ETV Bharat / state

West Bengal Weather Update : বঙ্গে বাড়বে গরমের অস্বস্তি, পূর্বাভাস হাওয়া অফিসের - পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট

বইয়ের পাতায় ফাল্গুন-চৈত্র বসন্ত কাল হিসেবে পরিচিত হলেও বঙ্গের আবহাওয়া এখন গ্রীষ্মময় ৷ বসন্ত ভাল করে উপভোগ করার আগেই বঙ্গে হাজির গ্রীষ্ম ৷ আগামী দিনগুলিতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Forecast) ৷

Weather of bengal
বঙ্গে বাড়বে গরম
author img

By

Published : Mar 11, 2022, 6:57 AM IST

কলকাতা, 11 মার্চ : মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের অস্বস্তি ৷ এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা দেখা দিলেও বৃষ্টি হবে কি না তা এখনও স্পষ্ট করতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata says hot weather will increase in Bengal) ৷

তাপমাত্রার পারদের সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি ৷ কারণ ঝঞ্ঝার প্রভাব দীর্ঘায়িত হবে না । আপাতত তাই বলাই যায় গরমের মধ্যেই এ বছর রঙের উৎসবে মাততে হবে বঙ্গবাসীকে ৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update of West Bengal) ৷ দিন এবং রাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে শুরু হয়েছে নানা শারীরিক সমস্যা । হালকা ঘাম জমছে শরীরে । পিপাসায় গলা কাঠ হচ্ছে দ্রুত ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । ভোরের দিকে এখনও হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই গরম বোধ হচ্ছে ।

শুক্রবার রৌদ্রোজ্জ্বল দিনে সর্বোচ্চ তাপমাত্রা এই মরসুমে প্রথমবার 34 ডিগ্রি স্পর্শ করতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 11th March : আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে তাই বাড়তে পারে উপার্জন ; ইঙ্গিত সিংহ রাশির, আরও জানতে দেখে নিন রাশিফল

কলকাতা, 11 মার্চ : মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের অস্বস্তি ৷ এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা দেখা দিলেও বৃষ্টি হবে কি না তা এখনও স্পষ্ট করতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata says hot weather will increase in Bengal) ৷

তাপমাত্রার পারদের সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি ৷ কারণ ঝঞ্ঝার প্রভাব দীর্ঘায়িত হবে না । আপাতত তাই বলাই যায় গরমের মধ্যেই এ বছর রঙের উৎসবে মাততে হবে বঙ্গবাসীকে ৷ প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update of West Bengal) ৷ দিন এবং রাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে শুরু হয়েছে নানা শারীরিক সমস্যা । হালকা ঘাম জমছে শরীরে । পিপাসায় গলা কাঠ হচ্ছে দ্রুত ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । ভোরের দিকে এখনও হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই গরম বোধ হচ্ছে ।

শুক্রবার রৌদ্রোজ্জ্বল দিনে সর্বোচ্চ তাপমাত্রা এই মরসুমে প্রথমবার 34 ডিগ্রি স্পর্শ করতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 11th March : আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে তাই বাড়তে পারে উপার্জন ; ইঙ্গিত সিংহ রাশির, আরও জানতে দেখে নিন রাশিফল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.