ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ, সমস্যায় রোগীরা - patients trouble due to black-marketing of oxygen

কোরোনা পরিস্থিতির সুযোগ নিয়ে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ । দু'মাস আগে দেড়শো লিটার অক্সিজেনের দাম ছিল যেখানে 8 থেকে 10 হাজার টাকা । এখন তা 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি হচ্ছে ।

oxygen cylinders
অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ
author img

By

Published : Aug 25, 2020, 8:29 AM IST

কলকাতা , 24 অগাস্ট : অনেকক্ষেত্রেই অনেক রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে । কোরোনায় আক্রান্তদেরও শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া হয় । কিন্তু, বর্তমানে এই অক্সিজেন সিলিন্ডারেরই ঘাটতি দেখা দিয়েছে বাজারে । চাহিদা অনুযায়ী জোগান নেই । অভিযোগ, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে । অনেকেই বেআইনিভাবে সিলিন্ডার মজুত করে রাখছে বলে অভিযোগ ।

অক্সিজেন মূলত লিটারে বিক্রি হয় । গত দু'মাস আগেও 150 লিটার অক্সিজেনের দাম ছিল 8 হাজার থেকে 10 হাজার টাকা । এখন টাকা দিলেও প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ । রিকুইজ়িশন দিয়ে রাখতে হচ্ছে । অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অক্সিজেন না পাওয়ায় সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হচ্ছে কোরোনা আক্রান্তের । অথবা হাসপাতালে কোনওমতে পৌঁছলেও চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তাঁরা । শুধু কোরোনা কেন, যে কোনও রোগ বা বড় অস্ত্রোপচারের ক্ষেত্রেও অক্সিজেন গুরুত্বপূর্ণ । কিন্তু অভিযোগ, রোগীরা প্রয়োজন মতো অক্সিজেন পাচ্ছেন না । কলকাতার বিভিন্ন অক্সিজেন বণ্টনকারী সংস্থায় এখন অক্সিজেনের ঘাটতি চলছে ।

কোরোনা পরিস্থিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ , সমস্যায় রোগীরা

কলকাতার মেডিকেল ব্যাঙ্ক । রক্তের পাশাপাশি 41 বছর ধরে অক্সিজেন সিলিন্ডারেও জোগান দেয় তারা । সেই মেডিকেল ব্যাঙ্কের কর্ণধার ডি আশিস বলেন, সংস্থার বিভিন্ন পরিষেবার মধ্যে অক্সিজেন পরিষেবা অন্যতম । কোরোনায় অনেকে আক্রান্ত হয়েছে । এই পরিস্থিতিতে অক্সিজেন যে প্রয়োজন সেই বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন । অনেকেই অক্সিজেন নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে রাখছেন । এদিকে অক্সিজেনের চাহিদা যত বেড়েছে জোগান তত কমেছে । সেই সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারিও হচ্ছে বলে অভিযোগ । এতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ।

চড়া দাম হওয়ায় শুধু কোরোনা রোগী নয় অনেকেই অক্সিজেন কিনতে পারছেন না । সিংহভাগ ওষুধের দোকানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না । ফলে সমস্যায় পড়ছেন বহু মুমুর্ষ রোগী । শ্যামবাজারের বাসিন্দা সৌরভ সোম সেই অভিজ্ঞতার কথা জানালেন । তিনি বলেন, কয়েকদিন আগে এক আত্মীয়র জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে গিয়েছিলাম । কিন্তু যে অক্সিজেন সিলিন্ডারের দাম 8 থেকে 9 হাজার টাকা তার মূল্য চাওয়া হয় 15 থেকে 20 হাজার টাকা । এখন মানুষের কাছে টাকা নেই । তার মধ্যে সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে । তিনি বলেন, কালোবাজারি হওয়ায় প্রয়োজন থাকলেও সেদিন অক্সিজেন পাননি । আত্মীয়কে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ।

