ETV Bharat / state

West Bengal Weather Update: ঠান্ডার আমেজও আজ মিলবে, কাল থেকে বাড়বে তাপমাত্রা

ফাল্গুন মাস পড়ে গিয়েছে ৷ বিদায় নিচ্ছে শীত ৷ দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে ৷ এবার কি সরাসরি গ্রীষ্মের বার্তা ? নাকি মাঝে কিছুটা সময় বসন্ত থাকবে বঙ্গে ? উত্তর মিলবে পারদের ওঠা-নামায় (West Bengal Weather Change) ৷

Winter
শীত
author img

By

Published : Feb 15, 2023, 6:39 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: ঠান্ডার শিরশিরানি ফিরলেও তাতে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷ অন্তত আলিপুর হাওয়া অফিস সেই পূর্বাভাস দিয়েছে ৷ মঙ্গলবারের পরে অজ বুধবারও ঠান্ডার শিরশিরে আমেজ থাকবে ৷ তবে তা মঙ্গলবারের তুলনায় কম ৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82 শতাংশ (West Bengal Winter Update) ৷

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আর 15 কিংবা 16 ডিগ্রির ঘরে নামবে না ৷ বরং এবার ধীরে ধীরে তা বাড়তে থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে থাকবে ৷ একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ৷ ফলে ঠান্ডার যে হালকা অনুভূতি, সেটাও আর মিলবে না ৷ বিদায় নেবে শীত ৷ যেহেতু বর্ষার মতো শীত আগমনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ নেই, তেমন বিদায়ের দিনও নেই ৷ তবে কি বসন্ত জাগ্রত দ্বারে ? নাকি সরাসরি প্রাক-গ্রীষ্মের পূর্বাভাস ?

আরও পড়ুন: কর্কটের জন্য আজকের দিনটি বেশ কঠিন হতে চলেছে, আপনার ভাগ্য কী বলছে ?

সাধারণত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে শীতের কামড় কমতে থাকে ৷ চলতি মরশুমে শীত গত কয়েক বছরের তুলনায় অনেক কম পড়েছে ৷ এমনকী বৃষ্টিপাতের যে নজির রয়েছে, তা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেখা যায়নি ৷ সেদিক থেকে চলতি মরশুমে প্রকৃত শীতের অনুভূতি মাত্র কয়েকটি দিনে মিলেছে ৷ অতীতের তুলনায় তা অনেক কম ৷ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পারদের ওঠা-নামার ছবি মিলছে ৷ ফলে শীতের কামড়ের অনুভূতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন বাংলায় প্রায় একই ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিন প্রধানত রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: ঠান্ডার শিরশিরানি ফিরলেও তাতে শীতের প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই ৷ অন্তত আলিপুর হাওয়া অফিস সেই পূর্বাভাস দিয়েছে ৷ মঙ্গলবারের পরে অজ বুধবারও ঠান্ডার শিরশিরে আমেজ থাকবে ৷ তবে তা মঙ্গলবারের তুলনায় কম ৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82 শতাংশ (West Bengal Winter Update) ৷

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আর 15 কিংবা 16 ডিগ্রির ঘরে নামবে না ৷ বরং এবার ধীরে ধীরে তা বাড়তে থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রিতে থাকবে ৷ একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ৷ ফলে ঠান্ডার যে হালকা অনুভূতি, সেটাও আর মিলবে না ৷ বিদায় নেবে শীত ৷ যেহেতু বর্ষার মতো শীত আগমনের কোনও নির্দিষ্ট দিনক্ষণ নেই, তেমন বিদায়ের দিনও নেই ৷ তবে কি বসন্ত জাগ্রত দ্বারে ? নাকি সরাসরি প্রাক-গ্রীষ্মের পূর্বাভাস ?

আরও পড়ুন: কর্কটের জন্য আজকের দিনটি বেশ কঠিন হতে চলেছে, আপনার ভাগ্য কী বলছে ?

সাধারণত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে শীতের কামড় কমতে থাকে ৷ চলতি মরশুমে শীত গত কয়েক বছরের তুলনায় অনেক কম পড়েছে ৷ এমনকী বৃষ্টিপাতের যে নজির রয়েছে, তা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেখা যায়নি ৷ সেদিক থেকে চলতি মরশুমে প্রকৃত শীতের অনুভূতি মাত্র কয়েকটি দিনে মিলেছে ৷ অতীতের তুলনায় তা অনেক কম ৷ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পারদের ওঠা-নামার ছবি মিলছে ৷ ফলে শীতের কামড়ের অনুভূতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন বাংলায় প্রায় একই ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিন প্রধানত রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.