ETV Bharat / state

সামনে CSK, বোলারদের উপর আস্থা রাখছেন রাহুল ত্রিপাঠী

author img

By

Published : Oct 6, 2020, 10:19 PM IST

"আমাদের কাছে আবু ধাবির মাঠটা ঘরের মাঠের মত । বোলাররা জানে কোন লাইনে বল করতে হবে । CSK ব্যাটসম্যানদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করবে আমাদের বোলাররা ।" মন্তব্য রাহুল ত্রিপাঠীর ।

Rahul Tripathi has confidence on bowlers
Rahul Tripathi has confidence on bowlers

কলকাতা, 6 অক্টোবর : হারের ধাক্কা সামলে ফের জয়ের রাস্তায় ফেরার চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের । কাল আবু ধাবিতে দীনেশ কার্তিকের দল চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে খেলবে । চলতি IPL-এ ইতিমধ্যে KKR দুটো ম্যাচ আবু ধাবিতে খেলেছে । ফলে অন্য দলের তুলনায় এই মাঠের চরিত্র নাইটদের কাছে বেশি পরিচিত । এককথায় হোম গ্রাউন্ডের সুবিধা হতে পারে প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যানদের । বেশ কয়েকদিন এই মাঠে অনুশীলন করার সুযোগ পেয়ে মেন ইন পার্পল ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

প্রথমবার দলের হয়ে মাঠে নেমে পারফরম্যান্স করা রাহুল ত্রিপাঠী ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে এসে বলেন, স্বপ্নপূরণ হয়েছে । তবে রান করার সঙ্গে যদি ম্যাচ জেতাতে পারতেন তাহলে আনন্দ বেশি হত । শেষ ম্যাচে 200-র বেশি রান তাড়া করতে নেমে কাছাকাছি পৌছে পরাজয় খারাপ লাগলেও ইতিবাচক দিকের সন্ধান KKR শিবিরে। মাঝের কয়েকদিন নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা । দু'জনেই প্রত্যাশা পূরণে ব্যর্থ ।

অধিনায়ক কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । T-20 ক্রিকেটে অধিনায়কের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাচে প্রভাব ফেলে । দীনেশ কার্তিকের নেতৃত্বে সেই ছাপ এখনও অবধি দেখা যায়নি । ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অতীতের পারফরম্যান্সের ছাপ চলতি IPL-এ দেখা যায়নি । বলা যায় আশা জাগিয়ে হারিয়ে গিয়েছে । রাহুল ত্রিপাঠী বলেন, শেষ ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে তাঁরা সামনে তাকাতে চান । ভুলত্রুটি শুধরে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছোড়ার জন্য তারা তৈরি।

রাহুল বলেন, "চেন্নাই শেষ ম্যাচে জয় পেয়েছে । তাই তাঁরা আত্মবিশ্বাসী থাকবে । তবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হতে পারে । জয় পাওয়া কঠিন হবে না । প্রতিপক্ষ চেন্নাই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন । তাই লড়াইটা সহজ হবে না ।" একই সঙ্গে তিনি বলেন,"এনগিডি,স্যাম ক্যারনের মত বোলার থাকলেও তাদের জন্য আলাদা পরিকল্পনা নেই ।তবে একটাই কথা পরিস্থিতি অনুযায়ী প্রতিপক্ষ বোলারদের সামলাতে হবে ।"

CSK শিবিরে ওয়াটসন রান পেয়েছেন । তা ছাড়া ধোনি,রবীন্দ্র জাদেজার মতa ব্যাটসম্যান রয়েছেন । বলেন, "আমাদের কাছে আবু ধাবির মাঠটা ঘরের মাঠের মত । বোলাররা জানে কোন লাইনে বল করতে হবে । CSK ব্যাটসম্যানদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করবে আমাদের বোলাররা ।"

কলকাতা, 6 অক্টোবর : হারের ধাক্কা সামলে ফের জয়ের রাস্তায় ফেরার চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের । কাল আবু ধাবিতে দীনেশ কার্তিকের দল চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে খেলবে । চলতি IPL-এ ইতিমধ্যে KKR দুটো ম্যাচ আবু ধাবিতে খেলেছে । ফলে অন্য দলের তুলনায় এই মাঠের চরিত্র নাইটদের কাছে বেশি পরিচিত । এককথায় হোম গ্রাউন্ডের সুবিধা হতে পারে প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যানদের । বেশ কয়েকদিন এই মাঠে অনুশীলন করার সুযোগ পেয়ে মেন ইন পার্পল ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

প্রথমবার দলের হয়ে মাঠে নেমে পারফরম্যান্স করা রাহুল ত্রিপাঠী ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে এসে বলেন, স্বপ্নপূরণ হয়েছে । তবে রান করার সঙ্গে যদি ম্যাচ জেতাতে পারতেন তাহলে আনন্দ বেশি হত । শেষ ম্যাচে 200-র বেশি রান তাড়া করতে নেমে কাছাকাছি পৌছে পরাজয় খারাপ লাগলেও ইতিবাচক দিকের সন্ধান KKR শিবিরে। মাঝের কয়েকদিন নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা । দু'জনেই প্রত্যাশা পূরণে ব্যর্থ ।

অধিনায়ক কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । T-20 ক্রিকেটে অধিনায়কের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাচে প্রভাব ফেলে । দীনেশ কার্তিকের নেতৃত্বে সেই ছাপ এখনও অবধি দেখা যায়নি । ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অতীতের পারফরম্যান্সের ছাপ চলতি IPL-এ দেখা যায়নি । বলা যায় আশা জাগিয়ে হারিয়ে গিয়েছে । রাহুল ত্রিপাঠী বলেন, শেষ ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে তাঁরা সামনে তাকাতে চান । ভুলত্রুটি শুধরে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছোড়ার জন্য তারা তৈরি।

রাহুল বলেন, "চেন্নাই শেষ ম্যাচে জয় পেয়েছে । তাই তাঁরা আত্মবিশ্বাসী থাকবে । তবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হতে পারে । জয় পাওয়া কঠিন হবে না । প্রতিপক্ষ চেন্নাই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন । তাই লড়াইটা সহজ হবে না ।" একই সঙ্গে তিনি বলেন,"এনগিডি,স্যাম ক্যারনের মত বোলার থাকলেও তাদের জন্য আলাদা পরিকল্পনা নেই ।তবে একটাই কথা পরিস্থিতি অনুযায়ী প্রতিপক্ষ বোলারদের সামলাতে হবে ।"

CSK শিবিরে ওয়াটসন রান পেয়েছেন । তা ছাড়া ধোনি,রবীন্দ্র জাদেজার মতa ব্যাটসম্যান রয়েছেন । বলেন, "আমাদের কাছে আবু ধাবির মাঠটা ঘরের মাঠের মত । বোলাররা জানে কোন লাইনে বল করতে হবে । CSK ব্যাটসম্যানদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি করবে আমাদের বোলাররা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.