ETV Bharat / state

West Bengal Weather Update: মৌসুমী অক্ষরেখা-ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে রাজ্যে

শ্রাবণ মাসেও তেমন ভারী বৃষ্টি হয়নি এই বর্ষায় ৷ এবার রাজ্যে উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে ৷ পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ তাই দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই বৃষ্টি হবে বুধবার পর্যন্ত ৷

ETV Bharat
বর্ষা
author img

By

Published : Aug 8, 2023, 6:51 AM IST

Updated : Aug 8, 2023, 8:07 AM IST

আজ ও কাল বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 8 অগস্ট: শ্রাবণ মাসে সারাদিন-রাত ধরে বৃষ্টি চলল ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত এভাবেই বৃষ্টি চলবে রাজ্যে ৷ চলতি বর্ষায় সেভাবে বৃষ্টি হয়নি ৷ এর ফলে ঘাটতি তৈরি হয়েছে ৷ এবার তা কিছুটা হলেও কমবে বলে আশা করছে আবহাওয়া অফিস ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা ভাগলপুর-মালদা-মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের উপর ৷ এর প্রভাবে দক্ষিণে সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ৷

মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে ৷ উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ কলকাতায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তবে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

সোমবার অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে ৷ আজও উত্তরবঙ্গের এই তিনটি জেলা-সহ আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরে ৷

সোমবার কলকাতায় কখনও হালকা তো কখনও মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজও তেমন সম্ভাবনা ৷ টানা বৃষ্টির কারণে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাপমাত্রার পরিসংখ্যানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷

আরও পড়ুন: সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে মকরের, আপনার রাশিতে কী আছে জেনে নিন

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ও সর্বনিম্ন 91 শতাংশ ৷ বৃষ্টি হয়েছে 12.9 মিলিমিটার ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘুরে বেড়াবে ৷

আজ ও কাল বৃষ্টির পূর্বাভাসের কথা জানালেন হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 8 অগস্ট: শ্রাবণ মাসে সারাদিন-রাত ধরে বৃষ্টি চলল ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত এভাবেই বৃষ্টি চলবে রাজ্যে ৷ চলতি বর্ষায় সেভাবে বৃষ্টি হয়নি ৷ এর ফলে ঘাটতি তৈরি হয়েছে ৷ এবার তা কিছুটা হলেও কমবে বলে আশা করছে আবহাওয়া অফিস ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা ভাগলপুর-মালদা-মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের উপর ৷ এর প্রভাবে দক্ষিণে সোমবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ৷

মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে ৷ উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ কলকাতায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তবে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

সোমবার অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে ৷ আজও উত্তরবঙ্গের এই তিনটি জেলা-সহ আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরে ৷

সোমবার কলকাতায় কখনও হালকা তো কখনও মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজও তেমন সম্ভাবনা ৷ টানা বৃষ্টির কারণে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাপমাত্রার পরিসংখ্যানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷

আরও পড়ুন: সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে মকরের, আপনার রাশিতে কী আছে জেনে নিন

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ও সর্বনিম্ন 91 শতাংশ ৷ বৃষ্টি হয়েছে 12.9 মিলিমিটার ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘুরে বেড়াবে ৷

Last Updated : Aug 8, 2023, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.