ট্যাক্সি যাতায়াত করবে । শহরের বাইরে যেতে পারবেন না কেউ । ট্যাক্সিতে তিনজনের বেশি ওঠা যাবে না । হাসপাতালের মতো জরুরি প্রয়োজনে মানুষ যাতায়াতের জন্য গাড়ি পাচ্ছেন না । আবার প্রয়োজনে ব্যাঙ্কে যেতে হলেও যাতায়াতের সমস্যা হচ্ছে । এসব কারণেই এই ট্যাক্সি চালানোর ভাবনা প্রশাসনের । একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ক্ষুদ্র ও কুটির শিল্পের জিনিসপত্র পৌঁছে দিতেও ব্যবহার করা যাবে এই ট্যাক্সি ।

শ্যামবাজার, উলটোডাঙা, এক্সাইড, গড়িয়া এবং গড়িয়াহাটে তৈরি করা হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড । 300টি ট্যাক্সি এই পাঁচটি স্ট্যান্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে । মূলত নীল-সাদা ট্যাক্সিই থাকবে স্ট‍্যান্ডগুলিতে ।

কলকাতা, 12 এপ্রিল : মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই । তারপর ঠিক হয় কলকাতার পাঁচটি জায়গায় থাকবে 300টি ট্যাক্সি । কিন্তু সেই ট্য়াক্সি যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবেন না । কীভাবে পাবেন ট্যাক্সি ? এবার তার জন্য নির্দিষ্ট নিয়ম চালু করল প্রশাসন । কলকাতা পুলিশ জানিয়ে দিল, নির্দিষ্ট নম্বরে ফোন করলে মিলবে সেই ট্যাক্সি । ফোন করে বলতে হবে কোন জরুরি প্রয়োজনে বাইরে বের হতে চাইছেন । দিতে হবে তার প্রমাণও । তারপর বিবেচনা করে পাঠানো হবে ট্যাক্সি ।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, 1073 নম্বরে ফোন করলেই পাবেন এই ট্যাক্সির সুবিধা । পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র শহরেই এই ট্যাক্সি যাতায়াত করবে । শহরের বাইরে যেতে পারবেন না কেউ । ট্যাক্সিতে তিনজনের বেশি ওঠা যাবে না । হাসপাতালের মতো জরুরি প্রয়োজনে মানুষ যাতায়াতের জন্য গাড়ি পাচ্ছেন না । আবার প্রয়োজনে ব্যাঙ্কে যেতে হলেও যাতায়াতের সমস্যা হচ্ছে । এসব কারণেই এই ট্যাক্সি চালানোর ভাবনা প্রশাসনের । একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ক্ষুদ্র ও কুটির শিল্পের জিনিসপত্র পৌঁছে দিতেও ব্যবহার করা যাবে এই ট্যাক্সি ।

শ্যামবাজার, উলটোডাঙা, এক্সাইড, গড়িয়া এবং গড়িয়াহাটে তৈরি করা হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড । 300টি ট্যাক্সি এই পাঁচটি স্ট্যান্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে । মূলত নীল-সাদা ট্যাক্সিই থাকবে স্ট‍্যান্ডগুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.