কলকাতা, 1 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টি নয়, এবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain In South Bengal)। আলিপুর আবহাত্তয়া দফতর বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যার জেরে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে । সোমবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।
রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা । দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চল । তবে আর্দ্রতাজনিত গরমের গুমোট ভাব কাটবে না । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী বেশী । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । সোমবার সপ্তাহের প্রথম দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির আশেপাশে । আকাশ আংশিক মেঘলা এবং দু-এক পশলা বৃষ্টি হতে পারে ।
আরও পড়ুন: বর্ষাকালে চায়ে মেশান এই পাঁচটি ভেষজ, রেহাই পাবেন বহু অসুখ থেকে
দক্ষিণবঙ্গের এই পূর্বাভাসের একটু ভিন্ন ছবি উত্তরবঙ্গে । সেখানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে । হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখার পূর্বদিকের অংশ হিমালয়ের পাদদেশে থাকায় আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে । সোমবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে । মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে । তাই বলা যায় শ্রাবনের শেষভাগে বৃষ্টি তার পারফরম্যান্সের উন্নতি ঘটিয়ে বর্ষার মান রাখার ইঙ্গিত দিচ্ছে ।