ETV Bharat / state

2014-র TET উত্তীর্ণদের শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের - certificate

2014 সালের TET উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া নির্দেশ দিল হাইকোর্ট। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 8, 2019, 9:39 PM IST

Updated : Apr 8, 2019, 9:45 PM IST

কলকাতা, 8 এপ্রিল : 2014 সালে যারা TET পাশ করেছিলেন, তাঁদের অবিলম্বে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে বলে জানা গেছে।

2014 সালের TET-এর ফলপ্রকাশ হয় 2016 সালে। 40 হাজার উত্তীর্ণকে নিয়োগ করা হলেও, বাকি 80 হাজার উত্তীর্ণ শংসাপত্রই পাননি। 2018 সালে শংসাপত্রের দাবিতে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। এই মামলায় আজ হাইকোর্ট নির্দেশ দেয়, উত্তীর্ণ সকলকে শংসাপত্র দিতে হবে। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।

আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "NCTE(ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র নির্দেশ রয়েছে TET পাশ করলে আগামী 7 বছর পর্যন্ত লিখিত পরীক্ষায় না বসে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালে TET উত্তীর্ণদের শংসাপত্র দেয়নি। সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলাম।"

কলকাতা, 8 এপ্রিল : 2014 সালে যারা TET পাশ করেছিলেন, তাঁদের অবিলম্বে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ এই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে বলে জানা গেছে।

2014 সালের TET-এর ফলপ্রকাশ হয় 2016 সালে। 40 হাজার উত্তীর্ণকে নিয়োগ করা হলেও, বাকি 80 হাজার উত্তীর্ণ শংসাপত্রই পাননি। 2018 সালে শংসাপত্রের দাবিতে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থীরা। এই মামলায় আজ হাইকোর্ট নির্দেশ দেয়, উত্তীর্ণ সকলকে শংসাপত্র দিতে হবে। শংসাপত্র প্রদানের দিন থেকে আগামী দু'বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।

আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "NCTE(ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন)-র নির্দেশ রয়েছে TET পাশ করলে আগামী 7 বছর পর্যন্ত লিখিত পরীক্ষায় না বসে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালে TET উত্তীর্ণদের শংসাপত্র দেয়নি। সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলাম।"

Intro:বাঙালি রাষ্ট্রপতি দেখেছি এবার প্রধানমন্ত্রী দেখতে চাই বলছে জনতা:
ব্রিগেড এসেছেন এমন বেশ কিছু লোককে জিজ্ঞেস করেছিলাম ,কেন এসেছেন কি আশা? রাণীগঞ্জ থেকে আসা কয়েকজন লোকের সটান উত্তরঃ, দিদি অফুরন্ত দিয়েছেন ,পাঁচ বছর ধরে জল কল রাস্তা আলো। 35 বছর ধরে বামফ্রন্ট দিতে পারেনি ।এখন চাওয়ার কিছু নেই ।তবে দেখি উপরে গিয়ে কি করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আমরা চাইছি ।প্রণব মুখার্জি বাঙালি রাষ্ট্রপতি ছিলেন ,এবার বাঙালি প্রধানমন্ত্রী হোক।

দমদম থেকে এসেছেন এমন কয়েকজন জানালেন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে এতগুলো দল জোট বেধেছে সেটাই দেখতে এসেছি ,আশা করছি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। একমাত্র মমতা ব্যানার্জি পক্ষে সম্ভব এতগুলো দলকে 1 স্টেজে আনা।
বাটানগর থেকে এসেছেন এক ভদ্রলোক জানালেন দিদি অল্প দিনে যে কাজ করেছে তার ফল এইটা দেখতেই পাচ্ছেন এতগুলো দল একজোট হয়েছে।

দমদম থেকে এসেছেন এক ছাত্রী জানালেন ,দিদির হাতে রাজ্য টা দিয়ে দেখতে পেয়েছি রাজ্যের উন্নতি হয়েছে। আগামী দিনে ভারত আবার দিদির হাত ধরেই জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে ।পাশাপাশি তিনি এও জানালেন দিদির কথা শোনার পর তার পরে তিনি এই সভাস্থল ছাড়বেন।

তবে দত্তপুকুর থেকে আসা দুজন লোক খুব নিষ্ক্রিয় ভঙ্গিতে জানালেন তারা মিটিং দেখতে এসেছে ।অন্য কোন আশা নেই

কলকাতার কাশিপুর 1 নম্বর ওয়ার্ড থেকে কয়েকজন এসেছেন তারা জানালেন, কালই দিদি প্রধানমন্ত্রী হোক।

কল্যাণী থেকে এসেছেন এরকম কয়েকজন জানালেন নতুন ভারত গড়ার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এসেছি আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।


Body:আমরা আশা করছি দিদি যেন আমাদের রান্নার গ্যাসের দাম দমন করতে পারে। মুর্শিদাবাদ থেকে আসা কয়েকজন জানালেন সরকার দিয়েছে দিদি এই সরকার গদির থেকে নামাতে হবে ।


Conclusion:
Last Updated : Apr 8, 2019, 9:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.