ETV Bharat / state

আজ ফের বিধানসভায় সস্ত্রীক রাজ্যপাল - বিধানসভায় সস্ত্রীক রাজ্যপাল

আজ বিধানসভায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও । এই অবস্থায় আজ ফের রাজ্যপালের বিধানসভায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিধায়করা ।

রাজ্যপাল
ছবি
author img

By

Published : Dec 5, 2019, 10:37 PM IST

Updated : Dec 6, 2019, 5:45 AM IST

কলকাতা, 6 ডিসেম্বর : ফের বিধানসভায় যাচ্ছেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ বিধানসভায় গিয়ে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি । রাজভবন সূত্রে খবর এমনই ।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের চাপানউতোর বর্তমান । গতকাল বিধানসভা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি । শুধু নির্ধারিত গেট নয়, বন্ধ ছিল অন্য গেটগুলিও । এই পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল । রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে কটাক্ষ করেন । পরে হেঁটে বিধানসভার ভিতরে ঢোকেন তিনি । কিন্তু স্বাগত জানানোর জন্য অধ্যক্ষ, মার্শাল কেউই উপস্থিত ছিলেন না । এমন কী, রাজ্যপাল-রাজভবনের জন্য নির্দিষ্ট চিত্রগ্রাহককেও প্রথমে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন : গণতন্ত্র নিয়ে রাজ্যপালের খোঁচা, শেষ দেখবেন মমতাও

অন্যদিকে, এক অনুষ্ঠান মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজভবনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছে বলে সরব হন তিনি । মমতার দাবি, "রাজ্যে একটা সমান্তরাল সরকার চলছে । মহারাষ্ট্রের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে । বলেন, "লড়াই চলুক । দেখি কী হয় ।"

আজ সকাল ৯টা ৫০ মিনিটে রাজ্যপাল তাঁর স্ত্রীকে নিয়ে বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবেন । এদিকে বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও । এই অবস্থায় আজ ফের রাজ্যপালের বিধানসভায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিধায়করা ।

কলকাতা, 6 ডিসেম্বর : ফের বিধানসভায় যাচ্ছেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ বিধানসভায় গিয়ে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি । রাজভবন সূত্রে খবর এমনই ।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের চাপানউতোর বর্তমান । গতকাল বিধানসভা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি । শুধু নির্ধারিত গেট নয়, বন্ধ ছিল অন্য গেটগুলিও । এই পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল । রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিম্নমুখী বলে কটাক্ষ করেন । পরে হেঁটে বিধানসভার ভিতরে ঢোকেন তিনি । কিন্তু স্বাগত জানানোর জন্য অধ্যক্ষ, মার্শাল কেউই উপস্থিত ছিলেন না । এমন কী, রাজ্যপাল-রাজভবনের জন্য নির্দিষ্ট চিত্রগ্রাহককেও প্রথমে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন : গণতন্ত্র নিয়ে রাজ্যপালের খোঁচা, শেষ দেখবেন মমতাও

অন্যদিকে, এক অনুষ্ঠান মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজভবনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছে বলে সরব হন তিনি । মমতার দাবি, "রাজ্যে একটা সমান্তরাল সরকার চলছে । মহারাষ্ট্রের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে । বলেন, "লড়াই চলুক । দেখি কী হয় ।"

আজ সকাল ৯টা ৫০ মিনিটে রাজ্যপাল তাঁর স্ত্রীকে নিয়ে বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবেন । এদিকে বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও । এই অবস্থায় আজ ফের রাজ্যপালের বিধানসভায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিধায়করা ।

Intro:কাল ফের বিধানসভায় যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকার‌। সংবিধান প্রণেতা আম্বেদকারের মর্মর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি বিধানসভায় গিয়ে। আজ রাজ ভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। আজ বিধানসভায় ঢোকার সময় রাজ্যপালকে আটকানো না হলেও তার গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। পায়ে হেঁটে রাজ্যপাল বিধানসভার ভেতরে ঢুকেছেন। রাজ্যপালের পরিষদেরও আটকে দেওয়া হয় বিধানসভার গেটে। এই অবস্থায় আগামীকাল ফের রাজ্যপালের বিধানসভায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিধায়করা। কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা।


Body:আজ সারাদিন রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। টানটান উত্তেজনায় সকাল থেকেই বিধানসভার শুনশান চত্বরে একা ঘুরে বেরিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। আগামীকাল সকাল ৯.৫০ মিনিটে রাজ্যপাল তার স্ত্রীকে নিয়ে বিধানসভায় ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবেন।
আজ রাজ্যপাল বিধানসভায় আসার পর থেকেই বিধানসভার দায়িত্বপ্রাপ্ত সকলেরই কোন হদিস ছিলনা। রাজ্যপালকে এড়িয়ে যাবার জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় "বিশেষ কাজে" বাইরে আছেন বলে জানিয়েছেন। বিধানসভার সচিব অভিজিৎ সম্মুখে আজ বিধায়ক আবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ক্যান্টিন সংক্রান্ত একটি "অতি গুরুত্বপূর্ণ" বৈঠকে যোগ দেওয়াটা নাকি আজ জরুরি ছিল। তাই আজ রাজ্যপাল এসে তাকেও খুঁজে পাননি। আজ দীর্ঘক্ষন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘরের সামনে অপেক্ষা করে রাজ্যপাল ফিরে গিয়েছেন। ফের আগামীকাল তিনি বিধানসভায় আসবেন। রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত এবার আইন সভাতেও চলে এলো। আজকে দিনভর রাজ্যপালের বিধানসভা সফর নিয়ে যা ঘটলো, আগামীকাল সস্ত্রীক রাজ্যপাল বিধানসভা আসলে পরে কেমন ব্যবহার পাবেন তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। আগামীকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।


Conclusion:
Last Updated : Dec 6, 2019, 5:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.