ETV Bharat / state

নাগরিক মিছিল-জনতার চার্জশিট, আরজি কর-কাণ্ডের 90 দিন পূর্তিতে শনিতে দিনভর কর্মসূচি - RG KAR DOCTOR RAPE AND MURDER

আরজি কর-কাণ্ডের 90 দিন পূর্তি ৷ সেই উপলক্ষে শনিবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে চিকিৎসকদের ৷ কোথায় কী হবে, জেনে নিন ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডের 90 দিন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 7:59 PM IST

কলকাতা, 8 নভেম্বর: আজ আট নভেম্বর । ঠিক তিন মাস আগে এই দিনই গভীর রাতে নিজের কর্মস্থলে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল চিকিৎসক ছাত্রীকে । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরের দিন অর্থাৎ নয় অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘরে । তারপর থেকেই তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের । এবার ওই ঘটনার তিন মাস পূর্তিতে আন্দোলনের প্রত্যেকটি চিত্র তুলে ধরবেন জুনিয়র চিকিৎসকরা ।

শনিবার সকাল 10টা থেকে রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে হবে দ্রোহের গ্যালারি । যেখানে এই 90 দিনের আন্দোলনের চিত্র তুলে ধরা হবে । এছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবিরের ।

ETV BHARAT
আরজি করে রক্তদান শিবির (নিজস্ব চিত্র)

এরপরে রয়েছে মহামিছিল । ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে । সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছে । ন্যায়বিচারের দাবিতে সেই মিছিল হবে ধর্মতলা পর্যন্ত । সেই মিছিলে পা মেলাবে অভয়া মঞ্চ । তবে এই মিছিলের পর তাদেরও একটি কর্মসূচি রয়েছে । বিকেল চারটের সময় অভয়া মঞ্চ রানি রাসমণি রোডে জনতার চার্জশিট তুলে ধরবে । এই 90 দিনের আন্দোলনে জনতা কী চাইছে, সেটাই সেখানে আলোচ্য হবে ।

ETV BHARAT
অভয়া মঞ্চ রানি রাসমণি রোডে জনতার চার্জশিট তুলে ধরবে (নিজস্ব চিত্র)

তবে এর পালটা ন্যায় বিচারের দাবিতে পথে থাকবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । ঘটনার 90 দিনের মাথায় হাতিবাগানে স্টার থিয়েটারে এটি গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা । সেখানে আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চালু রেখে প্রতিবাদ করা যায়, সে বিষয়ে কথা বলবে তারা । এই গণ কনভেনশনও শুরু হবে বিকেল তিনটে থেকে । সেখানেও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন থ্রেট কালচারের অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা । তাঁদের কথায়, "এই আন্দোলন আমরাই শুরু করেছিলাম । তাই ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তাতেই আছি । তবে রোগীর স্বার্থকে বিঘ্নিত করে নয় ।"

ETV BHARAT
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের গণ কনভেনশন (নিজস্ব চিত্র)
ETV BHARAT
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নাগরিক মিছিল (নিজস্ব চিত্র)

কলকাতা, 8 নভেম্বর: আজ আট নভেম্বর । ঠিক তিন মাস আগে এই দিনই গভীর রাতে নিজের কর্মস্থলে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল চিকিৎসক ছাত্রীকে । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরের দিন অর্থাৎ নয় অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘরে । তারপর থেকেই তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের । এবার ওই ঘটনার তিন মাস পূর্তিতে আন্দোলনের প্রত্যেকটি চিত্র তুলে ধরবেন জুনিয়র চিকিৎসকরা ।

শনিবার সকাল 10টা থেকে রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে হবে দ্রোহের গ্যালারি । যেখানে এই 90 দিনের আন্দোলনের চিত্র তুলে ধরা হবে । এছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবিরের ।

ETV BHARAT
আরজি করে রক্তদান শিবির (নিজস্ব চিত্র)

এরপরে রয়েছে মহামিছিল । ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে । সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছে । ন্যায়বিচারের দাবিতে সেই মিছিল হবে ধর্মতলা পর্যন্ত । সেই মিছিলে পা মেলাবে অভয়া মঞ্চ । তবে এই মিছিলের পর তাদেরও একটি কর্মসূচি রয়েছে । বিকেল চারটের সময় অভয়া মঞ্চ রানি রাসমণি রোডে জনতার চার্জশিট তুলে ধরবে । এই 90 দিনের আন্দোলনে জনতা কী চাইছে, সেটাই সেখানে আলোচ্য হবে ।

ETV BHARAT
অভয়া মঞ্চ রানি রাসমণি রোডে জনতার চার্জশিট তুলে ধরবে (নিজস্ব চিত্র)

তবে এর পালটা ন্যায় বিচারের দাবিতে পথে থাকবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । ঘটনার 90 দিনের মাথায় হাতিবাগানে স্টার থিয়েটারে এটি গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা । সেখানে আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চালু রেখে প্রতিবাদ করা যায়, সে বিষয়ে কথা বলবে তারা । এই গণ কনভেনশনও শুরু হবে বিকেল তিনটে থেকে । সেখানেও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন থ্রেট কালচারের অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা । তাঁদের কথায়, "এই আন্দোলন আমরাই শুরু করেছিলাম । তাই ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তাতেই আছি । তবে রোগীর স্বার্থকে বিঘ্নিত করে নয় ।"

ETV BHARAT
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের গণ কনভেনশন (নিজস্ব চিত্র)
ETV BHARAT
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নাগরিক মিছিল (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.