ETV Bharat / state

West Bengal Weather Update: বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, একটু কমবে গরমের জ্বালা

author img

By

Published : Apr 28, 2023, 7:26 AM IST

Updated : Apr 28, 2023, 8:31 AM IST

কলকাতায় ভারী ঝড়-বৃষ্টি হলেও আশপাশের অঞ্চলে তার প্রভাব খুব বেশি হয়নি ৷ হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বষ্টি চলবে ৷ তবে পাল্লা দিয়ে গরমও অনেকটাই কমবে ৷ শনিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে বিঘ্ন সৃষ্টি করতে পারে কিনা তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

Etv Bharat
বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জেরে কমবে গরম

কলকাতা, 28 এপ্রিল: ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে বৃহস্পতিবার ভিজল বিকেলের কলকাতা । শুধু মুষলধারায় বৃষ্টিই নয় ঘণ্টায় 79 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও ছিল ৷ যার স্থায়িত্ব ছিল এক মিনিট । কলকাতায় তীব্র ঝড়-বৃষ্টি হলেও তার আশপাশের অঞ্চলে মুষল ধারায় বৃষ্টি হয়নি । অল্প বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অন্যান্য জেলার বাসিন্দাদের ।

হাওয়া অফিস সূত্রে খবর, এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে । তাতেই গরম কমবে । তবে তাপপ্রবাহের পরিস্থিতি আর ফিরবে না আগামি দিন কয়েকের মধ্যে । এদিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করায় আর্দ্রতাজনিত কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে । বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে । আজ এবং আগামীকাল ভিজতে পারে তিলোত্তমা ৷ সরাসরি না বললেও হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে সেই ইঙ্গিত মিলেছে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 5 দিন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে । বৃহস্পতিবার দুই বঙ্গেই একটু বেশি ঝড় বৃষ্টি হয়েছে । আজ শুক্রবার ঝড় বৃষ্টি কমে যাবে । 29 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গেই । তবে তারপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তার জেরে রবিবারের পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা খানিকটা বাড়বে । জলীয়বাষ্প থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে । তবে যে জায়গায় ঝড় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পরিমাণ খানিকটা কম থাকবে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের সময় চোখকে রক্ষা করবেন কীভাবে, জেনে নিন

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 34.8 মিলিমিটার । আজ শুক্রবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 28 এপ্রিল: ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে বৃহস্পতিবার ভিজল বিকেলের কলকাতা । শুধু মুষলধারায় বৃষ্টিই নয় ঘণ্টায় 79 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও ছিল ৷ যার স্থায়িত্ব ছিল এক মিনিট । কলকাতায় তীব্র ঝড়-বৃষ্টি হলেও তার আশপাশের অঞ্চলে মুষল ধারায় বৃষ্টি হয়নি । অল্প বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অন্যান্য জেলার বাসিন্দাদের ।

হাওয়া অফিস সূত্রে খবর, এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে । তাতেই গরম কমবে । তবে তাপপ্রবাহের পরিস্থিতি আর ফিরবে না আগামি দিন কয়েকের মধ্যে । এদিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করায় আর্দ্রতাজনিত কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে । বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে । আজ এবং আগামীকাল ভিজতে পারে তিলোত্তমা ৷ সরাসরি না বললেও হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে সেই ইঙ্গিত মিলেছে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 5 দিন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে । বৃহস্পতিবার দুই বঙ্গেই একটু বেশি ঝড় বৃষ্টি হয়েছে । আজ শুক্রবার ঝড় বৃষ্টি কমে যাবে । 29 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গেই । তবে তারপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তার জেরে রবিবারের পর থেকে দুই বঙ্গেই তাপমাত্রা খানিকটা বাড়বে । জলীয়বাষ্প থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে । তবে যে জায়গায় ঝড় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পরিমাণ খানিকটা কম থাকবে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের সময় চোখকে রক্ষা করবেন কীভাবে, জেনে নিন

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 34.8 মিলিমিটার । আজ শুক্রবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে । ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Apr 28, 2023, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.