ETV Bharat / state

স্মাগলিং কি না খতিয়ে দেখতেই রুজিরাকে সমন, হাইকোর্টে জানাল শুল্ক দপ্তর - tmc

15 মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতায় ফেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও তাঁর বোনের ব্যাগেজ পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় । সেই ঘটনাটি স্মাগলিং কি না তা খতিয়ে দেখার জন্যই তারা তদন্ত করছে বলে আদালতে জানালেন শুল্ক দপ্তরের তরফে সওয়ালকারী অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখি ।

হাইকোর্টে
author img

By

Published : Jul 27, 2019, 8:46 AM IST

কলকাতা, 27 জুলাই : 15 মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতায় ফেরার পর দুই মহিলা যাত্রীর ব্যাগেজ পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় । তাঁদের মধ্যে একজন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । আরেকজন তাঁর বোন । তাঁদের ব্যাগ থেকে দু'কেজি সোনা পাওয়া যায় বলে অভিযোগ । সেই ঘটনাটি স্মাগলিং কি না তা খতিয়ে দেখার জন্যই তারা তদন্ত করছে বলে আদালতে জানালেন শুল্ক দপ্তরের তরফে সওয়ালকারী অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখি । তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর ।

অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখির এই বক্তব্যের পালটা হিসেবে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন, "সেই দিন রাতে রুজিরা ও তাঁর বোন বিমানবন্দরে নামেন । তারপর পুলিশ তাঁদের ব্যাগ চেক করে দেখে । সেখানে প্রায় 4-5 জন পুলিশ অফিসার ছিলেন । তাঁদের ব্যাগে অন্য জিনিসপত্রের সঙ্গে কিছু সোনাও ছিল । সেটা দেখার পর শুল্ক দপ্তরের কয়েকজন অফিসার সেখানে আসেন । তাঁরাও বিষয়টি খতিয়ে দেখেন । তারপর সেই অফিসারদের সঙ্গে রুজিরা ও তাঁর বোন করমর্দন করে চলে আসেন । এই পুরো ব্যাপারটা CCTV ফুটেজে দেখা গেছে । আদালত দেখতে চাইলে দেখাতেও পারি । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । ফলে শুল্ক দপ্তরের আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই ।" এরপর গতকালের মতো শুনানি শেষ হয় । মামলার পরবর্তী শুনানি সোমবার ।

এর আগে 4 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে । তবে নির্দেশে এটাও বলা হয় যে, শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রুজিরা । 8 এপ্রিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, ঘটনার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে । জিজ্ঞাসাবাদের খুব একটা তাড়া নেই । আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না । সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলাটির যেমন শুনানি চলছে তেমন চলবে ।

কলকাতা, 27 জুলাই : 15 মার্চ রাতে ব্যাঙ্কক থেকে কলকাতায় ফেরার পর দুই মহিলা যাত্রীর ব্যাগেজ পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় । তাঁদের মধ্যে একজন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । আরেকজন তাঁর বোন । তাঁদের ব্যাগ থেকে দু'কেজি সোনা পাওয়া যায় বলে অভিযোগ । সেই ঘটনাটি স্মাগলিং কি না তা খতিয়ে দেখার জন্যই তারা তদন্ত করছে বলে আদালতে জানালেন শুল্ক দপ্তরের তরফে সওয়ালকারী অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখি । তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর ।

অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল অমন লেখির এই বক্তব্যের পালটা হিসেবে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন, "সেই দিন রাতে রুজিরা ও তাঁর বোন বিমানবন্দরে নামেন । তারপর পুলিশ তাঁদের ব্যাগ চেক করে দেখে । সেখানে প্রায় 4-5 জন পুলিশ অফিসার ছিলেন । তাঁদের ব্যাগে অন্য জিনিসপত্রের সঙ্গে কিছু সোনাও ছিল । সেটা দেখার পর শুল্ক দপ্তরের কয়েকজন অফিসার সেখানে আসেন । তাঁরাও বিষয়টি খতিয়ে দেখেন । তারপর সেই অফিসারদের সঙ্গে রুজিরা ও তাঁর বোন করমর্দন করে চলে আসেন । এই পুরো ব্যাপারটা CCTV ফুটেজে দেখা গেছে । আদালত দেখতে চাইলে দেখাতেও পারি । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । ফলে শুল্ক দপ্তরের আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই ।" এরপর গতকালের মতো শুনানি শেষ হয় । মামলার পরবর্তী শুনানি সোমবার ।

