ETV Bharat / state

দিদাকে কোপাচ্ছে সৎ বাবা, খাটের তলা থেকে সবটা দেখল একরত্তি নাতনি ! - Woman Stabbed To Death - WOMAN STABBED TO DEATH

Drunk Man Kills Mother in Law: দ্বিতীয়পক্ষের জামাইয়ের হাতে খুন হলেন বৃদ্ধা ৷ মাকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মেয়ে ও ছেলে ৷ সবটার সাক্ষী বছর পাঁচ-ছ বছরের নাতনি ৷

Woman Stabbed To Death
মৃতের বাড়ির সামনে পুলিশ ও স্থানীয়দের ভিড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 10:22 PM IST

Updated : Sep 20, 2024, 10:33 PM IST

গাইঘাটা, 20 সেপ্টেম্বর: মদ্যপ সৎ বাবা এসে দিদাকে কোপাচ্ছে ৷ মায়ের ইশারায় তখন ছোট্ট মেয়ে প্রাণভয়ে লুকিয়ে পড়েছে খাটের তলায় ৷ তবে বাবার কীর্তিকলাপ সবটাই তার চোখের সামনে ঘটে চলেছে তখনও ৷ বাধা দিতে গিয়ে ছুরির কোপে আহত হয় তার মা ও মামা ৷ এরপর বাবা চলে যেতেই 'বাঁচাও বাঁচাও', 'আমাদের মেরে ফেলল' বলে চিৎকার করতে থাকে ছোট্ট প্রাণ ৷ বুকে হাত চেপে চিৎকার করতে থাকে তার দিদাও ৷ তারপরই লুটিয়ে পড়েন ৷ প্রথমে কেউ না এলেও কিছুক্ষণ পর পাড়ার সকলে ভিড় জমায় বাড়িতে ৷ বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার গুটড়ি ইংলিশপাড়ায় ৷

জানা গিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শাশুড়িকে কুপিয়ে খুন করে মদ্যপ জামাই । ছুরির আঘাতে গুরুতর আহত হন শ্যালক এবং স্ত্রী । তাঁরা দু'জনেই বারাসত হাসপাতালে চিকিৎসাধীন । মৃতার নাম সরস্বতী বিশ্বাস । অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে মৃতের মেয়ে বিনা বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ে হয় রাজদীপের সঙ্গে । অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বিনাকে মারধর করত রাজদীপ । বুধবার রাতেও তাকে মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে সেখান থেকে সে বাবার বাড়িতে চলে আসে ।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজদীপ ফোন করে বীনাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল । পরবর্তীতে রাতে যখন সরস্বতী দেবী তার ছেলে, মেয়ে বীনা এবং তার প্রথম পক্ষের মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে বসেছিলেন তখন অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায় রাজদীপ । ছুরির আঘাতে আহত হন বীনা এবং তার ভাই । ছুরির একাধিক কোপের জেরে মৃত্যু হয় সরস্বতী দেবীর । ভয়ে সেই সময় খাটের নিচে লুকিয়ে পড়েছিল ছোট্ট মেয়ে ।তাতেই প্রাণে বাঁচে সেও ৷

পরবর্তীতে বীনা এবং তাঁর ভাই বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গাইঘাটা থানার পুলিশ । পুলিশ সরস্বতী দেবীকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় বীনা এবং তাঁর ভাইকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রাজদীপকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার সাতদিনের পুলিশ হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

গাইঘাটা, 20 সেপ্টেম্বর: মদ্যপ সৎ বাবা এসে দিদাকে কোপাচ্ছে ৷ মায়ের ইশারায় তখন ছোট্ট মেয়ে প্রাণভয়ে লুকিয়ে পড়েছে খাটের তলায় ৷ তবে বাবার কীর্তিকলাপ সবটাই তার চোখের সামনে ঘটে চলেছে তখনও ৷ বাধা দিতে গিয়ে ছুরির কোপে আহত হয় তার মা ও মামা ৷ এরপর বাবা চলে যেতেই 'বাঁচাও বাঁচাও', 'আমাদের মেরে ফেলল' বলে চিৎকার করতে থাকে ছোট্ট প্রাণ ৷ বুকে হাত চেপে চিৎকার করতে থাকে তার দিদাও ৷ তারপরই লুটিয়ে পড়েন ৷ প্রথমে কেউ না এলেও কিছুক্ষণ পর পাড়ার সকলে ভিড় জমায় বাড়িতে ৷ বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার গুটড়ি ইংলিশপাড়ায় ৷

জানা গিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শাশুড়িকে কুপিয়ে খুন করে মদ্যপ জামাই । ছুরির আঘাতে গুরুতর আহত হন শ্যালক এবং স্ত্রী । তাঁরা দু'জনেই বারাসত হাসপাতালে চিকিৎসাধীন । মৃতার নাম সরস্বতী বিশ্বাস । অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে মৃতের মেয়ে বিনা বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ে হয় রাজদীপের সঙ্গে । অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বিনাকে মারধর করত রাজদীপ । বুধবার রাতেও তাকে মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে সেখান থেকে সে বাবার বাড়িতে চলে আসে ।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজদীপ ফোন করে বীনাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল । পরবর্তীতে রাতে যখন সরস্বতী দেবী তার ছেলে, মেয়ে বীনা এবং তার প্রথম পক্ষের মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে বসেছিলেন তখন অতর্কিতে ছুরি নিয়ে হামলা চালায় রাজদীপ । ছুরির আঘাতে আহত হন বীনা এবং তার ভাই । ছুরির একাধিক কোপের জেরে মৃত্যু হয় সরস্বতী দেবীর । ভয়ে সেই সময় খাটের নিচে লুকিয়ে পড়েছিল ছোট্ট মেয়ে ।তাতেই প্রাণে বাঁচে সেও ৷

পরবর্তীতে বীনা এবং তাঁর ভাই বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গাইঘাটা থানার পুলিশ । পুলিশ সরস্বতী দেবীকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । গুরুতর আহত অবস্থায় বীনা এবং তাঁর ভাইকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রাজদীপকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে বৃহস্পতিবার সাতদিনের পুলিশ হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

Last Updated : Sep 20, 2024, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.