ETV Bharat / sports

চ্যালেঞ্জ লিগ অতীত, বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়েই ডার্বি জয়ে চোখ অস্কারের - ISL 2024 25

আইএসএলে ফের জার্নি শুরুর আগে বাস্তবের মাটিতে অস্কার ব্রুজোঁ ৷ জানালেন, চ্য়ালেঞ্জ লিগ এবং আইএসএল সম্পূর্ণ আলাদা ৷

EAST BENGAL PRACTICE
অনুশীলনে হিজাজি-ক্লেইটনরা (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 8, 2024, 8:05 PM IST

কলকাতা, 8 নভেম্বর: চ্যালেঞ্জ লিগের সাফল্য অতীত। ফের আইএসএলের রুক্ষ মাটিতে ইস্টবেঙ্গল। রুক্ষ কারণ, প্রথম ছ'ম্য়াচের সবক'টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে লাল-হলুদ ৷ সবমিলিয়ে শনির মিনি ডার্বিতে শূন্য থেকে শুরু করতে হবে অস্কার ব্রুজোঁর দলকে। তবে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়েই শনিবার ডার্বি জয়ের অঙ্ক কষছেন লাল-হলুদের নয়া কোচ। শুক্রবার নন্দকুমারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে লাল-হলুদ কোচ জানালেন, এএফসি'র সাফল্য দলের মানসিকতায় বদল এনেছে। তবে আইএসএল সম্পূর্ণ আলাদা।

প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং চার ম্যাচ হেরে বারো নম্বরে দাঁড়িয়ে। তাই শনিবারের সন্ধ্যায় যুবভারতীতে দুই 'লাস্ট বয়ের দ্বৈরথ'। এই ম্যাচের আকর্ষণ এতটাই তলানিতে যে টিকিটের চাহিদা কার্যত শূন্য। লাল-হলুদ সাজঘরে অবশ্য পরিস্থিতি বদলের ডাক। সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ কোচ অস্কার জানালেন বটে, তবে তাঁর ভাবনায় শুধুই সাদা-কালো। প্রতিপক্ষ সম্পর্কে সমীহ ঝরে পড়ল অস্কার ব্রুজোঁর গলায়। সাংবাদিক সম্মেলনে স্প্য়ানিয়ার্ড বলেন, "দল হিসেবে মহমেডান স্পোর্টিং যথেষ্ট ভালো। কলকাতা লিগে লড়াই হয়েছিল। আইএসএলে ওদের শুরুটা যথেষ্ট আশাব্যঞ্জক। দলে কাশিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সিসের মত ফুটবলার রয়েছে। ভারতীয়রাও যথেষ্ট প্রতিশ্রুতিমান। ওদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখতে হবে। দায়িত্ববোধ দেখাতে হবে।"

ফুটবলাররাও পরিস্থিতি বদলে মরিয়া। অস্কার দল গঠনে চমক আনেন নাকি চেনা ছকেই দল নামান সেটা দেখার। আনোয়ারের সঙ্গে জিকসনকে খেলিয়ে রক্ষণে নতুন জুটি তৈরি করেছিলেন বৃহস্পতিতে। শুক্রবার দেখা গেল হিজাজি মাহেরকে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আক্রমণে দিমিত্রিয়স দিয়ামানতোকোসের সঙ্গে একটু নীচে মাদিহ তালালকে রাখা হচ্ছে। মাঝমাঠে সাউল ক্রেসপো, নন্দকুমার, নাওরেম মহেশ রয়েছেন।

ব্রুজোঁ বলছেন, "আমার দলে পারফরম্যান্সই শেষ কথা। দেশি-বিদেশি আমি দেখি না। হেক্টর কিংবা হিজাজি সকলেই ভালো ফুটবলার। নিশু কুমার চোট সারিয়ে ফিট। ভালো ফলের জন্য ধৈর্য্য জরুরি। তবে মহমেডানের বিরুদ্ধে পরিস্থিতি বদলাতে চাই ৷"

কলকাতা, 8 নভেম্বর: চ্যালেঞ্জ লিগের সাফল্য অতীত। ফের আইএসএলের রুক্ষ মাটিতে ইস্টবেঙ্গল। রুক্ষ কারণ, প্রথম ছ'ম্য়াচের সবক'টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে লাল-হলুদ ৷ সবমিলিয়ে শনির মিনি ডার্বিতে শূন্য থেকে শুরু করতে হবে অস্কার ব্রুজোঁর দলকে। তবে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়েই শনিবার ডার্বি জয়ের অঙ্ক কষছেন লাল-হলুদের নয়া কোচ। শুক্রবার নন্দকুমারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে লাল-হলুদ কোচ জানালেন, এএফসি'র সাফল্য দলের মানসিকতায় বদল এনেছে। তবে আইএসএল সম্পূর্ণ আলাদা।

প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং চার ম্যাচ হেরে বারো নম্বরে দাঁড়িয়ে। তাই শনিবারের সন্ধ্যায় যুবভারতীতে দুই 'লাস্ট বয়ের দ্বৈরথ'। এই ম্যাচের আকর্ষণ এতটাই তলানিতে যে টিকিটের চাহিদা কার্যত শূন্য। লাল-হলুদ সাজঘরে অবশ্য পরিস্থিতি বদলের ডাক। সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ কোচ অস্কার জানালেন বটে, তবে তাঁর ভাবনায় শুধুই সাদা-কালো। প্রতিপক্ষ সম্পর্কে সমীহ ঝরে পড়ল অস্কার ব্রুজোঁর গলায়। সাংবাদিক সম্মেলনে স্প্য়ানিয়ার্ড বলেন, "দল হিসেবে মহমেডান স্পোর্টিং যথেষ্ট ভালো। কলকাতা লিগে লড়াই হয়েছিল। আইএসএলে ওদের শুরুটা যথেষ্ট আশাব্যঞ্জক। দলে কাশিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সিসের মত ফুটবলার রয়েছে। ভারতীয়রাও যথেষ্ট প্রতিশ্রুতিমান। ওদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখতে হবে। দায়িত্ববোধ দেখাতে হবে।"

ফুটবলাররাও পরিস্থিতি বদলে মরিয়া। অস্কার দল গঠনে চমক আনেন নাকি চেনা ছকেই দল নামান সেটা দেখার। আনোয়ারের সঙ্গে জিকসনকে খেলিয়ে রক্ষণে নতুন জুটি তৈরি করেছিলেন বৃহস্পতিতে। শুক্রবার দেখা গেল হিজাজি মাহেরকে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আক্রমণে দিমিত্রিয়স দিয়ামানতোকোসের সঙ্গে একটু নীচে মাদিহ তালালকে রাখা হচ্ছে। মাঝমাঠে সাউল ক্রেসপো, নন্দকুমার, নাওরেম মহেশ রয়েছেন।

ব্রুজোঁ বলছেন, "আমার দলে পারফরম্যান্সই শেষ কথা। দেশি-বিদেশি আমি দেখি না। হেক্টর কিংবা হিজাজি সকলেই ভালো ফুটবলার। নিশু কুমার চোট সারিয়ে ফিট। ভালো ফলের জন্য ধৈর্য্য জরুরি। তবে মহমেডানের বিরুদ্ধে পরিস্থিতি বদলাতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.