কলকাতা, 22 নভেম্বর : অগ্রহায়ণ মাসের শুরুতেও সেভাবে শীতের দেখা নেই । হালকা ঠাণ্ডা ও গরম মিলিয়ে একটা অগোছালো আবহাওয়া কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ৷ সপ্তাহের শুরুতেই আবহাওয়ার এই তারতম্যের পিছনে নেপথ্যচারীর ভূমিকা পালন করছে নিম্নচাপ । পাশাপাশি ফের নিম্নচাপের কারণে রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস (West Bengal Weather Forecast) ৷
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে । আর তাতেই শীতল পরশ সরিয়ে প্রাক গ্রীষ্ম সদৃশ আবহাওয়া । এমনকি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । আজ সপ্তাহের প্রথম দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উপরের দিকে থাকবে ।
সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 21.5 ডিগ্রি থাকবে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । হেমন্তের বেলাশেষে তাপমাত্রার এই উষ্ণায়ন জনজীবনে কিছুটা হলেও অস্বস্তি নিয়ে এসেছে । রৌদ্রোজ্জ্বল দিনে তাই এখনও ঘাম মুছতে হচ্ছে । যদিও আলিপুর আবহাওয়া অফিস বলছে এই গরম আবহাওয়া সাময়িক ।
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও তা চিন্তায় ফেলার মতো নয় ৷ বরং বৃষ্টির হাত ধরে শীতের প্রবেশ ত্বরান্বিত হতে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর । মোটের উপর বলা যায় হারিয়ে যাওয়া হেমন্তকাল ফিরে এসেছে বলে যাঁরা আহ্লাদিত হয়েছিলেন তাঁরাও এখন আবহাওয়ার খামখেয়ালিপনায় ধন্দে পড়ে গিয়েছেন ।
আরও পড়ুন : Lalbazar Security Upgradation: কলকাতা পুলিশের সংযুক্ত এলাকায় বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা