ETV Bharat / state

"পাশে ছিলাম, থাকব"; বৈশাখির সঙ্গে বৈঠক শেষে পার্থ - Partha Chatterjee

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বৈঠক করলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের এই সাক্ষাতে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা ৷ তবে বৈঠকে রাজনৈতিক কোনও কথা হয়নি বলে মন্তব্য করেন দু'জনই ৷

পার্থ-বৈশাখির একান্ত বৈঠক
পার্থ-বৈশাখির একান্ত বৈঠক
author img

By

Published : Jan 21, 2020, 8:11 PM IST

Updated : Jan 21, 2020, 11:04 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের সাক্ষাৎ বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ৷ নাকতলার বাড়িতে একান্ত বৈঠক হয় তাঁদের ৷ যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা ৷ তবে, বৈঠকে রাজনৈতিক কোনও কথা হয়নি বলে দাবি করেন বৈশাখি ৷

বৈঠক শেষে বৈশাখির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একান্ত বৈঠক হলেও কোনও রাজনৈতিক কথা হয়নি ৷ মিল্লি আল আমিন কলেজ থেকে ইস্তফা দেওয়ার বিষয় নিয়েই কথাবার্তা হয়েছে ৷" তাঁর কথায় সহমত পোষণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখি এসেছিলেন ৷ তাঁর সঙ্গে কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে ৷ কোনও রাজনৈতিক কথা হয়নি ৷ আমি বলেছি, তাঁর পাশে ছিলাম, আছি, থাকব ৷"

সব রাজনৈতিক দলেই পৌরভোটের প্রচার চলছে জোরকদমে ৷ তার মধ্যে বৈশাখির এভাবে পার্থর নাকতলার বাড়িতে যাওয়াকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ ইতিমধ্যেই দলের কাজে সক্রিয় হতে BJP শিবির থেকে শোভন চট্টোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছে ৷ তারপরই পার্থ, বৈশাখির একান্ত বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ বৈঠকের পর আজ বিধানসভার প্রেস সেন্টারে এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার বাড়িতে তো অনেকই আসেন ৷ কোন বৈশাখির কথা বলছেন জানি না ৷ যদি শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখির কথা বলেন, তাহলে তিনি এসেছিলেন ৷ কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে ৷ আমি বলেছি, শিক্ষিকা বৈশাখির পাশে ছিলাম ৷ আছি ও থাকব ৷ তাঁর সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি ৷ রাজনৈতিক রঙের কোনও ব্যাপার নেই ৷"

শিক্ষিকা বৈশাখির পাশে ছিলাম, আছি ও থাকব; বললেন পার্থ চট্টোপাধ্যায়

শোভন চট্টোপাধ্যায়কে BJP যে আহ্বান জানিয়েছে তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন দেখা নেই ৷ সুস্থ হয়ে বাড়িতে আছেন ৷ বন্ধু হিসেবে আমি চাই তিনি সুস্থ থাকুন ৷ যিনি আহ্বান করেছেন আর যিনি শুনতে চাইছেন না তাঁরা ঠিক করুন ৷"

কলকাতা, 21 জানুয়ারি : পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের সাক্ষাৎ বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ৷ নাকতলার বাড়িতে একান্ত বৈঠক হয় তাঁদের ৷ যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা ৷ তবে, বৈঠকে রাজনৈতিক কোনও কথা হয়নি বলে দাবি করেন বৈশাখি ৷

বৈঠক শেষে বৈশাখির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একান্ত বৈঠক হলেও কোনও রাজনৈতিক কথা হয়নি ৷ মিল্লি আল আমিন কলেজ থেকে ইস্তফা দেওয়ার বিষয় নিয়েই কথাবার্তা হয়েছে ৷" তাঁর কথায় সহমত পোষণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও ৷ বলেন, "শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখি এসেছিলেন ৷ তাঁর সঙ্গে কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে ৷ কোনও রাজনৈতিক কথা হয়নি ৷ আমি বলেছি, তাঁর পাশে ছিলাম, আছি, থাকব ৷"

