ETV Bharat / state

রাজ্যপাল চারটি দলকে বৃহস্পতিবার বৈঠকে ডাকলেন - bjp

রাজ্যপাল আগামীকাল বিকেলে CPI(M), BJP, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডেকেছেন । রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে আলোচনা হতে পারে ।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী
author img

By

Published : Jun 12, 2019, 5:21 PM IST

Updated : Jun 12, 2019, 9:23 PM IST

কলকাতা, 12 জুন : আগামীকাল বিকেল ৪টেয় রাজভবনে চারটি রাজনৈতিক দলকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

সূত্রে জানা গেছে, রাজ্যপাল আগামীকাল বিকেলে CPI(M), BJP, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডেকেছেন । ওই চারটি দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে ডাকা হয়েছে পার্থ চ্যাটার্জি (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), সূর্যকান্ত মিশ্র (CPI-M) এবং সোমেন মিত্র (কংগ্রেস)-কে ।

এই সংক্রান্ত খবর : লাঠিচার্জ ও জলকামানে ধুন্ধুমার মধ্য কলকাতায়, লালবাজারের অনেক আগেই থামল অভিযান

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে । ভোটের ফল ঘোষণার পরেও রাজনৈতিক হানাহানি থামেনি । গত শনিবার সন্দেশখালিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে দুইজন BJP ও একজন তৃণমূলকর্মী । এছাড়া সোমবার আমতায় এক BJP কর্মী খুন হয়েছেন । রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে আলোচনা হতে পারে ।

এই সংক্রান্ত খবর : "গণতন্ত্রের কফিনে পেরেক, মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন মমতা"

এর আগে বাংলার রাজনৈতিক সংঘর্ষ নিয়ে রাজ্যপাল বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দিয়েছেন নির্দিষ্ট রিপোর্ট । দেশের নানা প্রান্তে আলোচনা চলছে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে। BJP-র তরফে কেউ কেউ দাবি তুলেছেন এরাজ্যে 356 ধারা প্রয়োগ করার । আজ কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “ আমরা চাই নির্বাচিত সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করুক । কিন্তু যে পরিস্থিতি চলছে সেটা চললে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে।" এই আবহে রাজ্যপালের এই বৈঠক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকেই ।

কলকাতা, 12 জুন : আগামীকাল বিকেল ৪টেয় রাজভবনে চারটি রাজনৈতিক দলকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ।

সূত্রে জানা গেছে, রাজ্যপাল আগামীকাল বিকেলে CPI(M), BJP, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বৈঠকে ডেকেছেন । ওই চারটি দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে ডাকা হয়েছে পার্থ চ্যাটার্জি (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), সূর্যকান্ত মিশ্র (CPI-M) এবং সোমেন মিত্র (কংগ্রেস)-কে ।

এই সংক্রান্ত খবর : লাঠিচার্জ ও জলকামানে ধুন্ধুমার মধ্য কলকাতায়, লালবাজারের অনেক আগেই থামল অভিযান

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে । ভোটের ফল ঘোষণার পরেও রাজনৈতিক হানাহানি থামেনি । গত শনিবার সন্দেশখালিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে দুইজন BJP ও একজন তৃণমূলকর্মী । এছাড়া সোমবার আমতায় এক BJP কর্মী খুন হয়েছেন । রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে আলোচনা হতে পারে ।

এই সংক্রান্ত খবর : "গণতন্ত্রের কফিনে পেরেক, মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন মমতা"

এর আগে বাংলার রাজনৈতিক সংঘর্ষ নিয়ে রাজ্যপাল বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দিয়েছেন নির্দিষ্ট রিপোর্ট । দেশের নানা প্রান্তে আলোচনা চলছে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে। BJP-র তরফে কেউ কেউ দাবি তুলেছেন এরাজ্যে 356 ধারা প্রয়োগ করার । আজ কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “ আমরা চাই নির্বাচিত সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করুক । কিন্তু যে পরিস্থিতি চলছে সেটা চললে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে।" এই আবহে রাজ্যপালের এই বৈঠক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকেই ।

Washington, DC (US), Jun 12 (ANI): Scott Perry, a member of the US Congress from Pennsylvania, reaffirmed support to the religious and ethnic minorities, who came together on Tuesday to stop religious radicalism in South Asia, particularly in Pakistan. While speaking to ANI, Perry said, "Pakistan needs to be isolated among the community of nations if they continue to harbour terrorism." Perry also highlighted the plight of all suffering ethnic and religious groups and how Pakistan has not yet taken any strong action against the terrorism operating from its soil. Perry added, "We don't support the fact that minorities are being suppressed anywhere for their religious beliefs or otherwise, and this is one of the reasons why the United States-Pakistan relations remain strenuous because we cannot accept that."
Last Updated : Jun 12, 2019, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.