কলকাতা, 23 সেপ্টেম্বর : আজ ও আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরপ্রদেশ ও বিহারের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । যার সঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও । যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিংম্পঙে আগামী 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
আজ সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে । তবে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে । সকাল থেকেই কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল । যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ সর্বনিম্ন 74 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।