ETV Bharat / state

11 হাজার ফোন, প্রথমদিনই ব্যাপক সাড়া স্কুল শিক্ষা দপ্তরের টেলিফোনিক ক্লাসে - টেলিফোনিক ক্লাস

রবিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনও দিন সকাল 11টা থেকে দুপুর একটা ও দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে পড়ুয়ারা ফোন করলে সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারছে পড়ুয়ারা । বর্তমানে শুধু নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে ।

school education department
স্কুল শিক্ষা দপ্তর
author img

By

Published : Aug 5, 2020, 10:42 PM IST

কলকাতা, 5 অগাস্ট : গতকাল থেকে টেলিফোনিক ক্লাসের জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যে নম্বরে ফোন করে পড়ুয়ারা সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে নিজেদের প্রশ্নের জবাব পেতে পারে । প্রথম দিনই ব্যাপক সাড়া মিলেছে ।

স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে, প্রথম দিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 11 হাজারের বেশি ফোন এসেছে । মূলত, রাজ্যের প্রত্যন্ত গ্রাম বা এলাকা যেখানে ইন্টারনেট পরিষেবা নেই বা ভালো নয়, সেইসব জায়গার পড়ুয়াদের কাছে পঠন-পাঠন পৌঁছে দিতেই এই নতুন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে ।

টোল ফ্রি নম্বরটি হল- 1800-1232823 । রবিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনও দিন সকাল 11টা থেকে দুপুর একটা ও দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে পড়ুয়ারা ফোন করলে সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারছে । বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু- এই ছ'টি মাধ্যমের পড়ুয়ারাই ফোন করে যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারছে সংশ্লিষ্ট বিষয় ও মাধ্যমের শিক্ষক-শিক্ষিকার সঙ্গে। বর্তমানে শুধু নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে ।

এই উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, "প্রথম দিনই আমরা খুব ভালো সাড়া পেয়েছি । 11 হাজারের বেশি ফোন এসেছে । দ্বিতীয় দিনেও ভালো সাড়া পাওয়া গেছে ৷ প্রায় 12 হাজারের কাছাকাছি । সব ভাষার মাধ্যম থেকেই ফোন আসছে । শতকরা 100 ভাগ ক্যাপাসিটিই আমাদের ব্যবহৃত হচ্ছে । আমাদের 120টা লাইন রয়েছে । সবসময়ই প্রত্যেকটা লাইনেই কল আসছে । কোনও লাইন ফাঁকা থাকছে না । আমরা দ্রুত সেই লাইনটা আড়াইশো করে দেওয়ার চেষ্টা করছি । নানারকম প্রশ্ন আসছে । টিচাররা খুব সন্তুষ্ট উত্তর দিয়ে । আমরা টেস্ট কলও করে দেখেছি । খুবই ভালো রেসপন্স ।"

কলকাতা, 5 অগাস্ট : গতকাল থেকে টেলিফোনিক ক্লাসের জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যে নম্বরে ফোন করে পড়ুয়ারা সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে নিজেদের প্রশ্নের জবাব পেতে পারে । প্রথম দিনই ব্যাপক সাড়া মিলেছে ।

স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে, প্রথম দিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 11 হাজারের বেশি ফোন এসেছে । মূলত, রাজ্যের প্রত্যন্ত গ্রাম বা এলাকা যেখানে ইন্টারনেট পরিষেবা নেই বা ভালো নয়, সেইসব জায়গার পড়ুয়াদের কাছে পঠন-পাঠন পৌঁছে দিতেই এই নতুন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে ।

টোল ফ্রি নম্বরটি হল- 1800-1232823 । রবিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনও দিন সকাল 11টা থেকে দুপুর একটা ও দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে পড়ুয়ারা ফোন করলে সরাসরি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারছে । বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু- এই ছ'টি মাধ্যমের পড়ুয়ারাই ফোন করে যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারছে সংশ্লিষ্ট বিষয় ও মাধ্যমের শিক্ষক-শিক্ষিকার সঙ্গে। বর্তমানে শুধু নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে ।

এই উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, "প্রথম দিনই আমরা খুব ভালো সাড়া পেয়েছি । 11 হাজারের বেশি ফোন এসেছে । দ্বিতীয় দিনেও ভালো সাড়া পাওয়া গেছে ৷ প্রায় 12 হাজারের কাছাকাছি । সব ভাষার মাধ্যম থেকেই ফোন আসছে । শতকরা 100 ভাগ ক্যাপাসিটিই আমাদের ব্যবহৃত হচ্ছে । আমাদের 120টা লাইন রয়েছে । সবসময়ই প্রত্যেকটা লাইনেই কল আসছে । কোনও লাইন ফাঁকা থাকছে না । আমরা দ্রুত সেই লাইনটা আড়াইশো করে দেওয়ার চেষ্টা করছি । নানারকম প্রশ্ন আসছে । টিচাররা খুব সন্তুষ্ট উত্তর দিয়ে । আমরা টেস্ট কলও করে দেখেছি । খুবই ভালো রেসপন্স ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.