এর আগে 4 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে । তবে নির্দেশে এটাও বলা হয় যে, শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না । এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রুজিরা । 8 এপ্রিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, ঘটনার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে । জিজ্ঞাসাবাদের খুব একটা তাড়া নেই । আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না । সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলাটির যেমন শুনানি চলছে তেমন চলবে ।

Intro:স্মাগলিং কিনা খতিয়ে দেখছিল শুল্ক দফতর Body:
মানস নস্কর---

স্মাগলিং কিনা খতিয়ে দেখছিল শুল্ক দফতর, রুজিরা নারুলাকে সমন পাঠানোর ব্যাপারে হাইকোর্টে জানালো শুল্ক দফতর

কলকাতা ২৬ জুলাইঃ
১৫ মার্চ রাতে দমদম বিমানবন্দরে রুজিরা নারুলা ও তার বোনের ব্যাগে যে কিছু সোনা পাওয়া গেছিল সেটা স্মাগলিং কিনা সেটা খতিয়ে দেখার জন্যই শুল্ক দফতর এই ব্যাপারে তদন্ত করছিল এবং সেই কারনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দফতর। আজ হাইকোর্টে জানালেন শুল্ক দফতরের তরফে সওয়ালকারী সুপ্রিমকোর্টের দুদে আইনজীবী তথা এডিশনাল সলিশিটর জেনারেল আমন লেখি।কিন্ত রাজ্যের তরফে এডিশনাল এজি অভ্রতোষ মজুমদার বলেন,"ঐ দিন রাতে রুজিরা ও তার বোন বিমানবন্দরে নামেন। তারপর পুলিশ তাদের ব্যাগ চেক করে দেখে, সেখানে প্রায় ৪-৫ জন পুলিশ অফিসার হাজির ছিল। তাদের ব্যাগে অন্যান্য জিনিসপত্রের সাথে কিছু সোনাও ছিল। সেটা দেখার পর কিছু শুল্ক দফতরের অফিসার আসেন। তারা খতিয়ে দেখেন।এরপর সব দেখে ঐ অফিসারদের সাথে রুজিরা ও তার বোন করমর্দন করে চলে আসেন। এই পুরো ব্যাপারটা সিসিটিভি ফুটেযে দেখা গেছে। মহামান্য আদালত দেখতে চাইলে দেখাতেও পারি।পুলিশ পুরো বিষয়ে তদন্ত করে দেখছে।ফলে শুল্ক দফতরের আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই।"এরপরই আজকের মতো শুনানি শেষ হয়।আগামী সোমাবার এই মামলার আবার পরবর্তী শুনানি।


কিছুদিন একট অভিযোগ ওঠে গত ১৫ই মার্চ রাতে হিসাব বহির্ভূত অর্থ ও সোনা নিয়ে দমদম বিমানবন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা সঙ্গে ছিলেন তার বোন ম্যানেকা গম্ভীর ।রুজিরা থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়ে ভারতে আসেন।শুল্ক দফতর তাকে তল্লাসি করতে গেলে তাদেরকে বলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কিন্ত শুল্ক দফতর এরপরও তল্লাশি করে।এরপর পুলিশ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে শুল্ক দফতর তার নামে থানায় এফ আই আর দায়ের করে।পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন মোতাবেক সমন পাঠায়।সেই সমন খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। তার বোনকে শুল্ক দফতর কোনো সমন না পাঠালেও তিনি ও শুল্ক দফতরের জিজ্ঞাসাবাদের হাত থেকে রেহাই পেতে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নির্দেশ দেয় আগামী ৩১ জুলাই পর্যন্ত এই দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে না শুল্ক দফতর। তবে আপাতত অস্বস্তি রয়েই গেলো রুজিরা নারুলা ও তার বোনের।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.