কলকাতা , 1 অক্টোবর : হাথরসে যুবতিকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ । এই ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ একটি টুইট করেন । টুইটারে এই ঘটনাকে বর্বরোচিত আখ্যা দেন । পাশাপাশি, তিনি নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানান ।
পরিবারের অনুপস্থিতিতেই গতকাল হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে । এই বিষয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে টুইটারে লেখেন , " বর্বরোচিত ও লজ্জাজনক ঘটনার নিন্দার জন্য মুখে কোনও ভাষা নেই । তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল । পরিবারের অনুপস্থিতিতে ওই যুবতির শেষকৃত্য আরও লজ্জাজনক । ভোটের জন্য যারা স্লোগান ও মিথ্যা প্রতিশ্রুতি দেয় , তাদের মুখোশ খুলে গেছে । "
-
Have no words to condemn the barbaric & shameful incident at Hathras involving a young Dalit girl. My deepest condolences to the family.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
More shameful is the forceful cremation without the family’s presence or consent, exposing those who use slogans & lofty promises for votes.
">Have no words to condemn the barbaric & shameful incident at Hathras involving a young Dalit girl. My deepest condolences to the family.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
More shameful is the forceful cremation without the family’s presence or consent, exposing those who use slogans & lofty promises for votes.Have no words to condemn the barbaric & shameful incident at Hathras involving a young Dalit girl. My deepest condolences to the family.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
More shameful is the forceful cremation without the family’s presence or consent, exposing those who use slogans & lofty promises for votes.
14 সেপ্টেম্বর মা ও ভাইয়ের সঙ্গে ঘাস কাটতে গিয়ে হাথরসে গণধর্ষণের শিকার হয়েছিল 20 বছরের এক যুবতি । অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-তে চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । টানা 15 দিনের লড়াই শেষে মঙ্গলবার দিল্লিতে মৃত্যু হয় তাঁর ।
এই ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ । বিচার চেয়ে মঙ্গলবার দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । অভিযুক্তদের ফাঁসি-র দাবি তোলা হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল । সরব হয়েছে তৃণমূলও । গতকালই টুইট করে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বলেন, "মোদিজির জমানায় ভয়ংকর ঘটনা ঘটেছে । ঘটনা নিয়ে নীরব রয়েছেন তিনি । "