কলকাতা, 28 মে: BJP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানাতে ও ঘরে ফেরার আর্জি নিয়ে নবান্নে এল ভাটপাড়ার এক পরিবার । গতকাল নবান্নে এসে রাজ্য পুলিশের DG-র সঙ্গে দেখা করেন ওই পরিবারের সদস্যরা । সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিক ।
ওই পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতীরা খুন, ধর্ষণের হুমকি দিয়ে চলেছে। ভয়ে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা।
ঘরছাড়া পরিবারটিকে ভাটপাড়ায় তাদের বাড়িতে ফেরার বন্দোবস্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন DG । পরিবারের কর্তা কার্তিক নাগ বলেন, "ফিরহাদ হাকিম আপাতত কলকাতার কোথাও থাকার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন । দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন DG। "
এদিকে ভোটপর্ব মিটতে না মিটতেই একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ভাটপাড়ায় । এই নিয়ে তৃণমূল ও BJP দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ।