ETV Bharat / state

বৃত্তিমূলক শিক্ষকদের 1 দিনের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল হাইকোর্ট - road jam

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে 3 দিন অবস্থানে বসার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বৃত্তিমূলক শিক্ষকরা । সেই অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা । রানি রাসমণি রোডে 3 দিনের পরিবর্তে 1 দিন অবস্থান করার অনুমতি দিল হাইকোর্ট ।

হাইকোর্ট
author img

By

Published : Nov 18, 2019, 5:18 PM IST

কলকাতা, ১৮ নভেম্বর : বৃত্তিমূলক শিক্ষকদের অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিল হাইকোর্ট । আগামীকাল সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত তাঁদের রানি রাসমণি রোডে অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে 3 দিন অবস্থানে বসার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বৃত্তিমূলক শিক্ষকরা । সেই অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা । আজ আদালত জানায়, রানি রাসমণি রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা । তাই 3 দিনের পরিবর্তে 1 দিনের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে ।

বৃত্তিমূলক শিক্ষকদের দাবি, তাঁদের কাজ করতে হয় পূর্ণ সময়ের শিক্ষকদের মতো । কিন্তু প্রোমোশন হয় না । সমস্ত সুযোগ- সুবিধা থেকে তাঁরা বঞ্চিত । দাবি আদায়ে আন্দোলন করলে উলটে পুলিশ তাঁদের ধরে মারছে । তাই তাঁরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আজ হাইকোর্টে শুনানিতে দু'পক্ষই তাদের দাবিতে অনড় ছিল । সরকার পক্ষের বক্তব্য, রাসমণি রোডের মত জায়গায় বিক্ষোভের অনুমতি দিলে ট্রাফিক ব্যবস্থায় সমস্যা দেখা দেবে । সমস্যায় পড়বে সাধারণ মানুষ ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, "বৃত্তিমূলক শিক্ষকরা যদি অবস্থানের জন্য অন্য কোনও জায়গা ঠিক করতে পারেন তাহলে তাতে আদালতের আপত্তি নেই । কিন্ত রানি রাসমণি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা । পাশেই মেট্রোরেলের কাজের জন্য এমনিতেই সমস্যা হচ্ছে । তাই 3 দিন নয়, আদালত 1 দিনের অবস্থানের অনুমতি দিচ্ছে । ১৯ নভেম্বর বেলা ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিক্ষকরা সেখানে অবস্থান- বিক্ষোভ করতে পারবেন । আইন- শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেদিকে নজর রাখবে পুলিশ ।

কলকাতা, ১৮ নভেম্বর : বৃত্তিমূলক শিক্ষকদের অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিল হাইকোর্ট । আগামীকাল সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত তাঁদের রানি রাসমণি রোডে অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে 3 দিন অবস্থানে বসার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বৃত্তিমূলক শিক্ষকরা । সেই অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা । আজ আদালত জানায়, রানি রাসমণি রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা । তাই 3 দিনের পরিবর্তে 1 দিনের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে ।

বৃত্তিমূলক শিক্ষকদের দাবি, তাঁদের কাজ করতে হয় পূর্ণ সময়ের শিক্ষকদের মতো । কিন্তু প্রোমোশন হয় না । সমস্ত সুযোগ- সুবিধা থেকে তাঁরা বঞ্চিত । দাবি আদায়ে আন্দোলন করলে উলটে পুলিশ তাঁদের ধরে মারছে । তাই তাঁরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আজ হাইকোর্টে শুনানিতে দু'পক্ষই তাদের দাবিতে অনড় ছিল । সরকার পক্ষের বক্তব্য, রাসমণি রোডের মত জায়গায় বিক্ষোভের অনুমতি দিলে ট্রাফিক ব্যবস্থায় সমস্যা দেখা দেবে । সমস্যায় পড়বে সাধারণ মানুষ ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, "বৃত্তিমূলক শিক্ষকরা যদি অবস্থানের জন্য অন্য কোনও জায়গা ঠিক করতে পারেন তাহলে তাতে আদালতের আপত্তি নেই । কিন্ত রানি রাসমণি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা । পাশেই মেট্রোরেলের কাজের জন্য এমনিতেই সমস্যা হচ্ছে । তাই 3 দিন নয়, আদালত 1 দিনের অবস্থানের অনুমতি দিচ্ছে । ১৯ নভেম্বর বেলা ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিক্ষকরা সেখানে অবস্থান- বিক্ষোভ করতে পারবেন । আইন- শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেদিকে নজর রাখবে পুলিশ ।

Intro:রানি রাসমনি রোডে বৃত্তিমুলক শিক্ষকদের অবস্থান বিক্ষোভ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট Body:
মানস নস্কর

রানি রাসমনি রোডে বৃত্তিমুলক শিক্ষকদের অবস্থান বিক্ষোভ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা ১৮ নভেম্বর ঃ
বৃত্তিমূলক শিক্ষকদের অবস্থান-বিক্ষোভে বসার অনুমতি দিল হাইকোর্ট।
আগামীকাল সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত রানী রাসমনি রোডে অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
বেতনক্রম বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে 3 দিন অবস্থানে বসার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বৃত্তি মুলক শিক্ষকরা।কিন্তু অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তারা।
আজ আদালত জানিয়েছে, ঐ রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারা যে তিন দাবি করেছিল তার পরিবর্তে 1 দিনের জন্য অনুমতি দেওয়া হচ্ছে।

বৃত্তি মুলক শিক্ষকরা সমকাজে সমবেতন ও চাকরিতে স্থায়ী করার দাবিতে ১৯তারিখ থেকে তিনদিন রানিরাসমনি রোডে অবস্থান বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল। বৃত্তিমূলক শিক্ষকদের দাবি, তাদের কাজ করতে হয় পূর্ন সময়ের শিক্ষকদের মত।কোনো প্রমোশনের ব্যাপার নেই।সমস্ত সুজোগ সুবিধা থেকে তারা বঞ্চিত।দাবি আদায়ে আন্দোলন করলে উল্টে পুলিশ তাদের ধরে মারছে।এই সমস্ত কিছুর বিরুদ্ধেই তাদের বিক্ষোভ কর্মসূচি। আজ শুনানিতে দু'পক্ষই তাদের দাবিতে অনড় ছিল।সরকারের বক্তব্য রাসমনি রোডের মত জায়াগায় বিক্ষোভের অনুমতি দিলে পুরো ট্রাফিক ব্যাবস্থা অত্যন্ত সমস্যায় পড়বে।সমস্ত শোনার পর বিচারপতি বলেন,বৃত্তি মুলক শিক্ষকরা যদি অন্য কোনো জায়গা ঠিক করতে পারে তাহলে তাতে আদালতের আপত্তি নেই।কিন্ত রানিরাসমনি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা।পাশেই মেট্রোরেলের কাজের জন্য এমনিতেই সমস্যা হচ্ছে।তাই তিনদিন নয় আদালত একদিনের অনুমতি দিচ্ছে।শুধুমাত্র ১৯ নভেম্বর বেলা ১০ টা থেকে বিকেল ৫ টা পরজন্ত শিক্ষকরা অবস্থান বিক্ষোভ করতে পারে।পুলিশ আইন শৃঙ্খলা যাতে সঠিক ভাবে রক্ষিত হয় সেদিকে নজর রাখবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.