ETV Bharat / state

Biman Bose : রাজ্যপালের উচিত সমস্ত বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা: বিমান বসু

রাজ্যে গণতন্ত্র ধুঁকছে বলে মন্তব্য করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এরই পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে রাজ্যপালের কথা বলা উচিৎ বলে জানালেন বিমান বসু (Biman Bose) ৷

Biman Bose
বিমান বসু
author img

By

Published : Jun 21, 2022, 8:13 PM IST

কলকাতা, 21 জুন : পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুন্ঠিত বলে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যে গণতন্ত্র ধুঁকছে বলে অভিযোগ করেন তিনি । আর এই বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর বক্তব্য, রাজ্যপালের উচিত সরকারের সঙ্গে আলোচনা করা । ইস্যু ভিত্তিক আলাদা আলাদা করে মন্তব্য করার কোনও প্রয়োজন আছে বলে বিমান বসু মনে করেন না (Biman Bose)।

রাজ্যের জেলাগুলিতে সপ্তাহব্যাপী সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচি পালনের পরে মঙ্গলবার কলকাতায় শান্তি ও সম্প্রীতির পক্ষে কেন্দ্রীয় মিছিল করে 16টি বামপন্থী ও সহযোগী দলগুলি । এই মিছিল শেষে মহাজাতি সদনে দাঁড়িয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, "রাজ্যপালের উচিত সমস্ত বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা । ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয় তা গ্রহণ করা । যদি ঐক্য মতে সিদ্ধান্ত গ্রহণ না করা যায়, তবে তারপরেই সংবাদমাধ্যমকে তার বক্তব্য বা বিরোধিতার কথা জানানো উচিত । আলাদা আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : অগ্নিপথবিরোধী আন্দোলনের জন্য কেন্দ্রকেই দুষলেন বিমান বসু

মঙ্গলবার রাজ্যকে নিশানা করে রাজ্যপাল জগদীপ ধনকড় কটাক্ষ করে জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে । দুর্নীতির জন্য হাজার হাজার তরুণ-তরুণী বঞ্চিত হচ্ছে । ভোট পরবর্তী অশান্তি ভয়ঙ্কর আকার নিলেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি ।

পুলিশ প্রশাসনকে রাজ্যপালের বার্তা, আইন-সংবিধান মেনে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন । এরই প্রেক্ষিতে মুখ খোলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রাজ্যপালকে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিমানবাবুর অভিযোগ, বর্তমান সরকারের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা আগে কখনও কোনও সরকারের আমলে হয়নি । পরীক্ষা না-দিয়ে, পাস না-করেও শিক্ষক হয়ে যাচ্ছেন বলে অভিযোগ বিমানের । গোটা অভিযোগ এবং মামলা বিচারাধীন থাকায় বিমানবাবু এর থেকে বেশি কিছু বলতে চাননি ৷

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় মৌলালির রামলীলা পার্কের সামনে জমায়েত করার পরে কেন্দ্রীয় মিছিল যাত্রা শুরু করে মহাজাতি সদনের উদ্দেশ্যে । বাম ও সহযোগী দলগুলির পক্ষ থেকে বৈঠক করে দেশজুড়ে বিজেপি'র সাম্প্রদায়িক উসকানি ও বিভাজনের অপকৌশলের বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয় একসপ্তাহ আগে । সেই অনুসারে 15 থেকে 21 জুন রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হয় । জেলায় জেলায় মিছিল ও পথসভা সংগঠিত করা হয় । মঙ্গলবার কলকাতায় সম্প্রীতি রক্ষার আহ্বানে কেন্দ্রীয় মিছিল করা হয় । এই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ-সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই লিবারেশন এসইউসিআই এর মতো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন ।

কলকাতা, 21 জুন : পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভূলুন্ঠিত বলে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যে গণতন্ত্র ধুঁকছে বলে অভিযোগ করেন তিনি । আর এই বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর বক্তব্য, রাজ্যপালের উচিত সরকারের সঙ্গে আলোচনা করা । ইস্যু ভিত্তিক আলাদা আলাদা করে মন্তব্য করার কোনও প্রয়োজন আছে বলে বিমান বসু মনে করেন না (Biman Bose)।

রাজ্যের জেলাগুলিতে সপ্তাহব্যাপী সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচি পালনের পরে মঙ্গলবার কলকাতায় শান্তি ও সম্প্রীতির পক্ষে কেন্দ্রীয় মিছিল করে 16টি বামপন্থী ও সহযোগী দলগুলি । এই মিছিল শেষে মহাজাতি সদনে দাঁড়িয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, "রাজ্যপালের উচিত সমস্ত বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা । ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয় তা গ্রহণ করা । যদি ঐক্য মতে সিদ্ধান্ত গ্রহণ না করা যায়, তবে তারপরেই সংবাদমাধ্যমকে তার বক্তব্য বা বিরোধিতার কথা জানানো উচিত । আলাদা আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : অগ্নিপথবিরোধী আন্দোলনের জন্য কেন্দ্রকেই দুষলেন বিমান বসু

মঙ্গলবার রাজ্যকে নিশানা করে রাজ্যপাল জগদীপ ধনকড় কটাক্ষ করে জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে । দুর্নীতির জন্য হাজার হাজার তরুণ-তরুণী বঞ্চিত হচ্ছে । ভোট পরবর্তী অশান্তি ভয়ঙ্কর আকার নিলেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি ।

পুলিশ প্রশাসনকে রাজ্যপালের বার্তা, আইন-সংবিধান মেনে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন । এরই প্রেক্ষিতে মুখ খোলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রাজ্যপালকে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিমানবাবুর অভিযোগ, বর্তমান সরকারের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা আগে কখনও কোনও সরকারের আমলে হয়নি । পরীক্ষা না-দিয়ে, পাস না-করেও শিক্ষক হয়ে যাচ্ছেন বলে অভিযোগ বিমানের । গোটা অভিযোগ এবং মামলা বিচারাধীন থাকায় বিমানবাবু এর থেকে বেশি কিছু বলতে চাননি ৷

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় মৌলালির রামলীলা পার্কের সামনে জমায়েত করার পরে কেন্দ্রীয় মিছিল যাত্রা শুরু করে মহাজাতি সদনের উদ্দেশ্যে । বাম ও সহযোগী দলগুলির পক্ষ থেকে বৈঠক করে দেশজুড়ে বিজেপি'র সাম্প্রদায়িক উসকানি ও বিভাজনের অপকৌশলের বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয় একসপ্তাহ আগে । সেই অনুসারে 15 থেকে 21 জুন রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হয় । জেলায় জেলায় মিছিল ও পথসভা সংগঠিত করা হয় । মঙ্গলবার কলকাতায় সম্প্রীতি রক্ষার আহ্বানে কেন্দ্রীয় মিছিল করা হয় । এই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ-সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই লিবারেশন এসইউসিআই এর মতো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন ।

For All Latest Updates

TAGGED:

Biman Bose
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.