কলকাতা, 9 অক্টোবর: আকাশে শরতের মেঘ ৷ তার উপর গতকাল ছিল দেবীপক্ষের আগে শেষ রবিবার ৷ পুজোর কলকাতায় বাড়তে শুরু করেছে ভিড়। তেমনই আবহে বৃষ্টি কমতে শুরু করেছে। পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফুটেছে। পুজোর আনন্দে বৃষ্টি কি সত্যি কাঁটা ছড়াবে না ? অবশেষে কি তবে বর্ষা বিদায়ের সময় এগিয়ে আসছে ? এমনই সব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। আবহাত্তয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া 10 অক্টোবর অর্থাৎ আগামিকাল থেকে শুরু হতে পারে। তবে এর কোনও নির্দিষ্ট দিন-তারিখ হয় না। তাই বর্ষা বিদায়ের প্রক্রিয়ায় দেরিও হতে পারে। সেক্ষেত্রে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থেকে যাবে।
এরই মধ্যে রবিবার সন্ধ্যায় কলকাতায় কিছুটা সময়ের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তাতে পুজোয় দুর্যোগের শঙ্কা আবারও বেড়েছে । তবে তা খুব একটা বড় সমস্যা সৃষ্টি করবে না বলেই মনে করা হচ্ছে । আগামী দু’দিন কলকাতা এবং আশপাশের অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। তারপর থেকে ফিরবে শরতের চেনা ছবি।
বর্ষা দেরিতে এসেছে বলে বিদায় নিতেও দেরি করবে বলে মনে করে আলিপুর আবহাওয়া দফতর । তবে সব কিছু ঠিকঠাক চললে আগামী শনিবার মহালয়ার আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে। সেখান থেকেও বর্ষা বিদায়ের পক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে ৷
আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন কেমন কাটবে, জানুন রাশিফলে
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো এবং পরবর্তী সময় আবহাওয়া কেমন থাকবে তা মহালয়ার দু’দিন আগে জানানো হবে। রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । আজ সোমবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন: 171 কেজির রুটি বানিয়ে গিনেস বুকে নাম তোলার অপেক্ষায় রাজস্থান, দেখুন তৈরির ভিডিয়ো