সব রাজনৈতিক দলেই পৌরভোটের প্রচার চলছে জোরকদমে ৷ তার মধ্যে বৈশাখির এভাবে পার্থর নাকতলার বাড়িতে যাওয়াকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ৷ ইতিমধ্যেই দলের কাজে সক্রিয় হতে BJP শিবির থেকে শোভন চট্টোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছে ৷ তারপরই পার্থ, বৈশাখির একান্ত বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ বৈঠকের পর আজ বিধানসভার প্রেস সেন্টারে এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার বাড়িতে তো অনেকই আসেন ৷ কোন বৈশাখির কথা বলছেন জানি না ৷ যদি শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখির কথা বলেন, তাহলে তিনি এসেছিলেন ৷ কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে ৷ আমি বলেছি, শিক্ষিকা বৈশাখির পাশে ছিলাম ৷ আছি ও থাকব ৷ তাঁর সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি ৷ রাজনৈতিক রঙের কোনও ব্যাপার নেই ৷"

শিক্ষিকা বৈশাখির পাশে ছিলাম, আছি ও থাকব; বললেন পার্থ চট্টোপাধ্যায়

শোভন চট্টোপাধ্যায়কে BJP যে আহ্বান জানিয়েছে তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন দেখা নেই ৷ সুস্থ হয়ে বাড়িতে আছেন ৷ বন্ধু হিসেবে আমি চাই তিনি সুস্থ থাকুন ৷ যিনি আহ্বান করেছেন আর যিনি শুনতে চাইছেন না তাঁরা ঠিক করুন ৷"

Intro:কলকাতা, ২১ জানুয়ারি : আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। যদিও ইটিভি ভারতের কাছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, একান্ত বৈঠক হলেও কোন রাজনৈতিক কথা হয়নি। মিল্লি আল আমিন কলেজ থেকে ইস্তফা দেওয়ার বিষয় নিয়েই কথাবার্তা হয়েছে । রাজনৈতিক কথাবার্তা হয়নি বলে বৈশাখীর মতো দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও। এ প্রসঙ্গে বলেন, "শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখী এসেছিল। তার সঙ্গে কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে। কোনও রাজনৈতিক কথা হয়নি। আমি বলেছি তার পাশে ছিলাম, আছি, থাকব।"


Body:পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হঠাৎ কেন বৈশাখী ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্য রাজনীতিতে। পুরভোটের দামামা যখন বাজতে শুরু করেছে তখন বৈশাখীর যাওয়াকে বাঁকা চোখে দেখতে শুরু করেছেন রাজনৈতিক কারবারিরা। ইতিমধ্যেই বিজেপি শিবির থেকে শোভন চট্টোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছে। তার পরপরই পার্থ বৈশাখীর একান্ত বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজ বিধানসভার প্রেস সেন্টারে এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার বাড়িতে তো অনেকেই যায়। কোন বৈশাখীর কথা বলছেন জানি না। যদি শিক্ষক বা অধ্যাপিকা বৈশাখীর কথা বলেন তাহলে এসেছিল। কলেজের সমস্যা নিয়ে কথা হয়েছে। আমি বলেছি শিক্ষক বৈশাখীর পাশে ছিলাম । আছি ও থাকব। তার সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। রাজনৈতিক রঙেরও কোনও ব্যাপার নেই।" বৈশাখের বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে বিজেপি যে আহ্বান জানিয়েছে সে প্রসঙ্গে তৃণমূল মহাসচিব বলেন, "শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন দেখা নেই। সুস্থ হয়ে বাড়িতে আছেন। বন্ধু হিসেবে আমি চাই উনি সুস্থ থাকুন। যিনি আহ্বান করেছেন আর যিনি শুনতে চাইছেন না তারা ঠিক করুন।" শোভনের প্রশংসা করে তাঁর বক্তব্য, " অনেক গুরুত্বপূর্ণ নেতা। ১৯৮৫ সালে কলকাতা পৌরসভার সদস্য হয়েছেন।"


Conclusion:
Last Updated : Jan 21, 2020, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.