কলকাতা, 14 অগাস্ট : রাত পোহালেই স্বাধীনতা দিবস । কাল সকালে রেড রোডে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী । তবে কোরোনা পরিস্থিতিতে কোনও বর্ণাঢ্য শোভাযাত্রা নয় । পতাকা উত্তোলন, ছোটো কুচকাওয়াজ, কোভিড যোদ্ধাদের সম্মান আর মুখ্যমন্ত্রীর পুলিশ পদক প্রদান অনুষ্ঠান। এবার রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপন হবে এভাবেই । কিন্তু আজ থেকেই কলকাতা শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে । কলকাতা পুলিশ সজাগ দৃষ্টি রেখেছে গোটা শহরে।
স্বাধীনতা দিবসের মতো দিনগুলি বরাবরই জঙ্গিদের সফট টার্গেট । স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই পাঠিয়েছে সতর্কবার্তা। আর সেই সূত্র ধরেই আজ কলকাতা শহরের সব হোটেলে চালানো হয় চেকিং। এই প্রক্রিয়া এখনও চলছে। খতিয়ে দেখা হচ্ছে কোনও সন্দেহজনক ব্যক্তি শহরে গা ঢাকা দিয়েছে কিনা । পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। লালবাজার সূত্রে খবর, রাতের কলকাতায় চালানো হবে ব্লক রেইড। আজ হাওড়া, শিয়ালদা, কলকাতার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি । নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা বিমানবন্দরেও। কলকাতার স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা।
লালবাজার সূত্রে খবর, এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহরে অতিরিক্ত প্রায় 2000 পুলিশ নামানো হবে। তবে রেড রোডের কুচকাওয়াজে যেহেতু সাধারণের প্রবেশ নিষিদ্ধ, তাই চাপটাও কম। তবুও রেড রোডকে কেন্দ্র করে করা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কুইক রেসপন্স টিম। সক্রিয় করা হয়েছে HRFS ভ্যানগুলিকে।
কলকাতার রাস্তায়, হোটেলে চলছে চেকিং ; স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা শহরজুড়ে - independence day
স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই পাঠিয়েছে সতর্কবার্তা । আর সেই সূত্র ধরেই আজ কলকাতা শহরের সব হোটেলে চালানো হয় চেকিং। আজ হাওড়া, শিয়ালদা, কলকাতার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি ।
কলকাতা, 14 অগাস্ট : রাত পোহালেই স্বাধীনতা দিবস । কাল সকালে রেড রোডে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী । তবে কোরোনা পরিস্থিতিতে কোনও বর্ণাঢ্য শোভাযাত্রা নয় । পতাকা উত্তোলন, ছোটো কুচকাওয়াজ, কোভিড যোদ্ধাদের সম্মান আর মুখ্যমন্ত্রীর পুলিশ পদক প্রদান অনুষ্ঠান। এবার রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপন হবে এভাবেই । কিন্তু আজ থেকেই কলকাতা শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে । কলকাতা পুলিশ সজাগ দৃষ্টি রেখেছে গোটা শহরে।
স্বাধীনতা দিবসের মতো দিনগুলি বরাবরই জঙ্গিদের সফট টার্গেট । স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই পাঠিয়েছে সতর্কবার্তা। আর সেই সূত্র ধরেই আজ কলকাতা শহরের সব হোটেলে চালানো হয় চেকিং। এই প্রক্রিয়া এখনও চলছে। খতিয়ে দেখা হচ্ছে কোনও সন্দেহজনক ব্যক্তি শহরে গা ঢাকা দিয়েছে কিনা । পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। লালবাজার সূত্রে খবর, রাতের কলকাতায় চালানো হবে ব্লক রেইড। আজ হাওড়া, শিয়ালদা, কলকাতার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি । নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা বিমানবন্দরেও। কলকাতার স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা।
লালবাজার সূত্রে খবর, এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহরে অতিরিক্ত প্রায় 2000 পুলিশ নামানো হবে। তবে রেড রোডের কুচকাওয়াজে যেহেতু সাধারণের প্রবেশ নিষিদ্ধ, তাই চাপটাও কম। তবুও রেড রোডকে কেন্দ্র করে করা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কুইক রেসপন্স টিম। সক্রিয় করা হয়েছে HRFS ভ্যানগুলিকে।