ETV Bharat / state

আপার প্রাইমারির সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে । আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

হাইকোর্ট
author img

By

Published : Jul 4, 2019, 5:52 PM IST

কলকাতা, 4 জুলাই : আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । 10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে । আজ আপার প্রাইমারি সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

2015 সালের 16 অগাস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয় । 2016 সালে রেজ়াল্ট বেরোয় । এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যারা পাশ করেন তাঁদের মধ্যে 1 লাখ 20 হাজার জন প্রশিক্ষিত এবং 1 লাখের বেশি ছিলেন অপ্রশিক্ষিত । ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় 2 জুলাই । কিন্তু এরই মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলায় 1 জুলাই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, "স্কুল সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে । মামলাকারীদের আইনজীবী বলছেন, প্রকাশ করা হয়নি । আমি বুঝব কী করে ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আগামীকাল সমস্ত নথিপত্র নিয়ে আসবেন । আগামীকাল আবার শুনানি হবে । আগামীকাল (2 জুলাই) থেকে আপার প্রাইমারিতে পার্সোনালিটি টেস্ট শুরু হলেও তার ফলপ্রকাশ করা যাবে না ।"

এই সংক্রান্ত খবর : ইন্টারভিউ নিলেও বেরোবে না রেজ়াল্ট; হাইকোর্টের নির্দেশে হতাশ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

আজ এই মামলার শুনানিতে SSC-র আইনজীবী সতনু পাত্র হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন । কিন্তু, তাতে দেখা যায় সেই লিস্টে সমস্ত তথ্য নেই । লিস্টে প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি । এই বিষয়ে সুতনুবাবু বলেন, "প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কাজ চলছে, এটা এখনও মাঝপথে রয়েছে। এই অবস্থায় আমরা প্রার্থীদের নম্বর জানাতে পারি না।" তখন বিচারপতি বলেন,"কেন ? কিসের জন্য আটকাচ্ছে ?" এরপর মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন, "কিসের মাঝপথ ? পুরো প্রক্রিয়ায় আমরা স্বচ্ছতা চাই । যে ইন্টারভিউ লিস্টের ভিত্তিতে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, সেই লিস্টের বিষয়ে আমরা জানতে পারব না ? হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ভেরিফিকেশনে ডাক পাননি।"

এই সংক্রান্ত খবর : আপার প্রাইমারির ইন্টারভিউ নিলেও রেজ়াল্ট আউট এখনই নয়, নির্দেশ হাইকোর্টের

এরপরই বিচারপতি নির্দেশ দেন, 10 জুলাই সম্পূর্ণ তথ্য দিয়ে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে । ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ।

কলকাতা, 4 জুলাই : আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ । 10 জুলাই স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে । আজ আপার প্রাইমারি সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

2015 সালের 16 অগাস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয় । 2016 সালে রেজ়াল্ট বেরোয় । এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যারা পাশ করেন তাঁদের মধ্যে 1 লাখ 20 হাজার জন প্রশিক্ষিত এবং 1 লাখের বেশি ছিলেন অপ্রশিক্ষিত । ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় 2 জুলাই । কিন্তু এরই মধ্যে নিয়োগ সংক্রান্ত মামলায় 1 জুলাই বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, "স্কুল সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে । মামলাকারীদের আইনজীবী বলছেন, প্রকাশ করা হয়নি । আমি বুঝব কী করে ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আগামীকাল সমস্ত নথিপত্র নিয়ে আসবেন । আগামীকাল আবার শুনানি হবে । আগামীকাল (2 জুলাই) থেকে আপার প্রাইমারিতে পার্সোনালিটি টেস্ট শুরু হলেও তার ফলপ্রকাশ করা যাবে না ।"

এই সংক্রান্ত খবর : ইন্টারভিউ নিলেও বেরোবে না রেজ়াল্ট; হাইকোর্টের নির্দেশে হতাশ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

