ETV Bharat / state

West Bengal Weather Update: কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে

হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচদিন ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণে ৷ উত্তরেও বৃষ্টির সম্ভাবনা আছে ৷ মিটবে জুন-জুলাইয়ের ঘাটতি (West Bengal Weather Update) ?

West Bengal Monsoon
দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Aug 4, 2022, 6:40 AM IST

কলকাতা, 4 অগস্ট: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ? এখন দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলাই থাকছে । বিক্ষিপ্ত হলেও বৃষ্টির দাপট বেশি । ফলে মুষলধারায় বৃষ্টি দেখে দক্ষিণে বর্ষার ঘাটতি কিছুটা মেটার ইঙ্গিত মিলছে। যদিও আলিপুর আবহাওয়া অফিস এ বিষয়ে কোনও আভাস দেয়নি । বরং চলতি অগস্ট মাসে বৃষ্টির পরিমাণ কম থাকার পূর্বাভাস দিয়েছে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain very likely) ।

তবে হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী বৃষ্টি যা হয়েছে, তা অনেকটাই কমে যাবে । আগামী 24 ঘণ্টায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে । তারপর আর কোনও সম্ভাবনা নেই । শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ঝড় বৃষ্টি চলবে । কলকাতার আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে আর্দ্রতাজনিত গরম থাকায় অস্বস্তি থাকবে ।"

আরও পড়ুন: লক্ষীবারে গ্রহনক্ষত্রের শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

বুধবার কলকাতা এবং তার আশপাশে অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । দু-এক পশলা বৃষ্টি হবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

কলকাতা, 4 অগস্ট: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ? এখন দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলাই থাকছে । বিক্ষিপ্ত হলেও বৃষ্টির দাপট বেশি । ফলে মুষলধারায় বৃষ্টি দেখে দক্ষিণে বর্ষার ঘাটতি কিছুটা মেটার ইঙ্গিত মিলছে। যদিও আলিপুর আবহাওয়া অফিস এ বিষয়ে কোনও আভাস দেয়নি । বরং চলতি অগস্ট মাসে বৃষ্টির পরিমাণ কম থাকার পূর্বাভাস দিয়েছে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain very likely) ।

তবে হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । ভারী বৃষ্টি যা হয়েছে, তা অনেকটাই কমে যাবে । আগামী 24 ঘণ্টায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে । তারপর আর কোনও সম্ভাবনা নেই । শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন ঝড় বৃষ্টি চলবে । কলকাতার আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে আর্দ্রতাজনিত গরম থাকায় অস্বস্তি থাকবে ।"

আরও পড়ুন: লক্ষীবারে গ্রহনক্ষত্রের শুভক্ষণ জানতে দেখুন ইটিভি ভারত রাশিফল

বুধবার কলকাতা এবং তার আশপাশে অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । দু-এক পশলা বৃষ্টি হবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.