কলকাতা, 22 অক্টোবর: নোটে মহাত্মা গান্ধির ছবি কেন ? নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি নয় কেন ? দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধির থেকে নেতাজির অবদান কোনও অংশে কম ছিল না ৷ তাই শুক্রবার অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharatiya Hindu Mahasabha) দাবি তুলেছে, নোটে মহাত্ম গান্ধির ছবি সরিয়ে নেতাজির ছবি ছাপা হোক ৷ কয়েক সপ্তাহ আগে দুর্গাপুজোর সময় এই সংগঠনের দুর্গাপুজোয় অসুরকে দেখতে গান্ধিজির মতো ছিল ৷ তা নিয়ে তুলকালাম বিতর্ক শুরু হয় ৷ পরে অসুরের মুখ বদলে ফেলে এই হিন্দু সংগঠনটি ৷ 'জাতির জনক'-এর সঙ্গে এই ধরনের ব্যবহার কেন করা হল তা নিয়ে তরজা শুরু হয় রাজনৈতিক মহলে ।
এবিএইচএম রাজ্য কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "আমরা মনে করি, দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধির থেকে নেতাজির অবদান কোনও দিক দিয়ে কম ছিল না ৷ তাই ভারতের সবচেয়ে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে সম্মান জানানোর উপায় নোটে তাঁর ছবি থাকা ৷ গান্ধিজির ছবির জায়গায় নেতাজির ছবি থাকতে হবে ৷"
তিনি আরও বলেন, "সবাই জানেন মহাত্মা গান্ধির মৃত্যুর পিছনে কার হাত ছিল ৷ এখন তাঁর আদর্শ ও নীতিগুলিকে প্রতিদিন হত্যা করা হচ্ছে ৷ বিজেপি এবং আরএসএসের উত্তর দেওয়া উচিত ৷" যদিও মহিষাসুরের জায়গায় গান্ধিজির মুখ থাকাটা অনিচ্ছাকৃত এবং সমাপতন বলে জানান চন্দ্রচূড় গোস্বামী ৷
আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুর বিতর্কে বিজেপিকে তোপ মমতার
এবিএইচএম-এর দুর্গাপুজোয় মহিষাসুরের মূর্তির মাথা নেড়া ছিল ৷ চোখে গোল চশমা এবং গায়ে সাদা চাদর ৷ তা একঝলক দেখে ঠিক মহাত্মা গান্ধির মতো ৷ এ প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, "গান্ধিজিকে মহিষাসুর হিসেবে দেখানোর কোনও ইচ্ছে আমাদের ছিল না ৷ ব্যাপারটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ৷ যাঁরা এ নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছেন তাঁদের এ থেকে বিরত থাকা উচিত ৷"
হিন্দু সংগঠনটি আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে লড়বে ৷ এ প্রসঙ্গে গোস্বামী বলেন, "তৃণমূল অথবা বিজেপি, কেউই রাজ্যে হিন্দু বাঙালিদের অধিকার রক্ষা করতে পারেনি ৷ আমরা সেই অধিকারের পক্ষে লড়াই করব ৷ বিজেপির কয়েকজন বিধায়ক বাংলাকে ভাগ করতে চাইছে ৷ আমরা তা সমর্থন করি না ৷ রাজ্যকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি ৷" তিনি আত্মবিশ্বাসী, আসন্ন পঞ্চায়েত ভোটে এবিএইচএম দারুণ ফল করবে ৷