কলকাতা, 30 জুন: অনিশ্চয়তা কাটল । অবশেষে শেষবেলায় এল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির চিঠি । রাজ্য সরকারের তরফ থেকে আগেই রাজ্যের বর্তমান মুখ্যসচিবের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে । তবে গতকাল বিকেল পর্যন্ত সেই চিঠি না আসায় অনেকেই মনে করছিল হয়তো বর্তমান মুখ্যসচিবকে এক্সটেনশন দিতে চায় না কেন্দ্রীয় সরকার । তবে সেই আশঙ্কা দূরে সরিয়ে অবশেষে বর্তমান মুখ্যসচিবকেই এক্সটেনশন দিল কেন্দ্র । তাঁকে আরও ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের বিষয়টি । গতবার দেখা গিয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায়কে এক্সটেনশন দেওয়ার ক্ষেত্রে দশ দিন আগেই তাঁকে এক্সটেনশন দেওয়া হয় । তবে এ ক্ষেত্রে যেহেতু এই এক্সটেনশন নিয়ে জবাব পেতে অনেকটা অপেক্ষা করতে হচ্ছিল, তাই রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প ভাবনাও তৈরি রাখা হয়েছিল । তবে, এ ক্ষেত্রে আর তার প্রয়োজন পড়ল না ।
ভারত সরকারের তরফ থেকে আন্ডার সেক্রেটারি কুলদীপ চৌধুরী রাজ্য সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন, হরিকৃষ্ণ দ্বিবেদীকে ছয় মাসের জন্য এক্সটেনশন দেওয়া হচ্ছে । ফলে যে নামগুলি নিয়ে বিবেচনা হচ্ছিল, সেগুলির এই মুহূর্তে আর প্রয়োজন পড়ছে না । আগামী 6 মাস মুখ্যসচিবের দায়িত্বেই থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী ।
আরও পড়ুন: অবশেষে এল কেন্দ্রের চিঠি, আরও 6 মাস মেয়াদ বাড়ল মুখ্যসচিবের
নবান্নের তরফ থেকে জানা গিয়েছে, বর্তমান মুখ্যসচিবের এক্সটেনশনের পক্ষে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন চলছে এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বর্তমান মুখ্যসচিবের নেতৃত্বে সম্পন্ন হচ্ছে, তাই এই মুহূর্তে তাঁকে সরিয়ে নেওয়া হলে সেই প্রকল্পগুলি আটকে যেতে পারে । রাজ্য সরকারের এই যুক্তিকে যথেষ্ট গ্রহণযোগ্য বলেই মনে করেছে কেন্দ্র । এবং হরিকৃষ্ণ দ্বিবেদীকে ছয় মাসের এক্সটেনশন দেওয়া হয়েছে । আর এর ফলে তাঁর পদে বহাল থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না ।