ETV Bharat / state

West Bengal Weather Update: পড়বে না মোকার প্রভাব, গরম বাড়বে রাজ্যে

বঙ্গে ঘূর্ণিঝড় মোকার সরসারি প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই । পালটা গরম যে বাড়বে তা ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে ।

author img

By

Published : May 7, 2023, 7:09 AM IST

Updated : May 7, 2023, 10:35 AM IST

Etv Bharat
মোকার প্রভাবে গরম বাড়বে রাজ্যে
রাজ্যে গরম বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা, 7 মে: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে । পরবর্তাকালে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে । আর তার জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কিন্তু এই ঘূর্ণিঝড় বঙ্গের আবহাওয়ায় কতটা প্রভাব ফেলবে তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে বলে হাওয়া অফিস জানিয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকারিক গনেশচন্দ্র দাসের পূর্বাভাস, মোকার প্রাভাবে আন্দামান- নিকোবর দ্বীপপূঞ্জে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সঙ্গে বাইতে পারে ঝোড়ো হাওয়াও ৷ ইতিমধ্যেই লাল সকর্তকা জারি করা হয়েছে ৷ 8 তারিখ সোমবার ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ মঙ্গলবার আরও বেড়ে ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে ৷

ঘূর্নাবর্তের অবস্থান কোথায়?
শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে । এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে । 9 তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । 9 তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোবে । তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে 10 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ।

আমাদের রাজ্যে এর ফলে কি প্রভাব পড়বে ?
এই মুহূর্তে আমাদের রাজ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান সিকিম থেকে উত্তর ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত । এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর । আজ থেকে উত্তরবঙ্গে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে । আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ।
মোকা- র প্রভাবে কি গরম বাড়বে ?
দক্ষিণবঙ্গের আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 38 অথবা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে । মানে গরম বেশ খানিকটা বাড়তে চলেছে ৷ তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলোতে পারদ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ৷ তবে সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না ।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে গরম কি বাড়বে?
কলকাতাতে শনিবার তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80 শতাংশ । 10 তারিখ নাগাদ পারদ চড়বে ৷ তাপমাত্রা বেড়ে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে পৌছবে । পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছতে পারে ।

আরও পড়ুন : মনের মানুষের সঙ্গে সময় কাটিয়ে মন ফুরফুরে থাকবে কাদের ? জানুন রাশিফলে

রাজ্যে গরম বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা, 7 মে: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে । পরবর্তাকালে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে । আর তার জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কিন্তু এই ঘূর্ণিঝড় বঙ্গের আবহাওয়ায় কতটা প্রভাব ফেলবে তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে বলে হাওয়া অফিস জানিয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকারিক গনেশচন্দ্র দাসের পূর্বাভাস, মোকার প্রাভাবে আন্দামান- নিকোবর দ্বীপপূঞ্জে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সঙ্গে বাইতে পারে ঝোড়ো হাওয়াও ৷ ইতিমধ্যেই লাল সকর্তকা জারি করা হয়েছে ৷ 8 তারিখ সোমবার ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ মঙ্গলবার আরও বেড়ে ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে ৷

ঘূর্নাবর্তের অবস্থান কোথায়?
শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে । এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে । 9 তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । 9 তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোবে । তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে 10 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ।

আমাদের রাজ্যে এর ফলে কি প্রভাব পড়বে ?
এই মুহূর্তে আমাদের রাজ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান সিকিম থেকে উত্তর ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত । এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর । আজ থেকে উত্তরবঙ্গে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে । আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ।
মোকা- র প্রভাবে কি গরম বাড়বে ?
দক্ষিণবঙ্গের আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 38 অথবা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে । মানে গরম বেশ খানিকটা বাড়তে চলেছে ৷ তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই । পশ্চিমের জেলাগুলোতে পারদ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ৷ তবে সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না ।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে গরম কি বাড়বে?
কলকাতাতে শনিবার তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80 শতাংশ । 10 তারিখ নাগাদ পারদ চড়বে ৷ তাপমাত্রা বেড়ে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে পৌছবে । পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছতে পারে ।

আরও পড়ুন : মনের মানুষের সঙ্গে সময় কাটিয়ে মন ফুরফুরে থাকবে কাদের ? জানুন রাশিফলে

Last Updated : May 7, 2023, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.