আজ এই মামলার শুনানিতে SSC-র আইনজীবী সতনু পাত্র হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন । কিন্তু, তাতে দেখা যায় সেই লিস্টে সমস্ত তথ্য নেই । লিস্টে প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি । এই বিষয়ে সুতনুবাবু বলেন, "প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কাজ চলছে, এটা এখনও মাঝপথে রয়েছে। এই অবস্থায় আমরা প্রার্থীদের নম্বর জানাতে পারি না।" তখন বিচারপতি বলেন,"কেন ? কিসের জন্য আটকাচ্ছে ?" এরপর মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন, "কিসের মাঝপথ ? পুরো প্রক্রিয়ায় আমরা স্বচ্ছতা চাই । যে ইন্টারভিউ লিস্টের ভিত্তিতে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, সেই লিস্টের বিষয়ে আমরা জানতে পারব না ? হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ভেরিফিকেশনে ডাক পাননি।"

এই সংক্রান্ত খবর : আপার প্রাইমারির ইন্টারভিউ নিলেও রেজ়াল্ট আউট এখনই নয়, নির্দেশ হাইকোর্টের

এরপরই বিচারপতি নির্দেশ দেন, 10 জুলাই সম্পূর্ণ তথ্য দিয়ে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে । ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ।

Intro:আপার প্রাইমারীর সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের Body:মানস নস্কর---


আপার প্রাইমারীর ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ, ১০ জুলাই পুনরায় সম্পূর্ণ লিস্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

কলকাতা ৪ জুলাইঃ
আপার প্রাইমারীর ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ। পুনরায় আগামী ১০ জুলাই সমস্ত তথ্য দিয়ে সম্পূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে,নির্দেশ কলকাতা হাইকোর্টের।বিচারপতি মৌসুমি ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন।

১ জুলাই বিচারপতি তার রায়ে জানান,ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস কমিশন এদের রেজাল্ট বের করতে পারবে না মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।কারন ইন্টারভিউ লিস্ট স্কুল সার্ভিস কমিশন আদৌও প্রকাশ করেছে কিনা সেটা পরিস্কার ছিল না।কিন্ত সার্ভিস কমিশনের দাবি ছিল তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে।তখন বিচারপতি নির্দেশ দেন সমস্ত নথিপত্র কোর্টে নিয়ে আসার।আজ স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী সতনু পাত্র নথিপত্র নিয়ে আসেন। কিন্ত তাতে দেখা যায় সেই লিস্টে সমস্ত তথ্য নেই।প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি লিস্টে। এই ব্যাপারে সুতনু পাত্র বলেন, প্রার্থীদের পরীক্ষা নেওয়ার কাজ চলছে, এটা এখনো মাঝপথে রয়েছে। এই অবস্থায় আমরা প্রার্থীদের নম্বর জানাতে পারিনা।"তখন বিচারপতি বলেন,"কেন, কিসে আটকাচ্ছে?"অন্যদিকে মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যাল বলেন,"কিসের মাঝ পথ?পুরো প্রক্রিয়ায় আমরা স্বচ্ছতা চাই।যে ইন্টারভিউ লিস্টের ভিত্তিতে পারসোনালিটি টেস্ট হচ্ছে কেন সেটা আমি জানতে পারবো না?একজন একজন করে প্রার্থী কোর্টে আসছে তারপর একদিন দেখাগেল আমাকে ডাকা হচ্ছে।কেন এটা হবে?হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী ভেরিফিকেশনে ডাক পায়নি।"এরপরই বিচারপতি নির্দেশ দেন আগামী ১০ জুলাই সম্পূর্ণ তথ্য দিয়ে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে। এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জুলাই।

২ জুলাই থেকে শুরু হয়েছে আপার প্রাইমারীর পারসোনালিটি টেস্ট।
২০১৫ সালের ১৬ ই অগাস্ট পরীক্ষা হয়।তার রেজাল্ট বেরোয় ২০১৬ সালে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা শুরু হয় । এই পরীক্ষায় যারা পাশ করেছে তাদের মধ্যে
১লাখ ২০ হাজার প্রশিক্ষিত , ১লাখের বেশি প্রার্থী ছিলেন অপ্রশিক্ষিত। এদেরই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.