মুম্বই, 5 নভেম্বর: প্রাথমিকভাবে ঠিক ছিল রিয়াধে হবে আইপিএল 2025-এর মেগা নিলাম ৷ তবে শেষ মুহূর্তে ভেন্যুতে এল বদল ৷ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে 2025 কোটিপতি লিগের মেগা অকশন ৷ তবে রাজধানী রিয়াধ নয়, আগামী 24 ও 25 নভেম্বর নিলাম অনুষ্ঠিত হচ্ছে সৌদির জেদ্দা শহরে ৷ মঙ্গলবার সন্ধেয় বিবৃতিতে জানাল বোর্ড ৷
দু'দিন ব্য়াপী এবার আইপিএলের নিলাম প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল রিয়াধে ৷ কেন সেখানে হল না তা, জানা না-গেলেও সৌদিতেই নয়া ভেন্যু খুঁজে নিল বোর্ড ৷ এই প্রথম সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম ৷ যে নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন 1574 জন ক্রিকেটার ৷ উল্লেখযোগ্যভাবে, নিলামের সময় অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলতে ব্যস্ত থাকবে ভারতীয় দল ৷ জেদ্দা শহরের আবাদি আল জোহার এরিনায় বসবে নিলামে উঠবেন বিশ্বের নামীদামি ক্রিকেটাররা ৷
1574 জন ক্রিকেটারের মধ্যে 1165 জন ভারতীয় ক্রিকেটার ও 409 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে ওই দু'দিনে ৷ এরমধ্যে আবার 320 জন ক্য়াপড এবং 1224 জন ক্রিকেটার আনক্য়াপড ৷ এমনকী তালিকায় রয়েছেন আইসিসি'র অ্যাসোসিয়েট দেশগুলোর 30 জন ক্রিকেটারও ৷ প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 25 জন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে ৷ সেক্ষেত্রে রিটেনড প্লেয়ারদের তালিকা বাদ দিলে সবক'টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে 204টি স্লটের জন্য দু'দিনের মেগা নিলাম চলবে সৌদির জেদ্দা শহরে ৷
✍️ 1574 Player Registrations
— IndianPremierLeague (@IPL) November 5, 2024
🧢 320 capped players, 1,224 uncapped players, & 30 players from Associate Nations
🎰 204 slots up for grabs
🗓️ 24th & 25th November 2024
📍 Jeddah, Saudi Arabia
Read all the details for the upcoming #TATAIPL Mega Auction 🔽🤩
কোন দেশের কতজন করে ক্রিকেটার মেগা নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন, সেই তালিকাও দিয়েছে বোর্ড ৷ সে তালিকায় ভারতের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৷ অস্ট্রেলিয়ার 76 জন ও ইংল্য়ান্ডের 52 জন ক্রিকেটার উঠবেন নিলামে ৷ ভারতের 48জন ক্যাপড ক্রিকেটারের পাশাপাশি নিলামে অংশ নেবেন 965 জন আনক্য়াপড ক্রিকেটার ৷ এর মধ্যে 152 জন ভারতীয় আনক্যাপড ক্রিকেটার অতীতে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির শরিক ছিলেন ৷
আসন্ন আইপিএলের মেগা অকশনে সর্বাধিক 110.5 কোটি টাকা পার্সে নিয়ে নিলামে অংশ নেবে পঞ্জাব কিংস ৷ মাত্র দু'জন ক্রিকেটারকে রিটেন করেছে প্রীতি জিন্টার দল ৷ অন্যদিকে সর্বনিম্ন 41 কোটি টাকা নিয়ে নিলামে দর হাঁকাবে রাজস্থান রয়্য়ালস ৷