কলকাতা, 20 সেপ্টেম্বর: খড়গপুর বিভাগে ট্র্যাক ও স্টেশনের অন্যান্য কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ । শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে । যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল ৷ তবে তাদের সুবিধার্থে বিজ্ঞপ্তি দিয়ে আগেই বিষয়টি জানিয়ে দেওয়া হল বলে শুক্রবার জানায় রেল কর্তৃপক্ষ ৷
- একনজরে বাতিল হওয়া ট্রেনের তালিকা :
08063/08064 খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু স্পেশাল আগামী 22 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
08032/08031 ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল আগামী 22 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ।
18037/18038 খড়গপুর-জজপুর-কেওনঝড়-খড়গপুর এক্সপ্রেস আগামী 22 ও 23 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ।
18043/18044 হাওড়া-ভদ্রঘা-হাওড়া এক্সপ্রেস আগামী 22 ও 23 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ।
18021/18022 খড়গপুর-কুরলা-খড়গপুর এক্সপ্রেস আগামী 22 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে ।
- 22 সেপ্টেম্বর রবিবার সময় পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :
12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল সাড়ে আটটার পরিবর্তে বেলা সাড়ে বারোটায় সময় ছাড়বে ।
12821 শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস সকাল 9টা 15 মিনিটের পরিবর্তে বেলা 1টা 15 মিনিটে শালিমার থেকে ছাড়বে ।
12245 হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 10টা 45 মিনিটে ছাড়ার পরিবর্তে বেলা 11টা 45 মিনিটে ছাড়বে ।
18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বেলা 11টা 25 মিনিটের পরিবর্তে 12টা 25 মিনিটে ছাড়বে ।
07222 সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেনটি বেলা 12টা 20 মিনিটের পরিবর্তে বেলা 12টা 50 মিনিটে ছাড়বে ।