অক্সিজেন সিলিন্ডার বণ্টনকারী সংস্থা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই আবেদন, কালোবাজারি রুখতে রাজ্য সরকার আরও তৎপর হোক । অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি ।

কলকাতা , 24 অগাস্ট : অনেকক্ষেত্রেই অনেক রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে । কোরোনায় আক্রান্তদেরও শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেওয়া হয় । কিন্তু, বর্তমানে এই অক্সিজেন সিলিন্ডারেরই ঘাটতি দেখা দিয়েছে বাজারে । চাহিদা অনুযায়ী জোগান নেই । অভিযোগ, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে । অনেকেই বেআইনিভাবে সিলিন্ডার মজুত করে রাখছে বলে অভিযোগ ।

অক্সিজেন মূলত লিটারে বিক্রি হয় । গত দু'মাস আগেও 150 লিটার অক্সিজেনের দাম ছিল 8 হাজার থেকে 10 হাজার টাকা । এখন টাকা দিলেও প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ । রিকুইজ়িশন দিয়ে রাখতে হচ্ছে । অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অক্সিজেন না পাওয়ায় সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হচ্ছে কোরোনা আক্রান্তের । অথবা হাসপাতালে কোনওমতে পৌঁছলেও চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তাঁরা । শুধু কোরোনা কেন, যে কোনও রোগ বা বড় অস্ত্রোপচারের ক্ষেত্রেও অক্সিজেন গুরুত্বপূর্ণ । কিন্তু অভিযোগ, রোগীরা প্রয়োজন মতো অক্সিজেন পাচ্ছেন না । কলকাতার বিভিন্ন অক্সিজেন বণ্টনকারী সংস্থায় এখন অক্সিজেনের ঘাটতি চলছে ।

কোরোনা পরিস্থিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ , সমস্যায় রোগীরা

কলকাতার মেডিকেল ব্যাঙ্ক । রক্তের পাশাপাশি 41 বছর ধরে অক্সিজেন সিলিন্ডারেও জোগান দেয় তারা । সেই মেডিকেল ব্যাঙ্কের কর্ণধার ডি আশিস বলেন, সংস্থার বিভিন্ন পরিষেবার মধ্যে অক্সিজেন পরিষেবা অন্যতম । কোরোনায় অনেকে আক্রান্ত হয়েছে । এই পরিস্থিতিতে অক্সিজেন যে প্রয়োজন সেই বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন । অনেকেই অক্সিজেন নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে রাখছেন । এদিকে অক্সিজেনের চাহিদা যত বেড়েছে জোগান তত কমেছে । সেই সঙ্গে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারিও হচ্ছে বলে অভিযোগ । এতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ।

চড়া দাম হওয়ায় শুধু কোরোনা রোগী নয় অনেকেই অক্সিজেন কিনতে পারছেন না । সিংহভাগ ওষুধের দোকানে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না । ফলে সমস্যায় পড়ছেন বহু মুমুর্ষ রোগী । শ্যামবাজারের বাসিন্দা সৌরভ সোম সেই অভিজ্ঞতার কথা জানালেন । তিনি বলেন, কয়েকদিন আগে এক আত্মীয়র জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে গিয়েছিলাম । কিন্তু যে অক্সিজেন সিলিন্ডারের দাম 8 থেকে 9 হাজার টাকা তার মূল্য চাওয়া হয় 15 থেকে 20 হাজার টাকা । এখন মানুষের কাছে টাকা নেই । তার মধ্যে সিলিন্ডারের কালোবাজারি হচ্ছে । তিনি বলেন, কালোবাজারি হওয়ায় প্রয়োজন থাকলেও সেদিন অক্সিজেন পাননি । আত্মীয়কে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে ।

অক্সিজেন সিলিন্ডার বণ্টনকারী সংস্থা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই আবেদন, কালোবাজারি রুখতে রাজ্য সরকার আরও তৎপর হোক । অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে মুখ খুলতে চায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.