ETV Bharat / state

HC over Ram Navami Incident: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Apr 27, 2023, 11:22 AM IST

Updated : Apr 27, 2023, 12:51 PM IST

এবছরও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় ঝামেলার ঘটনা ঘটে ৷ এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাতে আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের নির্দেশ দিল ৷

Ram Navami in Bengal
কলকাতা হাইকোর্ট
রামনবমীর দিন মিছিল ঘিরে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল আদালত

কলকাতা, 27 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি রাজ্য পুলিশকে দু'সপ্তাহের মধ্যে সব এফআইআর এবং সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশে বলা হয়েছে, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত থানাকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে ৷

প্রসঙ্গত, 30 মার্চ রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকা ৷ ডালখোলাতে একজনের মৃত্যুও হয়েছে ৷ পরে ইসলামপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে ৷ আরও পরে রিষড়ায় এর রেশ পৌঁছয় ৷ রামনবমীর মিছিলে আক্রমণ ও বোম ছোড়া হয়েছে এবং হাওড়ার শিবপুরে মিছিলের উপর পাথর ছোড়ার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি পেট্রোল বোমা ছোড়ারও অভিযোগ ওঠে ৷

এই ঘটনার তদন্তে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, রিষড়া, হাওড়া ও ইসলামপুরে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় রাজ্য সরকার মনগড়া রিপোর্ট দিয়েছে ৷ পাশাপাশি রাজ্যে বারবার কেন এমন ঘটনা ঘটছে, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ এর সঙ্গে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা জরুরি বলে দাবি জানানো হয় আদালতে ।

আরও পড়ুন: কোচবিহারে রামনবমীর মিছিলে নিশীথ, তুফানগঞ্জে পুলিশি বাধার মুখে বিশ্ব হিন্দু পরিষদ

এর আগে মামলার শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান, "কী কী পদক্ষেপ করা হয়েছে ? রামনবমীতে ঝামেলার উৎস কী, সেটা জানা দরকার ৷ কারা ঘটাচ্ছে ? কেন রামনবমীর সময় প্রত্যেক বছর 7-8 টা করে এই ধরনের ঘটনা ঘটছে ?" তবে রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷

বিরোধী দলনেতার তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন, আগে রাজ্যে লক্ষ্মীপুজা, রামনবমী থেকে শুরু করে সব পুজো এবং উৎসব শান্তিপূর্ণ ভাবে হত ৷ কোনও গণ্ডগোল হত না ৷ রামনবমীর মিছিলে উদেশ্যপ্রণোদিত ভাবে পেট্রোল বোমা ছোড়া হয়েছে ৷ তিনি আরও জানান, বেশ কিছু বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে ৷ গত 4-5 বছরে রাজ্যে পরিস্থিতির এমন অবনতি হল কেন ? এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ৷ অফিসে বসে রিপোর্ট তৈরি করে দায় সারছে রাজ্য সরকার । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে রাজ্যের রিপোর্ট নিয়ে বিস্ময় প্রকাশ করে ৷ কারণ রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে রাম নবমীর মিছিলে কোথাও বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ নেই । এ নিয়ে প্রশ্ন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷

অন্যদিকে, কেন্দ্রের তরফে বিস্ফোরণ ও নাশকতার যোগ খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ অনুসন্ধান আইনসঙ্গত বলে সওয়াল করা হয় ৷ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং ডেপুটি সালিসিটর জেনারেল আদালতে সওয়াল করেন, নাশকতা ও বিস্ফোরণের কিছু পাওয়া না-গেলে এনআইএ তদন্ত করবে না ৷ মামলার শুনানি শেষে 10 এপ্রিল রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট ৷ শেষমেশ আজ রায় দিল হাইকোর্ট ।

আরও পড়ুন: রামনবমীতে শিবপুর-ডালখোলা কাণ্ডে সিবিআই তদন্ত, হাইকোর্টে শুভেন্দু

রামনবমীর দিন মিছিল ঘিরে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল আদালত

কলকাতা, 27 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি রাজ্য পুলিশকে দু'সপ্তাহের মধ্যে সব এফআইআর এবং সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশে বলা হয়েছে, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত থানাকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে ৷

প্রসঙ্গত, 30 মার্চ রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকা ৷ ডালখোলাতে একজনের মৃত্যুও হয়েছে ৷ পরে ইসলামপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে ৷ আরও পরে রিষড়ায় এর রেশ পৌঁছয় ৷ রামনবমীর মিছিলে আক্রমণ ও বোম ছোড়া হয়েছে এবং হাওড়ার শিবপুরে মিছিলের উপর পাথর ছোড়ার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি পেট্রোল বোমা ছোড়ারও অভিযোগ ওঠে ৷

এই ঘটনার তদন্তে আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, রিষড়া, হাওড়া ও ইসলামপুরে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় রাজ্য সরকার মনগড়া রিপোর্ট দিয়েছে ৷ পাশাপাশি রাজ্যে বারবার কেন এমন ঘটনা ঘটছে, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ এর সঙ্গে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা জরুরি বলে দাবি জানানো হয় আদালতে ।

আরও পড়ুন: কোচবিহারে রামনবমীর মিছিলে নিশীথ, তুফানগঞ্জে পুলিশি বাধার মুখে বিশ্ব হিন্দু পরিষদ

এর আগে মামলার শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান, "কী কী পদক্ষেপ করা হয়েছে ? রামনবমীতে ঝামেলার উৎস কী, সেটা জানা দরকার ৷ কারা ঘটাচ্ছে ? কেন রামনবমীর সময় প্রত্যেক বছর 7-8 টা করে এই ধরনের ঘটনা ঘটছে ?" তবে রাজ্যের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷

বিরোধী দলনেতার তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন, আগে রাজ্যে লক্ষ্মীপুজা, রামনবমী থেকে শুরু করে সব পুজো এবং উৎসব শান্তিপূর্ণ ভাবে হত ৷ কোনও গণ্ডগোল হত না ৷ রামনবমীর মিছিলে উদেশ্যপ্রণোদিত ভাবে পেট্রোল বোমা ছোড়া হয়েছে ৷ তিনি আরও জানান, বেশ কিছু বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে ৷ গত 4-5 বছরে রাজ্যে পরিস্থিতির এমন অবনতি হল কেন ? এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ৷ অফিসে বসে রিপোর্ট তৈরি করে দায় সারছে রাজ্য সরকার । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে রাজ্যের রিপোর্ট নিয়ে বিস্ময় প্রকাশ করে ৷ কারণ রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে রাম নবমীর মিছিলে কোথাও বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ নেই । এ নিয়ে প্রশ্ন করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷

অন্যদিকে, কেন্দ্রের তরফে বিস্ফোরণ ও নাশকতার যোগ খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ অনুসন্ধান আইনসঙ্গত বলে সওয়াল করা হয় ৷ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং ডেপুটি সালিসিটর জেনারেল আদালতে সওয়াল করেন, নাশকতা ও বিস্ফোরণের কিছু পাওয়া না-গেলে এনআইএ তদন্ত করবে না ৷ মামলার শুনানি শেষে 10 এপ্রিল রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট ৷ শেষমেশ আজ রায় দিল হাইকোর্ট ।

আরও পড়ুন: রামনবমীতে শিবপুর-ডালখোলা কাণ্ডে সিবিআই তদন্ত, হাইকোর্টে শুভেন্দু

Last Updated : Apr 27, 2023, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.