কলকাতা, ১৮ নভেম্বর : বৃত্তিমূলক শিক্ষকদের অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিল হাইকোর্ট । আগামীকাল সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত তাঁদের রানি রাসমণি রোডে অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আগামীকাল থেকে 3 দিন অবস্থানে বসার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বৃত্তিমূলক শিক্ষকরা । সেই অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা । আজ আদালত জানায়, রানি রাসমণি রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা । তাই 3 দিনের পরিবর্তে 1 দিনের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে ।
বৃত্তিমূলক শিক্ষকদের দাবি, তাঁদের কাজ করতে হয় পূর্ণ সময়ের শিক্ষকদের মতো । কিন্তু প্রোমোশন হয় না । সমস্ত সুযোগ- সুবিধা থেকে তাঁরা বঞ্চিত । দাবি আদায়ে আন্দোলন করলে উলটে পুলিশ তাঁদের ধরে মারছে । তাই তাঁরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। আজ হাইকোর্টে শুনানিতে দু'পক্ষই তাদের দাবিতে অনড় ছিল । সরকার পক্ষের বক্তব্য, রাসমণি রোডের মত জায়গায় বিক্ষোভের অনুমতি দিলে ট্রাফিক ব্যবস্থায় সমস্যা দেখা দেবে । সমস্যায় পড়বে সাধারণ মানুষ ।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, "বৃত্তিমূলক শিক্ষকরা যদি অবস্থানের জন্য অন্য কোনও জায়গা ঠিক করতে পারেন তাহলে তাতে আদালতের আপত্তি নেই । কিন্ত রানি রাসমণি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা । পাশেই মেট্রোরেলের কাজের জন্য এমনিতেই সমস্যা হচ্ছে । তাই 3 দিন নয়, আদালত 1 দিনের অবস্থানের অনুমতি দিচ্ছে । ১৯ নভেম্বর বেলা ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিক্ষকরা সেখানে অবস্থান- বিক্ষোভ করতে পারবেন । আইন- শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেদিকে নজর রাখবে পুলিশ ।