ETV Bharat / state

মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের - governor jagdeep dhankar

বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের ৷ মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া জায়গা ও সময়ে বৈঠকে বসতে চান তিনি ৷

image
রাজ্যপাল
author img

By

Published : Dec 6, 2019, 3:15 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : আজ সকালে ফের বিধানসভায় এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানালেন তিনি ৷ এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার বার্তাও দেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া দিনে এবং স্থানে রাজ্যপাল নিজে এসে বৈঠক করতে চান ৷

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইলে বৈঠকে বসতে পারেন । মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন, বা নবান্নে সময় দিলেই রাজ্যপাল দেখা করবেন । কোনও রকম সমস্যা হলে বা প্রয়োজন হলে বৈঠক করতে রাজি তিনি ।

গতকালের ঘটনার পর আজ যথারীতি বিধানসভার তিন নম্বর গেট খুলে দেওয়া হয় রাজ্যপালের জন্য । সকাল 9 টা 55 মিনিটে বিধানসভায় আসেন তিনি । আজ তাঁকে স্বাগত জানালেন বিধানসভার এক সচিব । যদিও এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকলেও দেখা করেননি রাজ্যপালের সঙ্গে ৷

কলকাতা, 6 ডিসেম্বর : আজ সকালে ফের বিধানসভায় এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানালেন তিনি ৷ এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার বার্তাও দেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া দিনে এবং স্থানে রাজ্যপাল নিজে এসে বৈঠক করতে চান ৷

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইলে বৈঠকে বসতে পারেন । মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন, বা নবান্নে সময় দিলেই রাজ্যপাল দেখা করবেন । কোনও রকম সমস্যা হলে বা প্রয়োজন হলে বৈঠক করতে রাজি তিনি ।

গতকালের ঘটনার পর আজ যথারীতি বিধানসভার তিন নম্বর গেট খুলে দেওয়া হয় রাজ্যপালের জন্য । সকাল 9 টা 55 মিনিটে বিধানসভায় আসেন তিনি । আজ তাঁকে স্বাগত জানালেন বিধানসভার এক সচিব । যদিও এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকলেও দেখা করেননি রাজ্যপালের সঙ্গে ৷

Intro:আজ সকালে ফের বিধানসভায় এলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সস্ত্রীক এসেছিলেন তিনি। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার। মুখ্যমন্ত্রীর স্থির করে দেওয়া দিনে এবং স্থানে প্রয়োজনে রাজ্যপাল নিজে এসে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিধানসভায় এসে এই বার্তাই দিলেন তিনি।


Body:গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। গতকালের কোনো ঘটনার পুনরাবৃত্তি না করে আজ অনেক নমনীয় ছিলেন তিনি। সংবিধানের দীর্ঘক্ষন আলোচনা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইলে বৈঠকে বসতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন, বা নবান্নে মুখ্যমন্ত্রীর সময় দিলেই রাজ্যপাল দেখা করবেন। কোনরকম সমস্যা হলেই বা প্রয়োজন হলে বৈঠক করতে রাজি তিনি।


Conclusion:আজ যথারীতি বিধানসভার তিন নম্বর গেট খুলে দেওয়া হলে রাজ্যপালের জন‍্য। সকাল 9 টা 55 মিনিটে রাজ্যপাল ঢুকলেন বিধানসভায়। আজ রাজ্যপালকে সম্বর্ধনা জানালেন বিধানসভার এক সচিব। আজও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকলেও এলেন না রাজ্যপালের সঙ্গে দেখা করতে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.