ETV Bharat / state

Weather Forecast : আজ ও আগামীকাল উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা - Alipur Regional Meteorological Centre

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বন্যায় প্লাবিত রাজ্যের বেশকিছু জেলা ৷ এবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ এর ফলে পার্বত্য অঞ্চলগুলিতে ধসের আশঙ্কা রয়েছে ৷ বাড়তে পারে নদীর জলস্তর ৷

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
author img

By

Published : Oct 3, 2021, 9:43 AM IST

কলকাতা, 3 অক্টোবর : গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । আজ সকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে । নিম্নচাপের জেরে আজ ও আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পর ভাসতে চলেছে উত্তরবঙ্গ । নিম্নচাপ পশ্চিম বিহার ও উত্তরপ্রদেশের কাছাকাছি রয়েছে । ধীরে ধীরে তা পূর্ব দিকে এগিয়ে আসছে । এর ফলে আজ ও আগামিকাল উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের জেরে সর্তকতা জারি করেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় । কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ ভারী বৃষ্টি হতে পারে ।

আগামিকাল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দুই দিনাজপুরে । পার্বত্য এলাকাগুলোতে ধসের আশঙ্কা রয়েছে । সেইসঙ্গে নদীগুলিতে জলস্তর বাড়তে পারে।

আরও পড়ুন : Ganga Erosion : সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, নদীগর্ভে কয়েক বিঘা কৃষি জমি

বঙ্গোপসাগরের তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিতে ইতিমধ্যে বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ অতিক্রম করে পশ্চিমের জেলাগুলোর উপরে চলে যায় । পরে তা পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে উপর দিয়ে এগিয়ে এসেছে পূর্বদিকে । এখন নিম্নচাপ পশ্চিম বিহার, মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে ।

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলো আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে । কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি ।

কলকাতা, 3 অক্টোবর : গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । আজ সকাল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে । নিম্নচাপের জেরে আজ ও আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পর ভাসতে চলেছে উত্তরবঙ্গ । নিম্নচাপ পশ্চিম বিহার ও উত্তরপ্রদেশের কাছাকাছি রয়েছে । ধীরে ধীরে তা পূর্ব দিকে এগিয়ে আসছে । এর ফলে আজ ও আগামিকাল উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের জেরে সর্তকতা জারি করেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় । কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ ভারী বৃষ্টি হতে পারে ।

আগামিকাল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, দুই দিনাজপুরে । পার্বত্য এলাকাগুলোতে ধসের আশঙ্কা রয়েছে । সেইসঙ্গে নদীগুলিতে জলস্তর বাড়তে পারে।

আরও পড়ুন : Ganga Erosion : সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, নদীগর্ভে কয়েক বিঘা কৃষি জমি

বঙ্গোপসাগরের তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিতে ইতিমধ্যে বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ অতিক্রম করে পশ্চিমের জেলাগুলোর উপরে চলে যায় । পরে তা পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে উপর দিয়ে এগিয়ে এসেছে পূর্বদিকে । এখন নিম্নচাপ পশ্চিম বিহার, মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে ।

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলো আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে । কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.