কলকাতা, 8 নভেম্বর: আজ আট নভেম্বর । ঠিক তিন মাস আগে এই দিনই গভীর রাতে নিজের কর্মস্থলে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হতে হয়েছিল চিকিৎসক ছাত্রীকে । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরের দিন অর্থাৎ নয় অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘরে । তারপর থেকেই তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের । এবার ওই ঘটনার তিন মাস পূর্তিতে আন্দোলনের প্রত্যেকটি চিত্র তুলে ধরবেন জুনিয়র চিকিৎসকরা ।
শনিবার সকাল 10টা থেকে রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে হবে দ্রোহের গ্যালারি । যেখানে এই 90 দিনের আন্দোলনের চিত্র তুলে ধরা হবে । এছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবিরের ।
এরপরে রয়েছে মহামিছিল । ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে । সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা আমন্ত্রণ জানিয়েছে । ন্যায়বিচারের দাবিতে সেই মিছিল হবে ধর্মতলা পর্যন্ত । সেই মিছিলে পা মেলাবে অভয়া মঞ্চ । তবে এই মিছিলের পর তাদেরও একটি কর্মসূচি রয়েছে । বিকেল চারটের সময় অভয়া মঞ্চ রানি রাসমণি রোডে জনতার চার্জশিট তুলে ধরবে । এই 90 দিনের আন্দোলনে জনতা কী চাইছে, সেটাই সেখানে আলোচ্য হবে ।
তবে এর পালটা ন্যায় বিচারের দাবিতে পথে থাকবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । ঘটনার 90 দিনের মাথায় হাতিবাগানে স্টার থিয়েটারে এটি গণ কনভেনশনের ডাক দিয়েছে তারা । সেখানে আরজি করের নির্যাতিতার ন্যায় বিচারের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে চালু রেখে প্রতিবাদ করা যায়, সে বিষয়ে কথা বলবে তারা । এই গণ কনভেনশনও শুরু হবে বিকেল তিনটে থেকে । সেখানেও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন থ্রেট কালচারের অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা । তাঁদের কথায়, "এই আন্দোলন আমরাই শুরু করেছিলাম । তাই ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তাতেই আছি । তবে রোগীর স্বার্থকে বিঘ্নিত করে নয় ।"